সবাইকে অনেক শুভেচ্ছা । আশা করি সবাই ভালো আছেন । আমি আসলে নতুন,খুব খুব ছোট টিউনার । এটা আমার প্রথম পোস্ট । কোন ভুল হলে ক্ষমা করে দিবেন ।
আমি তেমন করে লিখতে পারি না । আসলে এই ব্লগের যখন আমি যোগ দেই তখন আমি বাংলা লিখতে পারি না । এখন মোটামুটি পারি । এটা ্আসলে অভ্র ও যারা অভ্র বিষয়ক পোষ্ট করেছেন তাদের কাছে ঋনী।
এখন আসল কথার আসি আপনারা যারা নিরো ব্যবহার করেছেন তারা জানেন নিরোর গুনাগুন ।
নিরো দিয়ে সুন্দর ভাবে ডাটা রাইট করা যায় । এবং এটা বিশ্বের ভিতর খুবই জনপ্রিয় । আপনি প্রথমে আপনার মেইল এড্রেস দিয়ে ডাউনলোড অপশন এ ক্লিক করুন ।
প্রথমে এখান হতে নিরোর ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন ।
সাইজ- ৩০৯ মেগাবাইট
ডাউনলোড করার পর ইনস্টল করুন দেখবেন যেন আপনার পিসি নেটফ্রেম ওয়ার্ক ৪ ইনস্টল করা থাকে । যদি না থাকে তাহলে এখান হতে ডাউনলোড করুন ।
ইনস্টল হলে দেখবেন অনেকগুলো সফটওয়্যার যেমন--------------
তারপর আপনার ইন্টারনেট ডিসকানেক্ট করে অল প্রোগামের মধ্য দিয়ে নিরো তে ক্লিক করলে নিরো কন্টোল স্টোর পাবেন । সেখানে ক্লিক করুন । তারপর এ্্যাড এ ক্লিক করে আমার দেয়া এই সিরিয়াল টি বসিয়ে ওকে করুন তাহলে দেখবেন নিরো ফুল ভার্সন হয়ে গেছে ।
এটা আমার প্রথম পোস্ট কেমন হলো আপনাদের উওরের আশায় রইলাম ।
আমি Asaduzzaman Sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসাদ ভাই টেকটিউনে আপনাকে স্বাগতম। প্রথম টিউনে প্রথম মন্তব্যকারী তাই আমারও ভালো লাগছে। 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 বাংলা টাইপ করাটা একটু চর্চা করলেই দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আর যে সফটওয়্যার নিয়ে টিউন করবেন তার ভার্সন সম্পর্কে স্পষ্ট উল্লেখ করবেন। নিরোর এটি কত তম ভার্সন। আর টিউনে যদি প্রয়োজন অনুসারে দু একটি স্ক্রীন শর্ট দেন তো টিউনটি প্রাণ পায়। প্রথম টিউন হিসেবে খুবই ভালো চালিয়ে যান আগামীতে আরো ভালো টিউন আমাদের উপহার দেবেন আশা করি। 😀