ওয়ার্ডপ্রেস রিলিজ হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় রিলিজ হয় ওয়ার্ডপ্রেস ২.৯.১ বিটা ১ । কারন ওয়ার্ডপ্রেস ২.৯ এ বেশ কিছু বাগ পাওয়া গিয়েছিল । যার মধ্যে অন্যতম ছিল Pingback এ সমস্যা ও Schedule পোষ্টের সমস্যা ।তাছাড়া আরো প্রায় ১৪টি বাগ ধরা পড়েছিল । যারা আপগ্রেড করেছিলেন তারা বেশ বিপদেই ছিলেন । কারণ ওয়ার্ডপ্রেস ২.৯.১ বিটা ১ ও প্রফেশনাল সার্ভারে ইউজে না করতে পরামর্শ দেয়া হয়েছিল । তাই ওয়ার্ডপ্রেস ২.৯.১ ফাইনাল রিলিজ তাদের কিছুটা প্রশান্তি দিবে । আশ্চর্যের বিষয় হল বাগের বিষয়টি দ্রুত ধরা পড়লেও ওয়ার্ডপ্রেস ২.৯ ডাউনলোডকৃত হয়েছিল ১০ লক্ষের চেয়েও বেশী !
সহজে আপগ্রেড করতে Tools থেকে আপগ্রেড এরিয়ায় যেয়ে সহজে আপগ্রেড করতে পারবেন ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
এই ওয়ার্ড প্রেস সম্পর্কে ই কিছু জানিনা৷ কিভাবে এ বিষয়ে ভাল করে জানতে পারি বলবেন প্লিজ??