কম্পিউটারের অজানা হাজারো ফাইলের খোজখবর রাখার একটি অসাধারণ সফটওয়ার!!!

আমি যখন কম্পিউটার কিনি তখন প্রথম দিকে আমি একটু হিসাব রাখার চেষ্টা করতাম কম্পিউটারের কোথায় কি কি আছে। কোন ফাইলটি সাইজে কেমন।

কিন্তু এখন দিন পাল্টে গেছে। এত হাজার হাজার ফাইল এত শত শত সফটওয়ার নিয়ে সারা দিন কাটাই যে তা বলে ব্যাখ্যা করা সম্ভব নয়।

একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন:

অন্যান্য ফোল্ডারের কথা আর নাই বলালাম। আমার ডেক্টটপে এখন আইকনের সংখ্যা দাড়িয়েছি ১৭১ খানা। কয়দিন পরে পরেই আনইউজড ডেক্সটপ ফোল্ডারে সেগুলোকে প্রেরন করি আর ডেক্সটপকে খালি করি। তারপরেও আবার কিছুদিনের ভেতরেই সেগুলো ভরে উঠে।

প্রতিনিয়ত আমরা কত সফটওয়ার কত ফাইল কম্পিউটারে সেইব করে রাখি তার হিসাব নেই।

কিন্তু তাই বলে আমরা কম্পিউটারের ভেতরের এত অসংখ্য ফাইলের কি কোন হিসাব রাখবো না।

আমি এটা খুবই নিশ্চিত ভাবে বলতে পারি যে, কম্পিউটারের মধ্যে কত অসংখ্য খুটি-নাটি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ফাইল  আছে তার কোন হদিস আপনারা রাখেন না।

আসলে সম্ভবও না।

সেজন্যই আজ আমি এমন একটি সফটওয়ার সম্পর্কে বলব, যা আপনাদের সামনে সমস্ত কম্পিউটারের কোথায় কি আছে, কতটুকু জায়গা দখল করে আছে তা আপনাদের সামনে তুলে ধরবো।

এ সফটওয়ারটির নাম:

jam-software-treesize-professional-v5-2-3-505-retail


TreeSize Professional v5 (লেটেস্ট)

এ সফটওয়ারটির সবচেয়ে বড় গুন হলো এটি একটি বাড়ির নকশার মত করে কম্পিউটারের মধ্যে থাকা সম্পস্ত ফাইলকে আপনার সামনে উপস্থাপন করবে।

আসুন দেখি এটি আপনাদের কি কি উপকারে লাগতে পারে।

Free Image Hosting at www.ImageShack.us

আশাকরি চিত্রে তীর চিহ্ন দিয়ে উল্লেখেত ৫নং স্থানের ড্রাইভগুলো দেখেতে পাচ্ছেন।

এর যেকোন একটি ড্রাইভে ক্লিক করুন।

এটি কয়েক সেকেন্ডের মধ্যেই এ সফটওয়ারটি ঐ ড্রাইভের যাবতীয় তথ্য নিয়ে আপনার সামনে উপরের মত হাজির হবে।

ওকে এবার দেখি কোথায় কোন তথ্য পাবেন

তীর চিহ্ন নিদেশিত ১ নং স্থানে যা জানতে পারবেন:

  • ড্রাইভটিতে সেইভ করে রাখা ফাইলগুলোর মোট সাইজ।
  • ড্রাইভটিতে এদের জন্য কতটুকু মেমোরি বরাদ্ধ করা হয়েছে।
  • ড্রাইভটিতে মোট কতটি ফাইল রয়েছে।
  • ড্রাইভটিতে মোট কতটি ফোল্ডার আছে
  • শেষ করে ড্রাইভে কোন পরিবর্তন সম্পাদিত হয়েছিল।
  • এবং শেষ করে এ ড্রাইভ অ্যাকসেস করা হয়েছিল।

যেমন: চিত্রে আমার C-Drive এ ক্লিক করার পর ১নং নির্দেশিত বারটিতে নিম্নোক্ত তথ্য প্রদর্শন করে:

  • Size                                        :  29447.0 MB
  • Allocated                            : 24036.8 MB
  • Files                                      : 87715
  • Folders                                 : 11901
  • Last Change                        : 12/29/2009
  • Last Access                         : 12/29/2009
  • Owner                                  : Administrators

তীর চিহ্ন নিদেশিত ২ নং স্থানে যা জানতে পারবেন:

  • এখান থেকে প্রথমেই জানতে পারবেন কোন ফোল্ডারগুলো আপনার ড্রাইভের সবচেয়ে বেশি যায়গা দখল করে আছে।

যেমন: চিত্রে আমার C-Drive এ সবচেয়ে বেশি জায়গা দখলকারী তিনটি ফোল্ডার হল Program Files, WINDOWS, System Volume Information

  • দ্বিতীয়ত এ জায়গার যে কোন ফাইলের উপর শুধু মাউস পয়েন্টারটি নিন। দেখবেন এবার ঐ ফোল্ডারটির জন্যে ১নং এর মত বিস্তারিত তথ্য দেখাবে। (১ নং এ দেখিয়েছিল ড্রাইভের ক্ষেত্রে, আর এখানে দেখাবে ফোল্ডারের ক্ষেত্রে।)

তীর চিহ্ন নিদেশিত ৩ নং স্থানে যা জানতে পারবেন:

  • এখান থেকে আপনি ১ ও ২ নং এ প্রদর্শিত সমস্ত মেমোরী সম্পর্কিত তথ্য চাইলে কিলোবাইটে, মেগাবাইটে বা গিগাবাইটে দেখতে পারবেন। (শুধু ক্লিক করলেই হবে)

(৪নং স্থান সম্পর্কে শেষের দিকে বিস্তারিত লিখা আছে)

তীর চিহ্ন নিদেশিত ৫ নং স্থানে যা জানতে পারবেন:

  • এখানে কোন সবুজ অংশ দ্বারা বুঝাতে পারবেন ড্রাইভে কতটুকু জায়গা খালি আছে।

তীর চিহ্ন নিদেশিত ৬ নং স্থানে যা জানতে পারবেন:

৬ নং দ্বারা নির্দেশিত লাল স্থানটি বিশাল। এখানে কিভাবে ফাইলগুলোকে উপস্থাপন করা হয়েছে একটু উদাহরণ দেই।

যেমন: আমার C-Drive এর সবচেয়ে বড় ফোল্ডারটি গুলো যেমন: Program Files, WINDOWS, System Volume Information, Documents and Settings

আপনারা একটু লক্ষ করলেই দেখবেন যে, ৬নং জায়গাটিতে সবচেয়ে বড় ফোল্ডার অথাৎ চিত্রের Program Files ফোল্ডারটির জন্যে সবচেয়ে বেশি জায়গা বরাদ্ধ আছে।

একই রকম ভাবেই এখানে অন্যান্য বড় ফোল্ডারগুলোর জন্যেও আয়তনের অনুপাতে জায়গা বরাদ্ধ আছে।

এবার ৬নং তীরের মাথায় অবস্থিত চতুর্থ সবচেয়ে বড় ফোল্ডারটি অর্থাৎ Documents and Settings এর দিকে আসুন একটু নজর দেই।

Documents and Settings ফোল্ডারটির মধ্যে সবচেয়ে বড় ফোল্ডার হলো TareqMahbub।

TareqMahbub ফোল্ডারটির মধ্যে সবচেয়ে বড় ফোল্ডারটি হলো My Documents।

My Documents ফোল্ডারটির মধ্যে সবচেয়ে বড় ফোল্ডারটি হলো Azureus Downloads।

দেখেছেন কিভাবে সজ্জিত।

এভাবেই ৬ নং এর সম্পূর্ণ লাল স্থানে আপনার কম্পিউটারের সমস্ত ফাইলগুলো সজ্জিত থাকবে।

৪নং স্থানের ট্যাবগুলোর নিচে অবস্থিত ট্যাবগুলো ক্লিক করে আপনি চাইলে ৬নং স্থানে সজ্জিত তথ্যগুলোকে অন্যভাবেও দেখতে পারবেন।

Free Image Hosting at www.ImageShack.us

পাই চার্টের মাধ্যমে তথ্য দেখতে চাইলে ১ম ট্যাবটি ক্লিক করুন

Free Image Hosting at www.ImageShack.us

বার চার্টের মাধ্যমে তথ্য দেখতে চাইলে ২য় ট্যাবটি ক্লিক করুন

তীর চিহ্ন নিদেশিত ৭ নং স্থানে যা জানতে পারবেন:

  • এখানে যেই ব্লকটি দেয়া আপনি এটি নাড়িয়ে ৬নং স্থানে কত ফাইল প্রদর্শন করবে তা ঠিক করতে পারবেন।

এটা একদম বামপাশে থাকলে ৬নং স্থানে সবচেয়ে বেশি ফাইল প্রদর্শন করবে।

একই ভাবে এটা একদম ডানপাশে থাকে ৬নং স্থানে সবচেয়ে কম ফাইল প্রদর্শন করবে।

তীর চিহ্ন নিদেশিত ৪ নং স্থানে যা জানতে পারবেন:

৪নং স্থানে অনেকগুলো ট্যাব দেখাচ্ছে এ প্রতিটি ট্যাবে ক্লিক করে আপনি আরো বিস্তারিত ভাবে আপনার কম্পিউটারের সব ফাইল সম্পর্কে জানতে পারবেন।

দেখি কোন ট্যাব কি কাজে লাগবে:

Chart (১ম ট্যাব) : আমরা আসলে এতক্ষন ১ম ট্যাবেই কাজ করেছি। (এটি সবসময় ডিফল্ট থাকে)

Free Image Hosting at www.ImageShack.us

Details (২য় ট্যাব): এ ট্যাবটি ক্লিক করলে আপনি ১ নং স্থানে প্রদর্শিত সমস্ত তথ্য বিস্তারিত পাবেন।

Free Image Hosting at www.ImageShack.us

Extensions (৩য় ট্যাব):***** এ ট্যাবটি ক্লিক করলে আপনি জানতে পারবেন আপনার কম্পিউটারে কত ধরনের ফাইল ফরমেট রয়েছে এবং কোন ফাইল ফরমেটের ফাইলের পরিমান কত।

Free Image Hosting at www.ImageShack.us

Users (৪র্থ ট্যাব): এ ট্যাব ক্লিক করলে দেখবেন কোন ইউজার কম্পিউটারে কতটি ফাইল সেইভ করেছে। কোন ইউজারের জন্যে কম্পিউটারের কতটুকু জায়গা বরাদ্ধ আছে ইত্যাদি অনেক কিছু।

Free Image Hosting at www.ImageShack.us

Ages of Files(৫ম ট্যাব): এ ট্যাব ক্লিক করে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার কম্পিউটারের পুরোতন ফাইলের পরিমান কেমন।

এখানে চিত্রে সবার প্রথমে ১দিনের পুরাতন ফাইলের পরিমান, ১ সপ্তাহের পুরাতন ফাইলের পরিমান, ১ মাসের পুরাতন ফাইরের পরিমান, একই ভাবে ৬মাস, ১ বছর, ২ বছর এবং ২ বছরের বেশি বয়স্ক ফাইলের পরিমান দেখানো হয়েছে।

Free  Image Hosting at www.ImageShack.us

Top 100 Files (৬ষ্ট ট্যাব): এ ট্যাবে ক্লিক করলে আপনি দেখবেন ঐ ড্রাইভের সবচেয়ে বড় বড় ১০০টি ফাইলের একটি তালিকা। এর মধ্য থেকে দরকারী অদরকারী ফাইল খুব সহজেই বের করা যায়।

Free  Image Hosting at www.ImageShack.us

History(৭ম ট্যাব): এ ট্যাবের মাধ্যেমে আপনার কম্পিউটারের ড্রাইভটিতে সঞ্চিত তথ্যকি বাড়ছে না কমছে তা ট্যাবে ক্লিক করে বুঝতে পারবেন।

আশাকরি এ দরকারী সফটওয়ারটি আপনাদের কাজে লাগবে।

এ মূল্যবান সফটওয়ারটি আপনি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে: (সিরিয়াল কি সাথে দিয়ে দেয়া আছে)

আমার এ টিউনটি আপনাদের কারো উপকারে লাগলে দয়া করে মন্তব্য করে জানান।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই আপনার লেখাগুলো অসাধারন

ধন্যবাদ ভাই।
সফটওয়ারটি ডাউনলোড করুন।
কাজে লাগলে আপনার ধন্যবাদ সার্থক হবে।

ধন্যবাদ সুন্দর ভাবে বিস্তারিত উপস্তাপন করার জন্য

    ধন্যবাদ wahidur rahman ভাই।

tarak vhai apni onek kosto kore tune koren. i also think you are helpful. amar soft ta lagbe na bcoz tuneup utility 2009 dia kisuta kaj kora jay. apni samne agiya gan.

    Level 0

    TareqMahbub
    আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তথ্যবহুল এই টপিক উপহার দেবার জন্য।

    সোহেল ভাই অনেক ধন্যবাদ।

    আপনি জানেন এ সফটওয়ারটির কোন প্রফেশনাল সফটওয়ার এদের ওয়েব সাইট থেকে টাকা ছাড়া দেয়া হয় না।

    ট্রায়ালগুলো মাত্র ২১ দিন কাজ করে একে একটিভেইট করার কোন পদ্ধতি নেই।

    তারপর আবার প্রফেশনাল ভার্সান কিনে ডাউনলোড করে নিতে হয়।

    একারনেই সিরিয়াল সহ এ সফটওয়ারের প্রফেশনাল ভার্সান ইন্টারনেটে নেই বললেই চলে।

    আমি নিজে ৩ বার ডাউনলোড করে ট্রায়াল ভার্সান পেয়েছি যাকে একটিভেইট করা যায় না।

    ভাগ্য ভাল ছিল বলেই ৪র্থবার সফল হয়েছি এবং আপনাদেরকে এ টিউন উপহার দিতে পেরেছি।

    বড ভাই আপনাকেও ধন্যবাদ।

TareqMahbub ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার টিউনগুলো বিস্তারিত আর তথ্যবহুল হয়ে থাকে ঠিক এইরকম সফটওয়্যারের মত।

    ধন্যবাদ রুহুল আমিন ভাই।

Level 0

এক কথায় অসাধারণ। ধন্যবাদ 🙂

    MIZAN ভাই অনেক ধন্যবাদ।

তারেক জট্রিল টিউন ।চালিয়ে যাও

    ধন্যবাদ সাবটাইটেল মামুন ভাই।

আজকে তারেকের টিউন অনেক পড়া হইছে এখনো প্রথম পাতার প্রথমে আছে। আজকে খুশী তো ?

    ধন্যবাদ শাকিল ভাই। বেশি না একটু একটু খুশি।

Level 0

তারেক মাহবুব ভাই আমার এমন একটা সফটঅয়ার দরকার যার দ্ধারা – অনেক সময় c-drive এ নতুন নতুন সফট ইন্সটল করলে এবং তা পরে রিমুভ করলে ও তার ফাইল বা ফোল্ডার থেকে যায় । এ সবগুলো, সব ফাইল অথবা ফোল্ডার গূলোকে চিহ্নিত করে একেবারের জন্য ডিলিট করে দেবার জন্য কি করা যায় ?

উপরোক্ত সফটয়্যার দিয়ে কি আমার সমস্যার সমাধান করা কি সম্ভব ?

    jemsbond ভাই আপনাকে ধন্যবাদ।

    না ভাই উপরিউক্ত সফটওয়ার দিয়ে আপনার সমস্যার সমাধান হবে না।

    এটি শুধু আপনার সবগুলো ফাইলকে আপনার সামনে তুলে ধরবে।

    ধরুন:
    কোন অপ্রয়োজনীয় ফাইল আপনার অনেক ম্যামোরি দখল করে আছে।

    তখন আপনি এ সফটওয়ারের কারনে তা বুঝতে পারবেন।

    এ কাজ বাজারের আর কোন সফটওয়ার এত ভালো ভাবে করে না।

    আপনি খুজে দেখতে পারেন।

    এ ধরনের অন্য সফটওয়ারগুলো এ সফটওয়ারটিকে নকল করেই গড়ে ওঠা।

ধন্যবাদ ভাই

    ধন্যবাদ আদিল ভাই।

Level 0

ধন্যবাদ ভাই

    Level 0

    Dear brother joyfull and happy for software