নেট ব্যবহার করে এমন বেশীর ভাগ মানুষই Skype ব্যবহার করে ফ্রিতে কল করতে । Skype কল রেকডিংয়ের অনেক সফটওয়্যার আছে । তাদের মধ্যে অন্যতম হল iFree Skype Recorder । এটি আসলেই একটি কাজের সফটওয়্যার । এর দ্বারা যতক্ষন ইচ্ছা Skype কল ফ্রিতে রেকর্ড করতে পারবেন । এটি খুবই হালকা একটি টুল । এর ব্যবহারের ইন্টারফেসও অনেক সহজ , তাই যে কেউ অনায়েসে এটি ব্যবহার করতে পারবে । এটি চালাতে পিসিতে Skype ইন্সটল থাকতে হবে । সফটওয়্যারটি প্রথমবার চালালে এটি Skype থেকে অথরাইজেশন চাইবে তা করে দিলেই শুরু করতে পারবেন কল রেকডিং । এটি Windows Vista এবং Seven এ কাজ করে ।
১. যেকোন এক প্রান্ত বা উভয় প্রান্তের সাউন্ড রেকডিং ।
২. ম্যানুয়াল বা অটোমেটিক কল রেকডিং ।
৩. কল রেকডিং mp3 ফরম্যাটে করা যায় ।
৪. এতে রেকডিং প্লে করতে বিল্টইন প্লেয়ার আছে ।
৫. এটি Skype-টু-Skype কল, SkypeOut অথবা SkypeIn calls, Conference কল ইত্যাদি রেকর্ড করতে পারে ।
ডাউনলোড iFree Skype Recorder ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
আপনাকে ধন্যবাদ ভাই।আচ্ছা ভাই এমন কোনো soft আছে কি যা দিয়ে উভয় প্রান্তের সাউন্ড রেকডিং করতে
পারবো।মানে আমার কমপিউটার হতে যেই কল করুক আমি তা রেকডিং করতে চাই।তা হতে পারে কোনো voip লাইন বা MESSENGER . জানা থাকলে জানাবেন প্লিজ।