বর্তমানে, ই-বুকের জনপ্রিয়তা বেড়েই চলছে । একটি জরিপে দেখা গেছে, ১৬ বছরের বেশী বয়সীদের ২৩% -ই এখন ই-বুক পড়েন । ২০১১ সালে ই-বুক রিডারের সদস্য ছিল প্রায় ১৮ শতাংশ । কিন্তু, ২০১২ সালে ই- বুক রিডারের সদস্য হয় প্রায় ৩৩ শতাংশ ।
বই পড়তে ভালবাসেনা এমন লোক খুজে পাওয়া যাবে না । আমাদের অনেক সময় বই ডাউনলোড এর প্রয়োজন হয় । তখন আমরা অনলাইন এ ছুটাছুটি করি কাঙ্ক্ষিত বইটি পাবার জন্য । তাই, আজ এমন একটি সাইট নিয়ে আলোচনা করছি যেখানে সকল প্রকার বই পাওয়া যাবে । ব্যবহারকারীদের সুবিধার্থে সাইটটি সম্পূর্ণ বাংলায় করা হয়েছে । এখানে সকল ধরনের বই পাওয়া যাবে । প্রতিটি বই বাংলায় এবং পিডিএফ ফরম্যাট এ । ব্যবহারকারী যেকোনো বই বাংলায় সার্চ দিলেই কাংখিত বই পেয়ে যাবেন । প্রতিটি বই এ থাকছে রেটিং সিস্টেম যা বই এর মূল্যায়ন বিচার করবে । সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বই নিয়ে থাকছে আলাদা ক্যাটাগরী । এছাড়া, পছন্দের বই "প্রিয়বই লিস্ট" এ যোগ করার সুবিধা!
এছাড়া ফেইসবুক পেইজ এ আপডেটেড থাকতে পারেন ।
-ধন্যবাদ সবাইকে ।
আমি অনলাইন এ বই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালই ধন্যবাদ ।