আমরা অনেকেই নেটের স্পিড সম্পর্কে ধারণা রাখার জন্য ডি ইউ মিটার ব্যবহার করি। বলা বাহুল্য কমার্শিয়াল সফটওয়্যার বলে এটা ক্র্যাক করে ব্যবহার করতে হয়। সুতরাং সেটআপ দেয়ার পর প্রত্যেকবার নতুন করে ইন্সটল আর তাছাড়া ক্র্যাক করা ঝামেলা তো আছেই। ডি ইউ মিটার এর আরেকটি সমস্যা হল আপনি যদি একে স্টার্ট আপ থেকে সরিয়েও দেন, পরে কোন এক সময় এটি চালু করলে আবার স্টার্ট আপে জুড়ে বসে। আর তাই এ ধরনের সমস্যাগুলো থেকে মুক্তির জন্য নেট থেকে খুঁজে বের করলাম ডি ইউ মিটার এর পোর্টেবল ভার্সন। এতে রয়েছে একটিমাত্র exe ফাইল। এতে ক্লিক করলেই ঝামেলা শেষ। তাই যারা এটি পেনড্রাইভে ব্যবহার করতে চান বা যখন দরকার কেবল তখনই ব্যবহার করতে চান, তাদের জন্য এটি খুব কাজে লাগবে। আপনি চাইলে ইন্সটল না করেই এটিকে স্টার্টআপে দিয়ে দিতে পারেন। এজন্য exe ফাইলটির একটি শর্টকাট তৈরি করে All Programs এর Startup এ ড্র্যাগ করে দিন। তবে একটি কথা। চালু করার পর এর Options>General>Data transfer rate units থেকে Bits per units second(kbps) টিকে Bytes per unit second(KB/s) করে নিতে ভুলবেন না। নাহলে স্পিড দেখে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে । এটি ডাউনলোড করুন এখান থেকে।
* লেখাটি সামহোয়ারইন ব্লগেও প্রকাশিত।
আমি কোর আই সেভেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোর আই সেভেন ভাই…
আপনার কাছে কি ডি ইউ মিটার এর scrial key আছে ।