Pattern Lock সিস্টেমে আপনার কম্পিউটারকে লক করুন

সবাই কেমন আছেন? আশা করি ভাল। সবাইকে দেরী হলেও নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে Pattern Lock সিস্টেমে কিভাবে কম্পিউটারকে লক করবেন তা দেখাবে, তার জন্য অবশ্যই আপনাকে একটা ডাউনলোড করে ইনিষ্টল করতে হবে। এর আগে আসুন বিস্তারিত জেনে নেই এই Pattern Lock সিস্টেম কিভাবে কাজ করবে আপনার পিসিতে।

এই Pattern Lock সিস্টেম মূলত স্মার্টফোন গুলোতে ব্যবহার করা হয়। কিন্তু আপনি সহজেই সফটওয়ার ব্যবহার করে এই সিস্টেমে পিসি লক করতে পারেন। Pattern Lock  এর সফটওয়ারটি ব্যবহার ‍খুবেই সহজ সুন্দর মানানসই ইন্টারফেইস। নিচে স্কিনশর্ট দেখুন :

উপরের ‘Reset Pattern’ টা দেখেন এইখানে আপনি লক সিস্টেমটা পরিবতর্ন করতে পারেন। তাছাড়া প্রতিবার এই সফটওয়ারের সেটিং এ ডুকতে গেলে আগে এইভাবে আনলক করে ডুকতে হবে। Backup Pattern এই সিস্টেমে আপনি আপনার লক মেনুটা সেইভ করে রাখতে পারেন ছবি আকারে, যাতে পরে ভুলে গেলে কাজে লাগাতে পারেন।  3 * 3 Points এইটাতে আপনি বেশি সিকিউরিটির জন্য পয়েন্টও  দিতে পারেন।

এছাড়াও আপনারা আরো বেশ কিছু  সেটিংস পাবেন :

এই সবগুলো সেটিং আমি এক এক করে দেখালাম না আপনারা নিজ থেকে দেখে নিবেন।

এই সফর্টওয়ারের বেশ কিছু ফিচার :

  • পচন্দঅনুযায়ী pattern matching ব্যবহার করে un-lock করার সিস্টেম।
  • আপনার পিসি শুধু এক ক্লিকেই লক করতে পারেন লক করতে চাপুন Win+A।
  • আপনার নিজের ইচ্ছা অনুযায় ব্যাকগ্রাউন্ড ছবি পরিবতর্ন করতে পারেন।
  • অটোলক হয়ে যাবে একটি নিদিষ্ট সময়ের পর আপনি যদি কাজ করেন আপনার লক করার দরকার নেই শুধু আগে থেকে সেটিংস এ টাইম দিয়ে রাখলেই হবে।
  • কি-বোর্ড লক সিস্টেম।
  • আপনি নিজেই সতর্কবার্তা লিখতে পারেন (এই ক্ষেত্রে বাংলা ব্যবহার করবেন না)
  • pattern ব্যাকআপ রাখতে পারেন।
  • লক রাখা অবস্থায় আপনি Time and date দেখতে পারবেন স্কিন এ।
  • সর্বশেষ খুব সহজেই ব্যবহার করতে পারেন 😀

ডাউনলোড করুন:

ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন। ডাউনলোড করার পরে নরমালি ইনিস্টল হবে।

আশা করি সবারেই পোষ্টটি ভাল লাগবে। পোষ্টটি কেমন হয়েছে জানাবেন আর যদি ভাল লাগে তবে অবশ্যই শেয়ার করবেন।

Level 0

আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস