আমাদের মাঝে অনেকেই LCD মনিটর ব্যবহার করি। আমরা অনেকেই হয়ত Dead Pixelবা Defective Pixels সম্মন্ধে অবগত আছি। আমার মত যাদের ধারনা নাই তাদের বলছি Defective Pixels হল LCD মনিটরের ঐ অংশ যাতে সঠিক আউটপুট বা Color আসে না। এক সময় এই Injured Pixels গুলো অন্যান্ন Pixel গুলোকে আক্রমন করতে থাকে। অর্থাৎ Screen নষ্ট হতে থাকে। আপনার Screen এ এই Defective Pixels আছে কিনা তা জানার জন্য অনেক Software পাবেন একটু কষ্ট করে গুগলে সার্চ করলেই। আমি তিনটি সফটওয়্যার এর নাম বলছি যা আপনাদের কাজে লাগবে বলে আশা করি। এবং এগুলো ফ্রীওয়্যার।
Injured Pixels একটি Portable সফটওয়্যার। এটি বিভিন্ন কালার দিয়ে স্ক্রীনকে ফীল করে আপনার স্ক্রীন দেখাবে। ডিফল্ট কালার ছাড়াও কাস্টম কালার দিয়েও আপনি স্ক্রীন টেস্ট করতে পারবেন। এই লিংক ব্যবহার করে Download করুন।
Download InjuredPixels (41.0 KiB)
Pixel Doctor ও Injured Pixels এর মত। কিন্তু এটি আরো বেশি যা করতে পারে তা হল এটি Injured Pixels কে Repair করতে পারে। এর ফিচার অনুযায়ী প্রথমে Screen Test করার পর pixel therapy সিস্টম কাজে লাগানো যায়।
Download Pixel Doctor(61.5 KiB)
প্রায় একই সুবিধা সম্বলিত।
Download DefectPX (391.3 KiB)
সবাইকে ধন্যবাদ।
আমি স্টারটেক স্টারটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 164 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে আগ্রহী, জানাতে আগ্রহী। হাত বাড়াই সাহায্য দেবার ও নেবার জন্য। সাধ্য খুবই কম দেবার মত। জ্ঞান আহোরনে ব্যস্ত থাকার চেষ্টা করি চাই বন্ধু হতে সবার...
কাজে লাগবে