একটি অসাধারণ মিউজিক ম্যানজারের প্রফেশনাল ভার্সান!!! (সম্পূর্ণ ফ্রি)

আমি এ পর্যন্ত অনেকগুলো মিউজিক প্লেয়ার দেখেছি এবং ব্যবহার করেছি। আসলে আমার কাছে সবগুলোই ভালো লেগেছি।

ইন্টারনেটে আমার প্রথম জীবন অর্থাৎ মোবাইলে ইন্টারনেটের জগতে বিচরনের সময় গান ছিল আমার প্রধান আকর্ষনের বস্তু। mp3hungama.com এর এমন কোন পেইজ নাই আমি দেখিনি।

তার উপর রিয়েল মিডিয়া (rm) ফরমেটে খুবই অল্প মেমোরী খরচ করে অসংখ্যা গান রাখা যেত। তাই মেমোরী মাত্র ১ গিগাবাইট হলেও এতে প্রায় ১৫০০ এর মত গান জমিয়েছিলাম।

কিন্তু সময় বদলে গেছে। এখন মোবাইলের প্রতি যেমন আকর্ষন উঠে গেছে তেমনি উঠেছে গানের উপরও। কিন্তু ভালো ভালো গানগুলো এখনো আমার উপর প্রভাব বিস্তার করে। তাই এখনো মাঝে মাঝে গান শুনি।

আগেই বলেছি বেশির ভাগ মিউজিক প্লেয়ারই আমার ভালো লেগেছে।

কিন্তু আজ যে মিউজিক ম্যানেইজিং সফটওয়ারটি কথা লিখব তা ব্যবহার করা অন্যগুলোর চেয়ে অনেক সহজ।

এ সফটওয়ারটির নাম:

Free Image Hosting at www.ImageShack.us

Helium Music Manager 7 (প্রফেশনাল এবং লেটেস্ট)

অন্য মিউজিক প্লেয়ারগুলো সাধারণত গান সার্চ করা এবং প্লে করার লক্ষে তৈরী করা হলেও এটি একই সাথে গান প্লে করা, সার্চ করা, রিপ করা, ট্যাগ করা, বার্ন করা, সিনক্রোনাইজ করা ইত্যাদি করতে পারে।

Free Image Hosting at www.ImageShack.us

এ সফটওয়ারটির সবগুলো বৈশিষ্ট্যকে তুলে ধরতে ছয়টি ভাগে ভাগ করে ব্যাখ্যা করলে বেশি সহজ হয়:

এ ছয়টি ভাগ হল: ইমপোর্ট, ট্যাগ, মেনেইজ, এক্সপ্লোর, প্লে, অন-দা-গো।

নিচে একে একে এগুলো সম্পর্কে বিস্তারিত লিখছি:

ইমপোর্ট:

  • এটি mp3, mp4, flac, ogg, wma ইত্যাদি প্রায় সবরকম অডিও ফরমেট সাপোর্ট করে। এটি একই সাথে অডিও সিডি, vinyl, ট্যাপ ইত্যাদিও সাপোর্ট করে।
  • এ সফটওয়াটিকে শুধু দেখিয়ে দিন কোথায় আপনার গানের ফাইলগুলো আছে বাকী কাজে এটিই করে নিবে।
  • এ সফটওয়ারটি ব্যবহার করলে আগে ট্যাগ করে রাখা গানের ট্যাগের কোন পরিবর্তন হবে না।

Free Image Hosting at www.ImageShack.us

  • এটি দ্বারা যেকোন সিডি রিপ করতে পারেবেন ইচ্ছা মত এবং রিপিংয়ের সময় এই অটোমেটিকই আপনার ফাইলগুলোকে নামকরন করে।
  • এটি আপনার পূর্বের মিউজিক প্লেয়ার যেমন Windows Media Player, iTunes, Winamp and Media Monkey এর লাইব্রেরী অক্ষত অবস্থায় ইমপোর্ট করতে পারে।
  • এক্ষেত্রে প্লেকাউন্ট, হিস্টোরী এবং অন্যান্য তথ্যও অক্ষত থাকে।
  • বিভিন্ন ধরনের Vinyle রেকডিং এবং ট্যাপ এবং নন-ডিজিটাল মিডয়াও আপনি এর সাহায্যে চালাতে পারবেন।

Free Image Hosting at www.ImageShack.us

ম্যানেইজ:

  • এর সাহায্যে আপনি অ্যালবামের ছবি ডাউনলোড করতে পারবেন, গানের কোয়ালিটি নির্ণয় করতে পারবেন এবং ক্ষতিগ্রস্থ mp3 ফাইল রিপেয়ার করতে পারবেন।
  • এর সাহায্যে আপনি আপনার মিউজিক ফাইলকে রিনেইম করতে পারবেন এটা এ ব্যাপারে মার্কেটের অন্য মিউজিক ম্যানেজারের চেয়ে এগিয়ে।
  • আপনার ইচ্ছামত ব্যবহারের জন্য এর সাহায্যে আপনি টেমপ্লেট তৈরী করে রাখতে পারবেন।
  • এর সাহায্যে আপনি এটি সাপোর্ট করে এমন যেকোন ফাইল ফরমেটে আপনার মিউজিক ফাইল কনভার্ট করতে পারবেন।
  • এর সাহায্যে আপনি খুব সহজেই ডুপ্লিকেট মিউজিক ফাইল খুজে বের করতে পারবেন এবং তা রিমোভ করতে পারবেন।

Free Image Hosting at www.ImageShack.us

  • এ সফটওয়ারটি আপনার মিউজিক ফাইলকে এনালাইজ করে বিভিন্ন ত্রুটি বের করতে পারে এবং তা সাথে সাথে রিপেয়ারও করতে পারে।
  • ব্যাক গ্রাউন্ড প্রসেসের মাধ্যমে কম্পিউটারের কন্টেন্টস দিয়ে এটি আপনার লাইব্রেরীকে সর্বদা রাখবে আপটুডেইট।
  • আপনার মিউজিক লাইব্রেরীকে নিরাপদ রাখার জন্যে এতে রয়েছে বিল্ট-ইন ব্যাকআপ ব্যবস্থা।
  • এর সাহায্যে অন্য কম্পিউটার থেকেও আপনি আপনার মিউজিক অ্যাকসেস করতে পারবেন।

Free Image Hosting at www.ImageShack.us

প্লে:

  • এটি আপনি এখন যা প্লে করছেন তার সাথে মিল রেখে আপনাকে মিউজিম সাজেস্ট করতে পারে। এ জন্যে Auto Enqueue mode মোড এনাবেল করে রাখতে হবে।
  • এতে আপনি যা প্লে করবেন এটি তা একটি লগ ফাইলে উঠিয়ে রাখেব পরবর্তিতে আপনি চাইলে তা দেখতে পারবেন। যেমন: আপনি কত মাসের এই দিনে কোন গান শুনেছিলেন কিনা এটা দ্বারা বের করা যাবে।
  • এর সাহায্যে আপনি খুব সহজেই যেকারো সাথে গান শেয়ার করতে পারবেন।
  • এটি ফুল স্ক্রিন ভিউ সাপোর্ট করে এবং Winamp, Windows Media Player or Sonique এর অনেক প্লাগ-ইন সাপোর্ট করে।

Free Image Hosting at www.ImageShack.us

  • এর ভিজুয়ালাইজেশনও চমৎকার।

Free Image Hosting at www.ImageShack.us

ট্যাগ:

  • ভুল বা ত্রুটিপূর্ণ মেটা ডাটাকে ত্রুটিমুক্ত করে যুক্ত করার জন্যে এ সফটওয়ারে রয়েছে পর্যাপ্ত পরিমান টুলস।
  • ব্যাস অপারেশনের মাধ্যমে বিভিন্ন ফাইল এবং ফিল্ডে হতে ট্যাগ দূর করা, যুক্ত করা বা কপি করার ব্যবস্থা রয়েছে।
  • এ সফটওয়ারটি as Yahoo, Google, Amazon.com, Discogs এবং Last.fm এ ওয়েবসাইট থেকে আপনার মিউজিকের জন্যে উপযুক্ত শিল্পকর্ম ডাউনলোড করতে পারে।
  • মিউজিকের জন্যে স্ট্যান্ডার্ড পদ্ধতি চালুর আগে থেকেই এ সফটওয়ারটি স্ট্যান্ডার্ড পদ্ধতি সাপোর্ট করে।
  • ১৯৯৭ সালের পর থেকে ID3, Vorbis Comments, APE, WMA or AAC tags সব ধরনের স্ট্যান্ডর্ডই এটি সাপোর্ট করে।
  • ব্যাস অপারেশনের মাধ্যমে আপনি আপনার মিউজিক বিদ্যমান পূর্বের ট্যাগগুলোকে আপডেটও করতে পারবেন।
  • freedb, Amazon.com, Discogs, Musicbrainz এবং অনেক ধরনের অনলাইন সার্ভিস ব্যাবহার করে এ সফটওয়ারটি আপনার মিউজিকে মেটা ডাটা বা ট্যাগ যুক্ত করতে পারে।
  • এটি খুব দ্রুত এবং নির্ভলভাবে আপনার হাজার হাজার মিউজিক ফাইলকে ট্যাগ করতে সাহায্য করবে।
  • সম্ভবত শুধু ইংরেজি গানগুলোর ক্ষেত্রে এটি অটোমেটিক লিরিক্স অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারে।

এক্সপ্লোর:

  • এ সফটওয়ারের একেবারে উপরে বড় বড় আইকনের মাধ্যমে মিউজিক এক্সপ্লোরের অনেক উপায় রয়েছে। আপনি এ পদ্ধতিগুলো ব্যবহার করে আপনার মিউজিক ফাইলগুলো খুব তাড়াতাড়ি খুজে পেতে পারেন।

Free Image Hosting at www.ImageShack.us

  • অ্যালবাম ব্রাউজারের মাধ্যমে এ সফটওয়ারে আপনি খুব সহজেই বিস্তারেত তথ্য সহ গানের এ অ্যালবাম খুজে পাবেন।

Free Image Hosting at www.ImageShack.us

  • অ্যালবামের সাথে আরো যে সকল তথ্য জানতে পারবেন তা হলো: album artist, album name, releae year, playing length, size, publisher, number of tracks, average rating এবং আরো অনেক কিছু।

Free Image Hosting at www.ImageShack.us

আপনি চাইলে অ্যালবাম ফ্লোয়ের মাধ্যমেও অ্যালবাম সার্চ করতে পারেন

Free Image Hosting at www.ImageShack.us

  • মিউজিক এক্সপ্লোরারের মাধ্যমে আপনি ভিন্ন ভিন্ন অনেক পদ্ধতিতে আপনার গানগুলো খুজে নিতে পারবেন।

Free Image Hosting at www.ImageShack.us

এর মাধ্যেমে আপনি আরো জানতে পারবেন আপনার মিউজিক ফাইলের: artist, album, title, genre, rating, mood, quality, file date, play date, user categories এবং আরো অনেক কিছু।

Free Image Hosting at www.ImageShack.us

  • প্লেলিস্ট ব্রাউজার গানের রেটিং অনুসারে আপনার সামনে গান উপস্থাপন করবে।

গান শোনার সময় আপনি যদি গানগুলোতে একটি বা এর বেশি করে স্টার বসিয়ে দেন তাহলে দরকারের সময় এটি আপনার সেই রেটিং অনুসারে গানগুলোকে আপনার সামন্যে এনে হাজির করবে।

  • এ সফটওয়ারের মাধ্যমে আপনি বিশ্বের যে কোন জায়গা থেকেই আপনার কম্পিউটারের গানগুলো অ্যাকসেস করতে পারবেন।

Free Image Hosting at www.ImageShack.us

  • আর্টিস্ট ব্রাউজার আপনার সামনে গানের আর্টিস্টের ছবি তুলে ধরবে তাতে ক্লিক করলেই সেই আর্টিস্টের lbum, single, anthology  ইত্যাদি সহ সকল গান আপনার সামনে এসে হাজির হবে।
  • ফিল্টারিংয়ের ক্ষেত্রে certain genre, year, publisher or release type , album, single, anthology ইত্যাদি বিভিন্ন অপশনের মাধ্যমে ইচ্ছামত মিউজিক ফাইল ফিল্টার করে নিতে পারবেন।

Free Image Hosting at www.ImageShack.us

  • এ সফটওয়ারের একটি অন্যতম অপশন হল Charts and statistics। এটি আপনার ব্যবহারের উপর এই Charts and statistics করে থাকে।

অর্থাৎ এটি একটি নির্দিষ্ট সময় পর বলেদিতে পারেব, কোন আর্টিস্টের গান আপনি সবচেয়ে বেশি শুনেছেন, কোন গান আপনি সবচেয়ে বেশি শুনেছেন, আপনি কোন দেশের গায়কদের গান বেশি শুনেন, কোন মিউজিক ফরমেটের গান আপনি বেশি শুনেন ইত্যাদি অনেক কিছু।

Free Image Hosting at www.ImageShack.us

অন-দা-গো:

  • এ সফটওয়ারটির সাহায্যে আপনি খুব সহজেই আপনার Ipod, Iphone, iTouch, Creative Zen, Cell Phone এবং যেকোন ধরনের পোর্টেবল ডিভাইসকে সিনক্রোনাইজ করতে পারবেন।

Free Image Hosting at www.ImageShack.us

  • তাছাড়া যেকোন ফরমেটের ফাইল বার্ন করার সুযোগ তো রয়েছেই।
  • এ সফটওয়ারটির সাহায্যে আপনি PDF, Excel, HTML এবং Plain Test আকারে রিপোর্ট তেরী করা যায়।

এর সবগুলো ফীএচার বর্ননা করে বলা সম্ভব নয় আশাকরি এ মিউজিক ম্যানেজারটি আপনাদের ভালো লাগবে।

এ মূল্যবান সফটওয়ারটি আপনি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে: (সিরিয়াল কি সাথে দেয়া আছে)

*********

ডাউনলোড ফাইলের সাথে দেয়া কি-মেকারে আপনার নাম ও ইমেইল দিন। দেখবেন নিচে একটি কি প্রদর্শন করছে। সফটওয়ারটি ওপেন করে Help বাটনে চাপ দিয়ে Activate অপশানে গিয়ে সফটওয়ারটি অ্যাকিটিভেট করুন।

Helium Music Manager এর ওয়েব সাইট থেকে লেটেস্ট সফটওয়ার ডাউনলোড করলেও এ সিরিয়াল কি কাজে লাগবে।

তা করতে নিচের লিংকে ক্লিক করুন:

* http://www.helium-music-manager.com/download/( Features এর উপর দেখুন Already own a license? Click here to download. নামের একটি লিংক আছে। তাতে ক্লিক করলেই হবে)

আর কি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে:

* http://www.mediafire.com/file/imoiiymlmkw/keygen(hili).zip


**********

আমার এ টিউনটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করে জানান।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tareq vhai amar keyboard nai. tar por o kosto kore on screeen key board dia comment korlam. becoz apnar tune onek valo lage amar.

sohel
01711443372

    অনেক ধন্যবাদ সোহেল ভাই।

    আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে কষ্টের মূল্যায়ন সবাই করে না।

    আপনাকে আবারো ধন্যবাদ ভাই।

    serial send me.

    [email protected]

    সোহেল ভাই আপনার আগ্রহের জন্যে সত্যিই ধন্যবাদ।

ধন্যবাদ সার্চ ভাই।

downlod hoy na. key gulo amake mail kore din.

[email protected]

    সোহেল ভাই ইমেইল করেছি এবং টিউনেও “সিরিয়াল কি মেকার” ডাউনলোডের লিংক দিয়েছি। মাত্র ৪৬৮ কিলোবাইট।(মিডিয়া ফায়ার)

ধন্যবাদ তারেকমাহবুব ভাই।

    wahidur rahman ভাই আপনাকে অনেক ধন্যবাদ।

Thanx.tune kore kemne?

    cool.dx.rip ধন্যবাদ।
    প্রশ্নের উত্তর: এটাই আমার নিয়ম। যা করবো ভালো ভাবে করব।
    আপনাকে প্রশ্নের জন্যে আবারও ধন্যবাদ।

বাপ্রে! ভয় পাইছি 😛
অনেক ধৈর্য আপনার।

    বাপ্রে।

    আমিও ভয় পাইছি। (হা হা হা………..যেভাবে আমার দিকে তাকিয়ে আছেন।)

    রনি ভাইরে আমার টিউনগুলোতে খুব একটা দেখা যায়না তো।

    অনেক ধন্যবাদ ভাই।

Level 0

thanks ,qualityful tune

    ধন্যবাদ REJWANHUQ ভাই।

Level 0

এত কস্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে গোল্ড মেডেল দেওয়া হল—————–
আর আপনাকে অবশ্যই—————————————————————- ধন্যবাদ
আমাদের জন্য আপনি এত — —- —— ——- ——— ———– ———————–

    khayrul ভাই।
    আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে গোল্ড মেডেলের চেয়েও বড়।
    আমার কষ্টকে মূল্যয়ন করাতে অনেক অনেক ধন্যবাদ ভাই।

এই বিশাল টিউন দেখে আমি ক্লান্ত । তারেক মাহবুব ভাই আপনাকে ধন্যবাদ।

    রুহুল আমিন ভাই আপনার ক্লান্তির জন্যে আমি দুঃখিত।

    সম্ভবত টিউনটা করতে আমার কতটা কষ্ট হয়েছে তা না ভেবেই আপনি কমেন্টটি করেছেন।

    তার পরেও আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

    Level 2

    ৩ দিন ৬ দিন পর কোথা থেকে আসেন ?

    BABU ভাই আপনি কি আমাকে জিজ্ঞেস করেছেন না রুহুল আমিন ভাইকে??

আর হ্যাঁ, আপনার টিউনগুলোর এই বিশালতা দেখে ভিজিটররা সফটওয়্যারের প্রশংসা বাদ দিয়ে আপনার গুন গাইবে 🙂

    রুহুল আমীন ভাই আপনার মনে হয় কোনটা ঠিক??

    আমার মনে হয়, আপনার ধারনা আমার এ ধরনের টিউনগুলো উদ্দেশ্যমূলক ভাবে করা।

    আমি প্রথম থেকেই এ ধরনের টিউন করে আসছি।

    Level 2

    TareqMahbub Tnx

    অনেক ধন্যবাদ বাবু ভাই।

    babu vhai@ kemon asen?

ভাইয়া তোমার software টা খুবি ভাল।

    অনেক ধন্যবাদ dip mazumder ভাই।

Level 0

TareqMahbub ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমন একটি অসাধারণ টুইনের জন্য। আপনাকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।

    ধন্যবাদ MIZAN ভাই।
    আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

ভাই uploading এবং mediafire এর ফাইল দুটিতে ভাইরাস !

    মোহিত ভাই আমার দেয়া কি-জেনারেটর টা কোন ভাইরাস নয়।
    সমস্যা হচ্ছে এ ধরনের এক্সিকিউটিভ ফাইলগুলোকে অনেক এন্টিভাইরাসই ভালো চোখে দেখে না।
    যেহেতু এগুলোর কোডগুলো অন্য সফটওয়ার থেকে আলাদা তাই এন্টিভাইরাস এগুলোকে ভাইরাস হিসেবে দেখায়।

    আমি আপনাদেরকে ভারসা দিচ্ছি এটা কোন ভাইরাস নয়।
    আপনার কিছুক্ষনের জন্যে আপনার এটিভাইরাসটা Disable করে শুধু আপনাদের সিরিয়াল কি-টা জেনে নি।
    (সবার ক্ষেত্রে সিরিয়াল কি আলাদা। তাই আপনার নাম ও ইমেইল অ্যাড্রেস দিলে এটি আপনাকে সঠিক কি দিয়ে দিবে। নাহলে আমি আপনাদেরকে সিরিয়াল কি দিয়ে দিতাম।)

Level New

অসংখ্য ধন্যবাদ তারেক ভাই,কিন্তু ভাই আপনার দেয়া কি-জেন তো একটা ভাইরাস।এখন কি করা যায়???আমি ক্যাস্পারস্কী ব্যবহার করি।হয় আপনি আমাদের নতুন কি-জেন দেন অথবা একটা সিরিয়াল কি দেন।তারেক ভাই আপনার কাছ থেকে একটা সুন্দর সমাধান চাই।

    রাজ ভাই এগুলো ভাইরাস নয়। আপনার এন্টিভাইরাস এগুলোকে ভাইরাস ভাবছে।
    উপেরের মত একই কথা:
    সমস্যা হচ্ছে এ ধরনের এক্সিকিউটিভ ফাইলগুলোকে অনেক এন্টিভাইরাসই ভালো চোখে দেখে না।
    যেহেতু এগুলোর কোডগুলো অন্য সফটওয়ার থেকে আলাদা তাই এন্টিভাইরাস এগুলোকে ভাইরাস হিসেবে দেখায়।

    আমি আপনাদেরকে ভারসা দিচ্ছি এটা কোন ভাইরাস নয়।
    আপনার কিছুক্ষনের জন্যে আপনার এটিভাইরাসটা Disable করে শুধু আপনাদের সিরিয়াল কি-টা জেনে নি।
    (সবার ক্ষেত্রে সিরিয়াল কি আলাদা। তাই আপনার নাম ও ইমেইল অ্যাড্রেস দিলে এটি আপনাকে সঠিক কি দিয়ে দিবে। নাহলে আমি আপনাদেরকে সিরিয়াল কি দিয়ে দিতাম।)

Happy New year

    ধন্যবাদ আদিল ভাই। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

এত কষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। টিউনটি সত্যিই ভাল হয়েছে।

    ধন্যবাদ হীরা ভাই।

তারেকমাহমুদ আমাকে তারাতারি তোমাদের মোবাইল নম্বর মেইল কর । ইমেলইঃ [email protected]. hurry up

আমার দেখা সবচেয়ে ভালো টিউন। তাই ধন্যবাদ দিয়ে ছোট হলাম না।