সবার জন্য রইল নব বর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য উপহার হিসাবে নিয়ে এলাম একটি নতুন সফটওয়্যার (Advanced Sidebar). এটি সম্পূর্ণ পোর্টেবল এবং একটি মাত্র ফাইল। তাই সেটআপ করার কোন ঝামেলা নেই। শুধু ডাউনলোড করবেন আর ব্যবহার করবেন। আর এটি মাত্র ৬০০ কে.বি.।
উইন্ডোজ ভিসতায় ডেস্কটপের ডান দিকে চমৎকার একটি সাইড বার দেখা যায়। এতে থাকে ঘড়ি, ক্যালেন্ডার, ইমেজ ভিউয়ার ইত্যাদি। এ সফটওয়্যারটিতেও সে রকম সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে।
এর উপরে একটি ঘড়ি স্থাপন করা হয়েছে, যা আপনার সিস্টেম থেকে সময় প্রদর্শন করবে।
তার নীচে আছে একটি ইমেজ ভিউয়ার। ইমেজ ভিউয়ার এর নীচে ৩টি আইকন দেখতে পাবেন। প্রথমটিতে ক্লিক করে ছবি নির্বাচন করা যাবে। মাঝখানেরটিতে ক্লিক করে যে ফোল্ডারের ছবি নির্বাচন করা হয়েছে, সে ফোল্ডারের অন্যান্য ছবিগুলো স্লাইড শো হিসাবে প্রদর্শন করা যাবে অথবা স্লাইড শো বন্ধ করা যাবে। ডানদিকের আইকনে ক্লিক করে ইমেজ ভিউয়ারে প্রদর্শিত ছবিটি ওয়ালপেপার হিসাবে সেট করা যাবে।
এর নীচে একটি শর্টকাট বার আছে। মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি যে কোন সফটওয়্যারের শর্টকাট আইকন এখানে যুক্ত করতে পারবেন এবং সে আইকনে ক্লিক করে প্রোগ্রামটি ওপেন করতে পারবেন। আপনি এখানে ইচ্ছেমত শর্টকাট সংযোজন বা বিয়োজন করতে পারবেন এবং অনেকগুলো শর্টকাট সংযোজিত হলে বাম ও ডান দিকের বাটনগুলোতে ক্লিক করে আগের/পরের শর্টকাট এ যেতে পারবেন।
সবশেষে (একেবারে নীচে) একটি ঘড়ির আইকন দেখতে পাবেন। এতে ক্লিক করে আপনি যে কোন সময়ের জন্য এলার্ম সেট করতে পারবেন। যদি কম্পিউটার চালু থাকে তা হলে নির্ধারিত সময়ে আপনাকে অবগত করানো হবে এবং আপনি যদি কোন বার্তা সেট করে রাখেন, তাহলে সে বার্তাটিও প্রদর্শিত হবে।
মাউসের রাইট বাটনে ক্লিক করে সফটওয়্যারটি বন্ধ করা যাবে অথবা অটোহাইড করা যাবে।
যদি সফওয়্যারটি আপনাদের কারো সামান্যতম কাজেও লাগে, তাহলেই আমার শ্রম স্বার্থক হবে।
আমি এতে টেকটিউনস এর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি। জানি না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এটি করা ঠিক হয়েছে কিনা। কর্তৃপক্ষের নিকট যদি এটি সমর্থনযোগ্য মনে না হয়, তাহলে আমাকে অবহিত করলে আমি তা পরিবর্তণ করে দেব।
যাদের কম্পিউটারে cmndlg32.ocx ফাইলটি নেই তাদের কম্পিউটারে এটি চালু নাও হতে পারে। নিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে C:\Windows\System32 ফোল্ডারে পেস্ট করুন। তাহলে সমস্যাটির সমাধান হবে।
http://www.hotshare.net/file/208195-81191725ca.html
যদি প্রতিবার উইন্ডোজ চালু হওয়ার সাথে সাথে উক্ত সফটওয়্যারটিও স্বয়ংক্রিয়ভাবে চালু করতে চান, তাহলে এর একটি শর্টকাট স্টার্ট মেনুর স্টার্টআপ ফোল্ডারে সংযোজন করুন।
সফটওয়্যারটির উন্নতি সাধনে আপনাদের সুচিন্তিত মতামত আশা করি।
সবাই ভাল থাকুন, এই কামনা।
আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...
ভাই এরর Show করছে 🙁