নিয়ে নিন একটি জটিল ব্রাউজার [সবচেয়ে দ্রতগামী]

আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।

আমিও ইন্সাআল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি।

আমরা সবাই অব্যশই ব্রাউজার দিতে নেটে ব্রাউস করি।

আমারা সাধারণত মজিলা,গুগল ক্রম,অপেরা  দিয়ে ব্রাওস করি।

আজ আমি এমন একটি ব্রাউজার শেয়ার করছি তা সবার চেয়ে ফাস্ট।

ব্রাউজারটির নাম Sundial.

এটি আমি ব্যবহার করে দেখেছি এর মত কোন ব্রাউজার ফাস্ট নয়।

এই ব্রাউজার মজিলা ফায়ারফক্স এর মত।

Based on Mozilla "Firefox"

কিন্তু এটা মজিলা ও সকল ব্রাউজার থেকে বেশি ফাস্ট।

ডাউনলোড করে ব্রাউস করে দেখুন।

Downloads Sundial 4.0.1

সাইজ মাত্র  ৯.৯৩ এমবি

আশা করি সবাই ডাউনলোড করে খুব দ্রত ব্রাউস করতে পারবেন।

ভাল লাগলে কমেন্ট করবেন।
ব্রাউজার সম্পর্কিত আমার আর একটি পোস্টঃ নিয়ে নিন কম্পিউটারের ৫০টির বেশি ওয়েব ব্রাউজার

Level 0

আমি মাজহারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই কি কমু আপনাদের ? পস্টো করবেন করেন, কিন্তু মাথা টা একটু ঠান্ডা রাইখা করেন…… ডাউনলোড লিঙ্ক টা ঠিক মত দেন, টাইম থাকলে চেক করেন।ব্রাউজার Sundial এর ডাউনলোড লিঙ্ক http://www.sundialbrowser.com/download/win32/4.0.1/sundial-4.0.1_en-US.exe

আপনাকে ধন্যবাদ ভুল ধরে দেয়ার জন্য এবং কমেন্ট করার জন্য।

কোনদিক টা দিয়ে সবচেয়ে দ্রুতগামী ব্যখ্যা জানতে চাই ?

ব্রাউস সবচেয়ে বেশি দ্রত তবে ডাউনলোডও দ্রত।

Level 0

ভাই পোস্ট এর জন্য ধন্যবাদ । কিন্তু আমার মনে হল না যে এটা অন্যান্য ব্রাউজ থেকে ভাল ।

ধন্যবাদ আপনার মন্তবের জন্য।

ভালো । তবে সবচাইতে নয়

সবাই ব্রাউজার ই বলে দ্রতগামী । কিন্তু ঘুইরাফিরা মজিলা ই কিং

Level 0

হ্যাঁ, খুবই ভালো একটি ব্রাউজার। খুব স্পিডি। আয়তনেও ছোট। ধন্যবাদ ভাই দারুণ জিনিস শেয়ার করার জন্য। টিউন করা অব্যাহত করা রাখবেন আশা রাখি। অন্যদের খোঁচা দেয়া উত্তরে মন খারাপ করবেন না।

Level New

zekono browser use kora secure na, apnar important data hack hote pare, i only use firefox, chrome, internet explorer for secure browsing…..I use maxthon, opera, safari, epic etc for only navigation, free roaming actually, anyways, thanks.

Level 0

ধন্যবাদ 🙂

Level 2

এটি মনেহয় মজজিলা ও অপেরার প্রযুকক্তি দিয়ে তৈরি করা হয়েছে। মজজিলা ও অপেরার সাথে অনেক মিল রয়েছে, স্পিডও মোটামুটি ভাল। টিউনটি সুন্দর হইছে। চালিয়ে যান আপনার সাথে আছি।

উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ মাহমুদ ভাই আপনাকে।

ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ।

Level 2

মাজহারুল ভাই আসলেই গুগল ক্রোম থেকে এরটার স্পিড বেশি, প্রথমে বিশ্বাস হয়নি। তবে ব্রাউজারের ফাংশন অনেক সোজা। এখনথেকে এটাই ব্যবহার করব। কোন ওয়েবসাইট থেকে এটার আপডেট ভাশনগুলো নামাতে পারব সেই লিংকটি বলুন। আরএকটি এই ব্রাউজারের প্রধান সম্যসা হল কোন পেজে ডুকলে বা বের হলে Plugin container for sundial has stopped working এরপর নিচে আসে
check online for solution and close the program
এই লেখাটা বারবার আসে কেন…?

    @mahmudkoli: ভাই এই সমস্যা 3.6.8 এই ভার্সন এ হয়।
    কিন্তু 4.0.1 সমস্যা হওয়ার কথা না।আর এটা সর্বশেষ ভার্সন।

    @mahmudkoli: ভাই নতুন করে ইন্সটল দিন।

      Level 2

      @মাজহারুল ইসলাম: আপনার টিউন থেকে প্রথম এই ব্রাউজার সম্পকে জানি এবং আপনার দেয়া লিংক থেকে ডাওনলোড করে এটাই ব্যবহার করছি। গত কাল আপনার দেওয়া লিংক থেকে 4.0.1 নামিয়ে ব্যবহার করে উপরোক্ত সম্যসার কারনে এই টিউনের প্রথম মন্তব্য কারি রাহাত ভাইয়ের লিংক থেকে আজকে যে সফটওয়্যারটি ডাওনলোড করলাম সেটিও দেখি 4.0.1 তারপর ইন্সটল করে রিস্টাট দিলাম তারপরও দেখি একই সম্যসা, এরপর ব্রাউজারের অটো আপডেট বন্ধ করার পরও দেখি একই সম্যসা। আমি উইনডোস ৭… ৬৪ বিট ব্যবহার করি।এই সফটওয়্যার এর মুল ওয়েবসাইটের ঠিকানা দিন যেখান থেকে এর নতুন বা পুরাতন ভাশন নামিয়ে ব্যবহার করতে পারি। স্পিড ভাল কিন্তু ঐ সম্যসাটি বার বার হয়, জার জন্য সম্যসা হচ্ছে।

      আপনি নতুন টিউনার কিছু মনে করবেন না। কোন টিউন করার আগে ভেবে চিন্তে টিউন করবেন। যেন মন্তব্য করির যে কোন সম্যসা বা প্রশ্নের উত্তর দিতে পারেন। কপি টিউন করলে কোন ব্লগ থেকে আগে যাচাই বাই করে নিবেন। কোন সফটওয়্যার সংক্র্রানত টিউন করার আগে সেটি কিছুদিন ব্যবহার করে দেখুন সফটওয়্যার কোন প্রকার সম্যসা করে কিনা, কোন সম্যসা করলে সেটি টিউনে উল্লেখ করবেন। সত্যি কথায় কোন লজ্জা নেই কপি পোস্ট করলে টিউনে বলবেন নতুবা মুল টিউনের লিংক আপনার টিউনে সংযুক্ত করবেন। ঘন ঘন টিউন করা থেকে বিরত থাকুন। অন্তপক্ষে মাসে ১টি বা সাপ্তায় ১টি টিউন করুন যেন সেটি মানসম্মত হয়।টিউনের শিরোনাম আকষনীয়,যুক্তিযুক্ত ও মান সম্মত হয়। তাহলে যেমন ভিজিটর বাড়বে তেমনি আপনার জনপ্রিয়তাও বাড়বে।

      একটি টিউন করলে টানা ১ সপ্তাহ সেটি প্রতিদিন খোজ নিবেন, যে কোন ভিজিটর নতুন করে কোন মন্তব্য করল কিনা। আপনার দেওয়া এই ব্রাউজারটি আসলেই স্পিডি গুগল ক্রোম থেকে। এটি আমার খুবই প্রয়োজন কারণ আমার নেট স্পিড ২২ থেকে ২১ কেবিপিএস এর মত। কিনতু উপরোক্ত সম্যসাটির কোন সমাধান না হলে গুগল ক্রোমই ব্যবহার করব।

        @mahmudkoli: ভাই আমি এতা ব্যবহার করছি আমার কন সমস্যা হয়নি।আপনি এটা uninstall করে আবার ইন্সটল করুন।@mahmudkoli: আর ভাই আমি কোথাও থেকে কপি করি নি।
        এটা আমি ১০০% গুরািন্ট্ দিচ্ছি। আর ভাই আমি উইন্ডোজ ৮ x64 ব্যবহার করি।
        আমার কোন সমস্যা হয়নি।
        ইছা করলে এখানে গিয়ে আপনার সমসসা দেখতে পারেন
        লিঙ্কঃhttp://www.sundialbrowser.com/en/support/

      Level 2

      @মাজহারুল ইসলাম: 3.6.8 এই ভার্সন টি পাব কোথায়…? আপনি টিউনে যেটি দিয়েছেন সেটিই ব্যবহার করছি 4.0.1 দুইবার ডাওনলোড করছি, তার পরও একই সম্যসা। সফটওয়্যার ইন্সটল করার পর কম্পিউটার রিস্টাট করে চালু করছি তারপরও
      Plugin container for sundial has stopped working এরপর নিচে আসে
      check online for solution and close the program এই লেখা।

Level 2

কোন পেজে ডুকলে বা বের হলে Plugin container for sundial has stopped working এরপর নিচে আসে
check online for solution and close the program
এই লেখাটা বারবার আসে কেন…?
Reply

হল কোন পেজে ডুকলে বা বের হলে Plugin container for sundial has stopped working এরপর নিচে আসে
check online for solution and close the program
এই লেখাটা বারবার আসে কেন…?
Reply

হল কোন পেজে ডুকলে বা বের হলে Plugin container for sundial has stopped working এরপর নিচে আসে
check online for solution and close the program
এই লেখাটা বারবার আসে কেন…?
Reply

Level 0

অনেক সুন্দর একটা ব্রাউজার । ধন্যবাদ

Level 0

জটিল ব্রাউজার !!! ভাই, “জটিল” শব্দ টির মানে কি ??? দিনে দিনে আমরা কি শিখছি ???