নাম ও শিরোনাম দেখেই হয়তো বুঝে গেছেন Photo Flash Maker-এর কাজ কি হতে পারে। তবুও এর Feature গুলো সম্পর্কে আর একটু বলি।
=> MP3, WMA, WAV ইত্যাদি Format-এর Music/Song Add করা যায়।
=> এতে Hyperlink Add করা যায়, যাতে pop-out window-তে প্রদর্শন করার ব্যবস্থা আছে।
=> প্রায় ৫০টির ও বেশি Effect আছে।
=> XML-driven নামক একটি Option আছে। (ইহা যে কি তাহা আমিও জানিনা)
=> Auto-playback, repeat mode, Full screen mode তো আছেই।
=> Flash slideshow create ছাড়াও সরাসরি CD/DVD তে Burn এবং Web-এ Upload করা যায়।
=> এটি Windows XP, Wista, 7 এর সকল Version -এ কাজ করে।
এই লিংকে গিয়ে এর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর নিচের লিংক থেকে Download করতে পারেন।
Photo Flash Maker Free Version (Direct Link)
Photo Flash Maker Pro 5.15 (Hotfile Link)
আমি FeRdOuS @ FaSiK (ফাসিক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুক: http://www.facebook.com/fasikbd | টুইটার: http://www.twitter.com/fasikbd
Photo Flash Maker সম্পর্কে কিছুই জানি না। নাম জানি, কিন্তু ইন্সটলও করিনি, ব্যবহার তো জানিই না! Photo Flash Maker সম্পর্কে বাংলায় কিছু টিউটোরিয়াল পেলে ভাল হতো।
ধন্যবাদ FaSiK ।