McAfee Internet Security 2010 এর ৬ মাসের জেনুইন লাইসেন্স ফ্রি !

ফেসবুকের স্পেশাল একটি প্রমোর মাধ্যেমে পেতে পারেন McAfee Internet Security 2010 এর ৬ মাসের জেনুইন ভার্সন একদম ফ্রি ! এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন ।

১. প্রথমে এই লিংকটিতে যান এবং Download Now চাপুন ।

২. এবার একটি ফরম আসবে । McAfee তে একউন্ট করতে এই ফরমটি ফিলাপ করুন ।

৩. এবার আরেকটি ফরমের মাধ্যমে আপনার বিলিং তথ্য চাওয়া হবে । এটি পূরণ করুন ।

*** যেহেতু আমাদের অধিকাংশেরই ক্রেডিট কার্ড নেই তাই এক্ষেত্রে "Master Card" এবং Card Number এর স্থলে 5555555555554444 দিন । "Expiration Date" এ যা খুশী দিন ।

৪. এবার প্রোডাক্ট ডিটেইল দেখতে পাবেন । "Download Now" চাপুন ।

৫. এবার আরেকটি পাতা থেকে 1.2 মেগাবাইটের অনলাইন ইনস্টলারটি পাবেন ।

৬. অনলাইন ইনস্টলারটি রান দিলে McAfee Internet Security 2010 এর ৬ মাসের কি সহ জেনুইন ফুল ভার্সনটি প্রথমে ডাউনলোড, তারপর ইনস্টল হবে ।

**** অনলাইন ইনস্টলারটি রান দিতে উপযুক্ত সময় বেছে নিন যাতে আপনার লাইনের স্পিড বেশী থাকে এবং সেই সময় ব্রাউজিং থেকে বিরত থাকুন । তা না হলে ডাউনলোড বারবার থেমে যাবে এবং আবার প্রথম থেকে শুরু করতে হবে ।

[টিউনটি জেনুইন কি এর একটি পোষ্টের অনুবাদ মাত্র ।]

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx bro

চমৎকার বন্ধু কাজে লাগবে । ধন্যবাদ……চালিয়ে যা সাথেই আছি।