ফ্রিতে নিন Ashampoo Burning Studio 2010

Ashampoo Burning Studio হচ্ছে চমৎকার একটি বার্নিং সফটওয়্যার । এর দ্বারা সহজেই যেকোন CD , DVD , Blu-ray ডিস্ক রাইট করতে পারবেন । এটি মাত্র 30 মেগার সফটওয়্যার । অনেক বার্নিং সফটওয়্যার যেখানে হার্ড ডিস্কে বিশাল জায়গা দখল করে, সেখানে এটি মাত্র 75 মেগাবাইট জায়গা নেয় ।

সফটওয়্যারটির ফিচার:

CD / DVD / Blu-ray বার্নিং
CD DVD Blu-ray তে ফাইল ব্যাকআপ নেয়া (পাসওর্য়াড সুবিধা সহ) ও রিস্টোর করা ।
VideoCD ও Super VideoCD তৈরী
অডিও সিডি থেকে মিউজিক রিপিং
CD, DVD ও Blu-Ray থেকে ইমেজ তৈরী ও এগুলো ইমেজ রাইটিং

কিভাবে পাবেন ?

১. প্রথমে এই লিংকটিতে যেয়ে রেজিস্টার করুন http://ezze.tk/ash
২. এবার আপনার মেইল একাউন্টে একটি কনফারমেশন লিংকসহ মেইল আসবে ।
৩. কনফারমেশন লিংকটিতে ক্লিক করুন ।
৪. নতুন একটি ফরম আসবে কিছু তথ্য দিতে চাইলে দিন এবং Ok চাপুন ।
৫. আপনার মেইল একাউন্টে আরেকটি মেইল আসবে । সেখানে সিরিয়াল কি টি পাবেন ।
৬. এই ঠিকানায় যেয়ে ফাইলটি নামিয়ে নিন http://ezze.tk/ash3 । এই লিংকে সমস্যা হলে এটি দেখতে পারেন ।
৭. ইনষ্টলেশনের সময় Enter a Key সিলেক্ট করে আপনার পাওয়া কি টি দিয়ে দিবেন ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা হা………….ভাই আপনার কথা শুনে হাসলাম মনে হয় আর সবাই যেন টাকা নেয়।

    আপনার কমেন্ট বুঝলাম না । তাছাড়া এখানেতো আমি কোন কথাই বলিনি ! আপনি কিভাবে শুনলেন ? কোনো সফটওয়্যার ? 🙂 🙂

    [মজা নিলাম]

    না ফ্রিতে দিচ্ছেন তো সব তাই 😛

    ফ্রিতে তো ভাই, আমি দিচ্ছিনা । যার দেয়ার সে-ই দিচ্ছে । তাছাড়া ফ্রিতে দিলে তো একটা ফ্রি হাসি দিতে পারেনই । 🙂

    lol

    তাইতো দিলাম………. 😛

নিরো থেকে এটা হালকা এবং আমার কাছে ভাল লেগেছে । তবে কথা হল একেক ইউজারের কাছে একেকটা ফ্রেন্ডলী লাগে । আর ছোট একটা কথা, আমার নামের বানান Arif Nezami ।

মজা পাইলাম————হা হা হা ফ্রী হাসী

vaia apnar tune gulo valoi hocche.apni ek kaj koren.apni binamulle key loger software daoar try koren

Level 0

Arif Nezami is it tune? or unnessary lose our time?
balo achi balo teko akaser tikanay tune kara

    বাহ , এতোজনের টাইম লস করলাম আর আপনি একা ব্যাপারটা বুঝলেন ! আমার মনে হয় টিউন পড়া থেকে আপনার কমেন্ট করায় বেশী টাইম লস হয়েছে । তাই না ?

আরিফ নিজামী ভাই, এই সফটওয়্যার দিয়ে সিডি পাসওয়ার্ড প্রোটেক্ট করা যাবে কি? অর্থাৎ সিডি পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না এরকমভাবে রাইট করা।
(ধন্যবাদ)

ধন্যবাদ