সবার জন্য উপহার : Advanced Sidebar (Portable)

সবার জন্য রইল নব বর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য উপহার হিসাবে নিয়ে এলাম একটি নতুন সফটওয়্যার (Advanced Sidebar). এটি সম্পূর্ণ পোর্টেবল এবং একটি মাত্র ফাইল। তাই সেটআপ করার কোন ঝামেলা নেই। শুধু ডাউনলোড করবেন আর ব্যবহার করবেন। আর এটি মাত্র ৬০০ কে.বি.।

উইন্ডোজ ভিসতায় ডেস্কটপের ডান দিকে চমৎকার একটি সাইড বার দেখা যায়। এতে থাকে ঘড়ি, ক্যালেন্ডার, ইমেজ ভিউয়ার ইত্যাদি। এ সফটওয়্যারটিতেও সে রকম সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে।

১. ঘড়িঃ

এর উপরে একটি ঘড়ি স্থাপন করা হয়েছে, যা আপনার সিস্টেম থেকে সময় প্রদর্শন করবে।

২. ইমেজ ভিউ/স্লাইড শোঃ

তার নীচে আছে একটি ইমেজ ভিউয়ার। ইমেজ ভিউয়ার এর নীচে ৩টি আইকন দেখতে পাবেন। প্রথমটিতে ক্লিক করে ছবি নির্বাচন করা যাবে। মাঝখানেরটিতে ক্লিক করে যে ফোল্ডারের ছবি নির্বাচন করা হয়েছে, সে ফোল্ডারের অন্যান্য ছবিগুলো স্লাইড শো হিসাবে প্রদর্শন করা যাবে অথবা স্লাইড শো বন্ধ করা যাবে। ডানদিকের আইকনে ক্লিক করে ইমেজ ভিউয়ারে প্রদর্শিত ছবিটি ওয়ালপেপার হিসাবে সেট করা যাবে।

৩. শর্টাকাট বারঃ

এর নীচে একটি শর্টকাট বার আছে। মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি যে কোন সফটওয়্যারের শর্টকাট আইকন এখানে যুক্ত করতে পারবেন এবং সে আইকনে ক্লিক করে প্রোগ্রামটি ওপেন করতে পারবেন। আপনি এখানে ইচ্ছেমত শর্টকাট সংযোজন বা বিয়োজন করতে পারবেন এবং অনেকগুলো শর্টকাট সংযোজিত হলে বাম ও ডান দিকের বাটনগুলোতে ক্লিক করে আগের/পরের শর্টকাট এ যেতে পারবেন।

৪. এলার্ম সেটঃ

সবশেষে (একেবারে নীচে) একটি ঘড়ির আইকন দেখতে পাবেন। এতে ক্লিক করে আপনি যে কোন সময়ের জন্য এলার্ম সেট করতে পারবেন। যদি কম্পিউটার চালু থাকে তা হলে নির্ধারিত সময়ে আপনাকে অবগত করানো হবে এবং আপনি যদি কোন বার্তা সেট করে রাখেন, তাহলে সে বার্তাটিও প্রদর্শিত হবে।

মাউসের রাইট বাটনে ক্লিক করে সফটওয়্যারটি বন্ধ করা যাবে অথবা অটোহাইড করা যাবে।

যদি সফওয়্যারটি আপনাদের কারো সামান্যতম কাজেও লাগে, তাহলেই আমার শ্রম স্বার্থক হবে।

আমি এতে টেকটিউনস এর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি। জানি না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এটি করা ঠিক হয়েছে কিনা। কর্তৃপক্ষের নিকট যদি এটি সমর্থনযোগ্য মনে না হয়, তাহলে আমাকে অবহিত করলে আমি তা পরিবর্তণ করে দেব।

সাইড বারটি দেখতে নিম্নরূপ হবে:

AdvSid

ডাউনলোড লিংকঃ

এখানে ক্লিক করুন

অথবা

এখানে ক্লিক করুন

যাদের কম্পিউটারে cmndlg32.ocx ফাইলটি নেই তাদের কম্পিউটারে এটি চালু নাও হতে পারে। নিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে C:\Windows\System32 ফোল্ডারে পেস্ট করুন। তাহলে সমস্যাটির সমাধান  হবে।

http://www.hotshare.net/file/208195-81191725ca.html

যদি প্রতিবার উইন্ডোজ চালু হওয়ার সাথে সাথে উক্ত সফটওয়্যারটিও স্বয়ংক্রিয়ভাবে চালু করতে চান, তাহলে এর একটি শর্টকাট স্টার্ট মেনুর স্টার্টআপ ফোল্ডারে সংযোজন করুন।

সফটওয়্যারটির উন্নতি সাধনে আপনাদের সুচিন্তিত মতামত আশা করি।

সবাই ভাল থাকুন, এই কামনা।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 2

    @ The Search:
    আপনি মুখ খুলেছেন, তাই ভাল লাগছে।
    কিসে এরর দেখাচ্ছে তাতো বললেন না।
    সফটওয়্যারটিতে নাকি ডাউনলোডে?
    আশা করি জানাবেন। ধন্যবাদ।

    Level 2

    @ The Search:
    আপনি নিচের লিংক থেকে comdlg32.ocx ফাইলটি ডাউনলোড করে C:WindowsSystem32 ফোল্ডারে ফাইলটি পেস্ট করুন। আশা করি সমাধান হবে। আর হ্যাঁ, কাজ হলো কিনা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

    http://www.hotshare.net/file/208195-81191725ca.html

ধন্যবাদ
http://iusbd.blogspot.com

    Level 2

    আপনাকেও ধন্যবাদ।
    ডাউনলোড করেছেন তো?
    ব্যবহার করে জানাবেন কিন্তু!

ismail ভাই সফটওয়ারতি সেটআপ দিটে পারছিনা এই মেসেইজটা আসে component.comdlg32.ocx,or one of its dependencies not currectly registered: a file is missing or lnvalid. সমাধান করে লিংক দিয়েন। ধন্যবাদ।

    Level 2

    @ আমিন:
    আপনি নিচের লিংক থেকে comdlg32.ocx ফাইলটি ডাউনলোড করে C:WindowsSystem32 ফোল্ডারে ফাইলটি পেস্ট করুন। আশা করি সমাধান হবে। আর হ্যাঁ, কাজ হলো কিনা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

    http://www.hotshare.net/file/208195-81191725ca.html

    ভাই কাজ হয়েছে, এর ব্যাকগ্রাউন্ড কি পরিবতন করতে পারব।

    Level 2

    এর ব্যাকগ্রাউন্ডটি আসলে ফিক্স করে দেয়া হয়েছে।
    তবে ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তণের অপশন রাখা যেত।
    সে ক্ষেত্রে যিনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তণ করতে চান তাকে নিজ দায়িত্বে ফটোশপ বা সমজাতীয় সফটওয়্যার দিয়ে সঠিক মাপে ব্যাকগ্রাউন্ড তৈরী করে নিতে হতো। তাছাড়া স্ক্রীন রেজুলেশান অনুযায়ী বিভিন্ন রেজুলাশানের জন্য আলাদা আলাদা মাপের ব্যাকগ্রাউন্ড তৈরীর প্রয়োজন পড়বে। সবার ক্ষেত্রে হয়তো এভাবে সঠিক ব্যাকগ্রাউন্ড তৈরী করা সম্ভব নাও হতে পারে। সে জন্যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তণ এর অপশন রাখা হয়নি। তবুও বিষয়টি আমার চিন্তায় থাকলো।
    আপনাকে অনেক ধন্যবাদ।

Ismail ভাই আপনার ফাইলে সম্ভবত কোন সমস্যা আছে। একটু চেক করুন। রান করলে “component.comdlg32.ocx,or one of its dependencies not currectly registered: a file is missing or lnvalid.” মেসেজ আসছে।

    Level 2

    @ স্টারটেক :
    আপনি নিচের লিংক থেকে comdlg32.ocx ফাইলটি ডাউনলোড করে C:WindowsSystem32 ফোল্ডারে ফাইলটি পেস্ট করুন। আশা করি সমাধান হবে। আর হ্যাঁ, কাজ হলো কিনা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

    http://www.hotshare.net/file/208195-81191725ca.html

ভাইজান 1000 percent succesful
আরোও collection এর অপেক্ষায়
নব বষে্র সালাম রইল

    Level 2

    ধন্যবাদ।

ভিসতায় কাজ করছে but need to fix the resolution criteria, need to show the close, minimize buttons

Thank you, good work

    Level 2

    Thanks you too.
    I will try to do as you said.

Level 0

“component.comdlg32.ocx,or one of its dependencies not currectly registered: a file is missing or lnvalid.” মেসেজ আসছে।
আমার xp তে সেটআপ হসসে না

    Level 2

    @ rajon530 :
    আপনি নিচের লিংক থেকে comdlg32.ocx ফাইলটি ডাউনলোড করে C:\Windows\System32 ফোল্ডারে ফাইলটি পেস্ট করুন। আশা করি সমাধান হবে। আর হ্যাঁ, কাজ হলো কিনা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

    http://www.hotshare.net/file/208195-81191725ca.html

ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ গত কালকেই জানানো উচিৎ ছিলো যখন আপনি পোষ্টটি করেছিলেন। খুব সম্ভবত আমিই আপনার পোষ্টটি সর্বপ্রথম দেখেছিলাম এবং বিস্তারিত কিছুই না পড়ে সরিসরি ডাউনলোড করেছিলাম কারন আপনার উপহার নিশ্চয়ই অসুন্দর হবে না। আর হ্যাঁ, আমি কিন্তু কোন প্রকার ঝামেলা ছাড়াই ব্যবহার করতে সক্ষম হয়েছি।
(বি:দ্র: মন্তব্য দেরিতে দেওয়াতে দু:খ প্রকাশ করছি)

    Level 2

    ধন্যবাদ রুহুল আমীন ভাই।
    আমি জানতাম আপনি ডাউনলোড করবেন এবং মন্তব্য করবেন।
    কারণ ইতিপূর্বে করা প্রতিটি টিউনেই আপনার ইতিবাচক মন্তব্য আমাকে উৎসাহিত করেছে।
    ভাল থাকবেন এই কামনা।

Level 2

10000000000000000000000000000000000 % ধন্যবাদ Ismail ভাই । ভাল থাকবেন আর টিউন করবেন …….. আমি আপনার টিউন এর আশায় থাকলাম ।

    Level 2

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
    আপনার কথা আমার মনে থাকবে।
    ভাল থাকুন।

vaia hoi nai .apnar software tao hoinai

    Level 2

    ভাই, কী হয় নাই?
    ডাউনলোড?
    নাকি সফটওয়্যার চালু হয় নাই?
    ডাউনলোড না হলে আবার ট্রাই করুন।
    সফটওয়্যার চালু না হলে cmndlg32.ocx ফাইলটি ডাউনলোড করে c:\windows\system32 ফোল্ডারে পেস্ট করুন।
    ধন্যবাদ।

    Level 2

    Ismail ভাই এত দিন কি ব্যস্ত ছিলেন ??

    Level 2

    @ Babu:
    আপনি ঠিক ধরেছেন।
    খুব ব্যস্ত সময় যাচ্ছে।
    তবে নিয়মিত টেকটিউনস ভিজিট করি, যদিও টিউন করা হয় কম।
    ভাল থাকবেন।
    ধন্যবাদ।

Level 0

ইসমাইল ভাই,
cmndlg32.ocx ফাইলটি থাকার পরও সফটি চালু না হওয়ায়, ফাইলটি ডাউনলোড করে c:\windows\system32 ফোল্ডারে পেস্ট করার পরেও চালু হচ্ছেনা। এরর দেখায়,,, Component MSINET.OCX or one of its dependen cies not correctly registered: a file in missing or invalid.

ধন্যবাদ। অপেক্ষায় রইলাম।

    Level 2

    @ Nurjahan:
    আপনার কম্পিউটারে Msinet.ocx ফাইলটি নেই। তাই সফটওয়্যারটি চালু হচ্ছে না।
    নিচের লিংক থেকে ডাউনলোড করে c:\windows\system32 তে পেস্ট করুন।
    আশা করি কাজ হবে।

    http://www.hotshare.net/file/208398-8009064326.html

    আর হ্যাঁ, কাজ হলো কিনা জানাবেন কিন্তু।

    ভাল থাকবেন। ধন্যবাদ।

    এই software টি চালানোর জন্য Msinet.ocx ও cmndlg32.ocx ফাইল দুটি প্রয়োজন-
    এই লিংক ব্যবহার করে Download করুন –
    http://www.hotshare.net/file/208398-8009064326.html
    http://www.ocxdump.com/download-ocx-files_new.php/ocxfiles/M/MSINET.OCX/6.01.9782/download.html
    (MSINET.EXE কে MSINET.OCX এ Rename করুন)
    তারপর ফাইল দুটি C:\Windows\System32 তে Paste করুন।
    আশা করি কাজ হবে।

    Ismail ভাই, এক প্রকার জটিল কাজ করেছেন।
    অবস্যই ধন্যবাদ। সাথে আরো বলি Customize Option থাকলে আরো ভাল হত।
    Keep it going………

    Level 2

    @ স্টারটেক:
    আপনার মন্তব্য ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞ।
    আসলে ব্যস্ততার কারণে ইচ্ছে থাকা স্বত্তেও অনেক কাজ করা হয় না। সময়ের বড় অভাব।
    তবুও আমি চেষ্টা করবো এতে কাস্টমাইজ অপশন যুক্ত করে এর বহুমাত্রিক ব্যবহারের সুবিধা দিতে।
    এতে আরো কী কী সংযোজন করা যায় সে বিষয়ে আপানাদের মতামত আশা করি।

    ভাই আপনার এই software এর সাথে
    – Drive Status (Disk Space)
    – CPU & Harddisk Temperature
    – Clock (Digital & Analoge with changeing Option)
    দেয়া যায় কিনা তা একটু দেখবেন।
    আপনার software টি কম রির্সোর্সে কাজ করতে পারে কিন্তু অনেকে একটু গ্রাফিক্যাল ইন্টারফেস বেশি পছন্দ করে। আমার কথায় কষ্ট পাবেন না আমার বলার অর্থ GUI টি আরেকটু Updated হলে সুন্দর হত।

    আপনার মেইল এড্রেসটি কি পেতে পারি?

    Level 2

    ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য।
    আমি চেষ্টা করবো আপনার পরামর্শ অনুযায়ী কাজ করতে।
    ভাল থাকবেন।

    আর হ্যাঁ, আমার ই-মেইল এড্রেস নীচে দিলাম:
    [email protected]

ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কোন অপশন যুক্ত করলে ভালো হতো।

    Level 2

    @ রুহুল আমীন:
    এর ব্যাকগ্রাউন্ডটি আসলে ফিক্স করে দেয়া হয়েছে।
    তবে ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তণের অপশন রাখা যেত।
    সে ক্ষেত্রে যিনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তণ করতে চান তাকে নিজ দায়িত্বে ফটোশপ বা সমজাতীয় সফটওয়্যার দিয়ে সঠিক মাপে ব্যাকগ্রাউন্ড তৈরী করে নিতে হতো। তাছাড়া স্ক্রীন রেজুলেশান অনুযায়ী বিভিন্ন রেজুলাশানের জন্য আলাদা আলাদা মাপের ব্যাকগ্রাউন্ড তৈরীর প্রয়োজন পড়বে। সবার ক্ষেত্রে হয়তো এভাবে সঠিক ব্যাকগ্রাউন্ড তৈরী করা সম্ভব নাও হতে পারে। সে জন্যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তণ এর অপশন রাখা হয়নি। তবুও বিষয়টি আমার চিন্তায় থাকলো।
    আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

ভাইয়া কাজ হচ্ছেনা, শুধু ডাউস সাইজে ব্যাকগ্রাউন্ডটি দেখাচ্ছে, আইকন বা অন্যকিছু না।

    Level 2

    @ Nurjahan: ঠিক বুঝতে পারছি না আপনার মেশিনে কেন এমন হচ্ছে। সম্ভবত কোন প্রয়োজনীয় ফাইলের অনুপস্থিতি এর জন্য দায়ী। নির্দিষ্ট কোন ফাইল মিসিং এর ম্যাসেজ দিলে আমি সে ফাইলটি আপনাকে সরবরাহ করতে পারতাম। আপনি ‘আরও পড়ুন’ অংশের (উপরে) CDROM_Cntrol সফটওয়্যারটি ডাউনলোড করে সেটআপ করে দেখতে পারেন। তাহলে VB এর প্রয়োজনীয় কোন ফাইল মিসিং থাকলে সেটা কপি হয়ে যাবে। সর্বশেষ বিকল্প হিসাবে Microsoft Visual Studio 6.0 সেটআপ করলে এ সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।

অধিকাংশেরই দেখছি সমস্যা হচ্ছে !!!
আচ্ছা আপনারা নিচের লিংক হতে ডাউনলোড করে দেখুনতো ঠিকমত কাজ করে কিনা —
http://www.mediafire.com/?zukbmmtbn0r
(বি:দ্র:আমি আমার পিসি হতে ইসলাম ভাইয়ের সফটটি আপলোড করলাম যেটি দিয়ে আমি ব্যবহার করতে সক্ষম হয়েছি।)

    Level 2

    @ রুহুল আমীন:
    আসলে সমস্যা আপলোডে নয়। এটি হচ্ছে মূলতঃ কম্পিউটারে কিছু সিস্টেম ফাইলের অনুপস্থিতি জনিত সমস্যা। আমি জানতাম এ রকম সমস্যা হতে পারে। তাই এর কোন সেটআপ ফাইল তৈরী করিনি। কারণ আমি জানতে চাচ্ছিলাম কে কোন ফাইলটি মিসিং করে। বেশীর ভাগ ব্যবহারকারী cmndlg32.ocx ফাইলটি মিস করছিলেন। আমি তাদেরকে সে ফাইলটি সাপ্লাই দেয়ার পর তারা সফটওয়্যারটি ব্যবাহর করতে পারছেন। শুধু Nurjahan বলেছেন তিনি Msinet.ocx ফাইলটি মিস করছেন। তাঁকে এই ফাইলটি সাপ্লাই দেয়ার পরও কাজ হচ্ছে না। প্রোগ্রামটি চালু হচ্ছে, কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড প্রদর্শন করছে। এটাও হয়তো কোন ফাইল মিসিং সংক্রান্ত সমস্যা। কিন্তু তিনি কোন ফাইলটি মিসিং করছেন তা বুঝা যাচ্ছে না। আমি চেষ্টা করবো প্রয়োজনীয় সয়াহক ফাইলগুলো সংযোজন করে এর একটি Setup ফাইল তৈরী করতে। আপনার আন্তুরিকতার জন্য কৃতজ্ঞ।

    আর হ্যাঁ, আমার নাম ‘ইসলাম’ নয়, ‘ইসমাইল’।

    ভাল থাকবেন।

ইসমাইল ভাই, আপনার সফটওয়্যারে আরেকটা সমস্যা হচ্ছে। তাহলো পিসি স্টার্ট হওয়ার সময় বা এই সফটওয়্যারটি ওপেন হওয়ার ইমেজ ভিউয়ার এর ছবি সেভ থাকে না।

    Level 2

    @ রুহুল আমীন & all who download this software:
    আপনি বলেছেন, সফটওয়্যারটি স্টার্ট হওয়ার হওয়ার সময় ইমেজ ভিউয়ার এর ছবি সেভ থাকে না।
    এ সমস্যাটির সমাধান করে লিংকগুলো আপডেট করা হয়েছে। অনুগ্রহ করে ডাউনলোড করুন।

    পূণঃরায় মতামত জানাবেন। ধন্যবাদ।

ইসমাইল ভাই, আমার মনে হয় সফটওয়্যারটি এখন পরিপূর্ন হলো। আর হ্যাঁ, সম্ভবত প্রথম লিংকটি পুনরায় আপলোড করা হয়নি। আমি গতকালকে প্রথম লিংক হতে সফটওয়্যারটি (৬০০ কিলোবাইট) ডাউনলোড করে দেখি আগের সমস্যাটিই আছে কিন্তু পরবর্তিতে দ্বিতীয় লিংক হতে সফটওয়্যারটি (৬০৪ কিলোবাইট) ডাউনলোড করাতে দেখলাম ১০০% কার্যকরী।

    Level 2

    ধন্যবাদ।
    আপনাদের উৎসাহ ও আন্তরিকতা আমায় অনুপ্রাণিত করে।
    ভাল থাকবেন।

Level 0

ভাই কাজ করে না