অনেক সময় টিউটোরিয়াল বানানোর জন্য আপনার ডেস্কটপ এর রেকর্ড করা প্রয়োজন হয় । অথবা অন্য কাজের জন্যও স্ক্রিন ক্যাপচার করার প্রয়োজন হয় । যেমন একটু আগে আমার এই SSD নিয়ে করা টিউনটায় স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়েছিল । তখন খুজে পেলাম ছোট্ট কিন্তু কাজের একটা সফটওয়্যার । Kaspersky দিয়ে স্ক্যান করে তারপর মিডিয়াফায়ার এ আপলোড করেছি । সুতরাং নিশ্চিন্তে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ।
http://www.mediafire.com/?62pw0z6m1aqa8el
সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন । সাথে দেয়া টেক্সট ফাইল এ সিরিয়াল নাম্বার দেয়া আছে যাতে আপনারা ফুল ভার্সন ব্যবহার করতে পারেন ।
সফটওয়্যারতির ফিচারসমুহ ঃ
স্ক্রিন রেকর্ড করতে পারবেন । বিভিন্ন ফরম্যাট এ ভিডিও সেভ করতে পারবেন । স্ক্রিন এর যেকোনো নির্দিষ্ট জায়গাও রেকর্ডিং করতে পারবেন । এছাড়াও ডেস্কটপ এর স্টিল ছবিও নিতে পারবেন । একই সাথে মাইক্রোফোন এর মাধ্যমে অডিও রেকর্ডিং ও করতে পারবেন । ইন্টারনাল টিভি কার্ড থেকে ভিডিও রেকর্ডিং করতে পারবেন । সবচেয়ে বড় সুবিধা হচ্ছে , এই ছোট সফটওয়্যারটি ব্যবহার অনেক সহজ । আপনারা ইন্সটল করলেই বুঝতে পারবেন ।
এই সফটওয়্যারতির আগে আমি আরেকটি সফটওয়্যার ব্যবহার করেছিলাম স্ক্রিন রেকর্ডিং করার জন্য । http://www.techsmith.com/jing.html কিন্তু এই সফটওয়্যারটি আমার কাছে ভালো লাগেনাই । কিন্তু আমার বন্ধু শাওন এর কাছে এইটা নাকি খুব ভালো লাগে । আপনারাও ট্রাই করে দেখতে পারেন । ফ্রি ডাউনলোড করতে পারবেন ।
সবাই ভালো থাকবেন ।
আমি আহত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 541 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"As long as I have a want, I have a reason for living. Satisfaction is death."
nice post
http://www.allrechargebd.blogspot.com