এখন আপনি ইচ্ছা করলেই আপনার ইয়াহু ম্যাসেঞ্জারকে উইন্ডোজ ম্যাকের লুক দিতে পারেন। এজন্য আপনাকে নিচের লিংকটি থেকে ফাইলটি ডাইনলোড করে ইন্সটল করতে হবে। এরপর আপনাকে ইয়াহু ম্যাসেঞ্জারে লগ-ইন করতে হবে। লগ-ইন হবার পরে Messenger Option>Preferences>Appearance>Change Skin থেকে Skin টি Select করে দিন। ব্যাস, এবার দেখুন আপনার ইয়াহু ম্যাসেঞ্জারটির লুক পরিবর্তন হয়ে গিয়েছে । এটা আমার প্রথম টিউন, ভাল লাগলে বা ভুল হলে জানাবেন।
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.
উইন্ডোজ ম্যাক মানে ঠিক বুঝলাম না। ম্যাকতো উইন্ডোজ না। ম্যাক এ্যপল এর তৈরি একটা জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আমি প্রায় ১ বছর ধরে ম্যাকিনটশ ইউজ করছি। এটা আমার কাছে উইনডোজ থেকেও বেশি ভাল লগে।