আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
টেকটিউনসে এটা আমার সর্বপ্রথম পোষ্ট। আশা করি কোন ভূল হলে ক্ষমা করবেন।
প্রথমেই আমি নিজের তৈরী অতি সাধারণ কিন্তু কার্যকরি কিছু সফটওয়্যার নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো আশা করি আপনাদের কাজে আসবে।
Requirement: Microsoft .NET Framework 4.0
1। একটি ওয়েব ব্রাউজার। বিশেষ করে যাদের কম্পিউটার স্লো তাদের জন্য । কোন সেটাপ দেয়া নয় সরাসরি রান করুন । সাইজ মাত্র 44 কেবি।
2। ফরেক্স ঘড়ি। একটি ওয়েবসাইট থেকে সরাসরি ওপেন করে। ব্রাউজিং এর ঝামেলা সহ্য করতে হয় না।
3। Market Volatility. ঘড়িটির মত।
4। ইকোনমিক ক্যালেন্ডার। ফরেক্স এর জন্য এটির কোন বিকল্প নেই।
এখান থেকে সবগুলো ফাইল ডাউনলোড করুন। মাত্র 52 কেবি।
আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমাকে ফেসবুকে পেতে হলে http://facebook.com/sbinashiq
আমি Saifur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ! সাইফুর রহমান ভাই, স্বাগত আপনাকে, আরো নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আসবেন আশা করি। আর হ্যাঁ http://www.bdforexpro.com তে লিখারও আমন্ত্রণ রইল।