আপনি কি আপনার মজিলা ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন ডাউনলোড করেছেন? জলদি করুন।আমি আপনাদের জন্য নিয়ে এলাম তিনটি ভার্সন!

বর্তমান বিশ্বের সব চাইতে জনপ্রিয় ইন্টারনেট ওয়েব ব্রাউজার মজিলার লেটেস্ট ভার্সন ১৮ প্রকাশিত হয়েছে। এই ভার্সনের সব চাইতে মজার দিকটি হল যে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশি বাংলাভাষা এবং পশ্চিম বঙ্গের বাংলা ভাষা সহ ৭০টি ভাষায় প্রকাশিত হয়েছে!
কি কি ফিচার আছে এতে চলুন একটু চোখ ভুলিয়ে নেওয়া যাকঃ
১. আগের চাইতে উচ্চগতির ব্রাউজিং এর নিশ্চয়তা।
২. সিকিউরিটি ব্যবস্থা উন্নততর করা হয়েছে।
৩. লোড রিলোড টাবকে আরও সহজ করা হয়েছে।
৪. ওয়ান ক্লিক বুকমার্কিং করা যাবে প্রতিটা ট্যাবকে।

আরও বিস্তারিত জানার জন্য টু মারতে পারেন এই লিংকে।

এই নিচের লিঙ্কের থেকে আপনার দরকারি ব্রাউজার ডাউনলোড করে নিন।

ক. লেটেস্ট ভার্সন ১৮.০
.উইন্ডোজ ভার্সন ফায়ার ফক্স ১৮.০
২.এন্ড্রয়েড ভার্সন

খ.ফায়ারফক্স বেটা ভার্সন ১৯.০
১. উইন্ডোজ বেটা ১৯.০ ভার্সন
২. এন্ড্রয়েড বেটা ভার্সন

গ.ফায়ারফক্স অ্যারোরা(প্রি-বেটা) ভার্সন ২০.০
১. উইন্ডোজ প্রি-বেটা ২০.০
২. প্রি-বেটা এন্ড্রয়েড ভার্সন

সবাইকে কনকনে শিতের মধ্যেও উষ্ণতাময় ভালবাসা দিয়ে আমি আমার টিউনটি শেষ করলাম। সুস্থ্য থাকুন সবাই এবং টেকটিঊনের মাঝেই মেতে উঠুন প্রুযুক্তির সুরে.........।

Level 0

আমি tunes। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ মামুন ফিরোজ

Level 0

Alpha (Pre-Beta) for the developers only and Beta is for the geeks. Only Final version is for the Civil People.

মিনিটে মিনিটে ক্রাশ করে

আমার এন্ড্রয়েড মোবাইল থেকে ডাউনলোড অপশন পাইনা কেন????

Level 0

ক্রাশ করেভাই ।

18.o ki IDM support kore

ভাই। আরো কয়েকদিন পর ব্যবহার করব