প্রয়োজনীয় কয়েকটি সফটওয়ারের প্রফেশনাল ভার্সান সম্পূর্ণ ফ্রি!!!

মন ভালো নেই। আজকে দুই সপ্তাহ যাবত অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার চেষ্টা করছি। সমস্যা হল অ্যাডোবির ওয়েব সাইট থেকে এটা ডাউনলোড করতে পারছিলাম না। ১.২ গিগাবাইটের এ সফটওয়ারটির টরেন্ট দুইবার মাঝামাজি ডাউনলোডের পর বলে ফাইল করাপটেড। কি যে রাগ লাগছিল। যেন  মাথার চুল টেনে ছিড়ি। অবশেষ আমি ৩ দিন আগে এর একটি ISO ফাইল ডাউনলোড করতে সক্ষম হই।

কিন্তু সমস্যা হচ্ছে এটা আবার কি ধরনের ফাইল ফরমেট ????

নাম আগে শুনলেও কিভাবে কি করে কিছুই জানা ছিল না।

ইন্টারনেটে খোজ-খবর নিয়ে এ সম্পর্কে কিছু ধারনা পেলাম এবং একটি সফটওয়ার ফেলাম যা সরাসরি ISO ফাইলকে ডিকম্প্রেস করে ব্যবহার যোগ্য ফাইলে রুপান্তরিত করতে পারে। যার দ্বারা আমি আমার ISO ফাইলটিকে ডিকম্প্রেস করেছি বটে কিন্তু এখনো অ্যাডোবি ইলাস্ট্রের অ্যাকিটিভ করতে পারিনি। চার-পাঁচবার ইন্সটল আনইন্সটল করতে করতে বিরক্ত হয়ে গেছি। ইন্টারনেট থেকে এখনো বিভিন্ন পদ্ধতি কাজে লাগিয়ে এটিকে অ্যাকটিভ করার চেষ্টা করছি।

যাই হোক সেই ISO ডিকম্প্রেসিং সফটওয়ারটির নাম হল:

Collection_magicISO

Magic ISO Maker 5.5(লেটেস্ট)

(মনে হলো আপনাদের জানালে আপনাদের উপকার হতে পারে)

এটি যেকোন ধরনের CD/DVD ইমেইজকে এক্সট্রাক্ট, এডিট, ক্রিয়েট এবং বার্ন করতে পারে। আর এই CD/DVD এর একধরনের ইমেইজ ফাইলই হল সেই ISO ফাইল।

সাধারণত ISO ফাইল সিডিতে বার্ন করে ব্যবহার করতে হয়। কিন্তু এ সফটওয়ারটি দ্বারা আপনি সহজেই যেকোন ISO ফাইলকে ওপেন এবং প্রয়োজনে এক্সট্রাক্ট করতে পারবেণ। এটি ISO এবং আরেক ধরনের ইমেইজ ফাইল BIN এর মধ্যে পারস্পরিক রূপান্তর ঘটাতে পারে। এছাড়ও এটি প্রায় সকল ফরমেটের ফাইলকেই ISO এবং BIN ফরমেটে রুপান্তরিত করতে পারে।

collection_MAgicISO2

নিচে এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য দেয়া হল:

  • Process almost all CD-ROM image file(s) including ISO and BIN.
  • Ability to directly add/delete/rename/extract file(s) within image files.
  • Convert image files to the standard ISO format.
  • Supports ISO 9660 Level1/2/3 and Joliet extension
  • Duplicate disc to ISO file from CD-ROM.
  • MagicISO embed with Windows Explorer.
  • You can convert almost all image file formats, including BIN, and save it as a standard ISO format file.
  • Edit ISO file in many format(such as Nero burning ROM, Easy CD Creator, CDRWin, CloneCD, BlindWrite, etc).
  • Select some files or directories, and then create the ISO based on these files.
  • Make bootable ISO file.
  • Because of its file associations, you can simply double click an ISO file in Windows Explorer to open it.
  • Very easy to use interface but powerful enough for an expert.
  • Backup CD to your hard disk.
  • Can mount ISO file on Microsoft Windows 7.
  • Fixed bug on opening cue file.
  • Optimized for Microsoft Windows 7 and 2008 Server.
  • Some minor improvements and bug fixes.

এ সফটওয়ারটি আপনারা ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে: (এর সাথে নাম ও সিরিয়াল কি দেয়া আছে)

Coollection_ALL office

All Office Converter Platinum 6.1 (লেটেস্ট)

এ সফটওয়ারটির নাম থেকেই এর সম্পর্কে ধারনা পেয়ে গেছেন আশাকরি। এটি প্রফেশনাল ভার্সান কিন্তু নিচের লিংক থেকে ডাউনলোড করলে ফ্রি ব্যবহার করতে পারবেন।

এর অন্যতব বৈশিষ্ট্যতা হলো এর সহজবোধ্যতা। এটি বিভিন্ন ব্যাচ ডকুমেন্ট, ওয়েব এবং ইমেইজকে কোয়ালিটির ক্ষেত্রে কোন ছাড় না দিয়ে অর্থাৎ হাই-কোয়ালিটি বজায় রেখে আপনার ডকুমেন্ট একটি ফারমেট থেকে আরেক ফরমেটে রূপান্তরিত করবে।

collection_ALL.2

এটি ফাইল কনভার্টিয়ের খুবই পাওয়ারফুল একটি সফটওয়ার যা আপনাকে প্রায় সবরকম অফিস ফাইল ফরমেট হতে PDF ফাইল তৈরী করার সুবিধা দিবে। আবার একই ভাবে PDF ফাইলকেও প্রায় সব ধরনের ফাইলে রূপান্তরিত করবে।

এছাড়া এটি দ্বারা অন্যান্য আরো অনেক ধরনেরই ফাইলই কনভার্ট করা যায়। যার একটি তালিকা নিচে দেয়া আছে।

এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য নিচে দেয়া হল:

* It can simultaneously convert different formats to one certain format once.

* It can convert the webpage on the website or your computer.

* Easy to use. Convert with one click.

* More setting options to let you control the output file more accurately.

* Save the imported file list.

* Support encrypted PDF.

* Create PDF and Image with high good quality.

* Open *.HTM or URL as the following framework to convert.

এটি যেই ধরনের ফাইল ফরমেট সাপোর্ট করে তার একটি বিস্তারিত তালিকা নিচে দেয়া হল:

Batch Convert Word (doc,docm,docx) Excel (xls.xlsx.xlsm), PowerPoint (ppt,pptc,pptm), RTF, TXT, HTM, HTML, Website, JPG, BMP, GIF, TIF, WMF, EMF to PDF (as default format, as image format, as text format)

Batch Convert PDF to DOC, RTF, XLS, HTM, TXT, JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF

Batch Convert Word (doc,docm,docx) to PDF (as default format, as image format, as text format), XLS, TXT, HTM, JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF.

Batch Convert PDF, Excel (xls.xlsx.xlsm), TXT, HTM, HTML, JPG, BMP, GIF, TIF, EMF, WMF to DOC.

Batch Convert PowerPoint (ppt,pptc,pptm) to JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF, DOC,

XLS, RTF, TXT, PDF (as default format, as image format, as text format).

Batch Convert HTM, HTML, Website to DOC, PDF (as default format, as image format, as text

format), TXT, RTF, XLS, JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF.

এ মহামূল্যবান এবং কাজের সফটওয়ারটি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে:

পোর্টেবল: (সিরিয়াল লাগবে না)

নন-পোর্টেবল: (সিরিয়াল কি সাথে দিয়ে দেয়া আছে)

collection_virtual1

Atomix Virtual DJ Pro v6.0.5 (লেটেস্ট)

আপনিই হয়ে যান DJ

কিছু দিন ধরেই আমি এ সফটওয়ারটি ব্যবহার করছি। মজার ব্যাপার হল আমি আগে DJ শব্দটা শুনে থাকলেও এর মানে জেনেছি কিছুদিন আগে। আমি মোটামোটি অনেক দিন ধরেই এ সফটওয়ারটি নাড়াছাড়া করছি বটে কিন্তু কিছুই জানি না কিভাবে কি করতে হয়।

যাইহোক এটি দ্বারা কি কি করা যায় এবং কিভাবে করতে হয় তা আমার ভালো জানা নেই। কিন্তু এর ইন্টারফেইস একবার দেখলেই আপনারা প্রেমে পড়ে যাবেন।

এ সফটওয়ারটি সম্পর্কে জানি না বটে কিন্তু এর নিজস্ব ওয়েব সাইটে গিয়ে এর ক্ষমতা সম্পর্কে যে ধারনা পেয়েছে তা আমাকে ভড়কে দেয়ার জন্য যথেষ্ট।

Collection_Virtualdj2

সফটওয়ারটি ছোট হতে পারে কিন্তু এটি দ্বারা এত কাজ করা যায় যে এর তালিকা আপনারা নিচের দিকে তাকালেই বুঝবেন।

নিচে এ সফটওয়ারটি দ্বারা কি কি করা যায় তা দেয়া হল:

  • Twin independent zero-latency players with:
  • Standard controls (play, pause, stop, cue)
  • Volume control
  • Pitch control (from -34 to +34%)
  • 3 band equalizers with Kill + gain
  • One-click beat matching and synchronisation (new FAME algorithm)
  • BeatLock engine: your songs will always stay in time, and you can work your mixes incredibly faster than any other DJ could
  • Automatic beat-matched crossfading
  • On-the-fly automatic BPM calculation
  • Automatic pitch matching
  • Automatic level matching
  • Automatic beat matching
  • Dynamic beat visualizer for easy drag'n'drop beat-matching
  • Real scratch simulation
  • Virtual scratch: Scratch your mp3 with your bare hand
  • Automatic beat-aware LOOP function
  • Synchronised sampler with 12 instant slots
  • Master Tempo pitch algorithm
  • Automatic first beat and last beat detection
  • Automatic 4/4 phase detection
  • OSC network synchronisation
  • Infinite number of beatlocked desks (local multi-instance or network)
  • Infinite number of cue points saved per songs
  • Beat-aware effect plugins (included: beatgrid, flippin, vocal remover, filter, flanger, backspin, brake, etc...)
  • VST effects compatibility
  • Video mix with TV output (mix songs and/or video clips !)
  • Full karaoke support
  • Proprietary of FreeFrame video effects
  • Inifite number of video effect simultaneously
  • DJ-adapted video transition plugins
  • Song database engine with easy-to-use search feature
  • CoverFlow or text-only song browsing
  • Compatible with iTunes playlists
  • ID3 compatibility
  • Automatic filter folders
  • Automatic Hot-Swap of external harddrives
  • Ready-to-burn file recording to burn your own mixed CDs
  • Broadcast on the Internet
  • CD to MP3 encoder
  • Optional 3D sound card, 2 sound cards or Y-splitter for real-time monitoring or external mixtable use
  • ASIO soundcard compatibility
  • Fully customisable (skin engine and shortcut macro enngine)
  • External MIDI keyboard compatibility for shortcuts
  • Compatibility with most external controllers (DMC2, DAC3, iCDX, TotalControl, BCD2000, DJConsole, etc...)
  • Optional automatic mixing: Virtual DJ recognizes the style of the music (techno, hip hop, lounge) and adapt its mix in consequence

এ অসাধারণ সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে:

নন-পোর্টেবল:

যেভাবে ইন্সটল করতে হবে:

(.rar ফাইলটি ডিকম্প্রেস করার পর cracked bahman ফোল্ডারের virtualdj_trial ফাইলটিতে ক্লিক করে চালাতে না পারলে আগের ফোল্টারের install_virtualdj_trial_v6.0.5 ফাইলটি ইন্সটল করে নিন। এবার ডেক্সটপ থেকে মূল ফাইলের সর্টকাটটি মুছে ফেলে সেখানে ঐ cracked bahman ফোল্ডারের virtualdj_trial ফাইলটি কপি করে নিয়ে আসুন। ব্যস এবার সবসময় এ ফাইলটিতে ক্লিক করেই সফটওয়ারটি ব্যবহার করুন।)

আমার এ টিউনটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করে জানান।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ সুন্দর টিউনের জন্য+

    ধন্যবাদ wahidur rahman ভাই। আপনি নাকি ইতালি থাকেন। ভাই ইতালিতে নেট স্পীড কেমন?

সত্যিই খুব ভালো…………… ধন্যবাদ 🙂

    ধন্যবাদ নাবিল.আমিন ভাই। আপনার অবতাদের ছবিটি কোথায় তোলা। এটা কি ঢাকায়? গ্রামে? নাকি ফটোশপে করা??
    অনেক দিন এমন খোলামেলা জায়গায় বসা হয় না।

কাজে লাগার মতো টিউন

    ধন্যবাদ দীপ। তোমাদের ক্লাস শুরু হবে কবে?

vhai ami limited user.tai 24 mb download korbo na.amarkase software ta ase. plz sudu crake file a amake mail kore den.plz plz plz

[email protected]

thanks for your tune…….

    সোহেল ভাই আপনার কাছে কোন সফটওয়ারটা আছে?

    দয়াকরে জানান আমি পাঠিয়ে দিব।

    virtual dj

    সোহেল ভাই এটার ক্রাকটি ১০ মেগাবাইটের আপনি কি ডাউনলোড করতে রাজি আছেন।
    থাকলে আমি এটা আপলোড করে আপনাকে লিংকটা দিয়ে দিতে পারি।

    ok. link den.

    সোহলে ভাই কম্প্রেস করে ৩ মেগাবাইটে নিয়ে এসেছি।
    আপলোড করা হয়ে গেলেই আমি লিংক টি আপনাকে ইমেইল করে দিব।

    সোহেল ইসলাম ভাই আমি আপনাকে মেইলটি পাঠিয়েছি।
    আমি মজিলা, অপেরা দিয়ে ট্রাই করে পরে ক্রোম দিয়ে আপলোড করতে সক্ষম হলাম।
    অনেকদিন পড় আমাদের এলাকায় কারেন্ট গিয়েছে। একারনে একটু সময় লেগেছে।
    দুঃখিত ভাই।
    ক্রাকটি ডাউনলোড করার লিংক নিচে দেয়: (কম্প্রোস করায় মাত্র ৩ মেগাবাইটের মধ্যে আছে)

    http://www.mediafire.com/file/wyxj4tmzzmo/virtualdj_trial.rar

    (ভাই ক্রাক ফাইলটার নামে লিখা ট্রায়াল, আসলে কিন্তু ট্রায়াল নয়। আপনি সফটওয়ারটি ওপেন করে উপরের ডান সাইটের কনফিগারেশন বাটনে ক্লিক করুন এবং তার পর আবারও উপরের ডান পাশের info বাটনে ক্লিক করুলেই বুঝতে পারবেন। সফটওয়ারটি আপডেট করার কোন প্রয়োজন নেই।)

    thanks booooooooos

iso ফাইল সিডিতে বার্ণ করার জন্য বিভিন্ন রকম ফ্রী বার্ণার পাওয়া যায়। এছাড়া প্রোপাইটারী বার্ণারেও ওগুলো বার্ণ করার অপশন থাকে।

এছাড়া এগুলোকে আলাদা সিডি হিসেবে দেখানোর উপায়ও আছে … … অনেকেই বড় বড় গেমের ডিভিডি/সিডিগুলোকে এই উপায়ে হার্ডডিস্কে রেখেই খেলে থাকেন (বলাই বাহুল্য … পাইরেসী!)।

    ধন্যবাদ শামীম ভাই। মূল্যবাদ উপদেশের দেয়ার জন্য।
    দয়াকরে এ বিষয়ে একটা টিউন করুন না ভাই। আমাদের উপকার হবে।
    ভাই আমরা বিপদে পড়ে Full পাইরেটেড হয়ে গেছি।
    সামর্থ থাকলে এরকম করতাম না।
    তবে একটু একটু করে শিখে একদিন সফটওয়ার কিনার সামর্থ্য হবে ইনশাল্লাহ্।

    আপনি যদি কম্পিউটার সায়েন্সের ছাত্র হয়ে আমাকে শিখাতে বলেন তাহলে তো মুশকিল 😉 … আমি নন-টেকি লোক (সিভিল এন্ড এনভায়রনমেন্টাল); কিন্তু আগ্রহী বিধায় একটু ঘাটাঘাটি করি, তবে সেটা কখনই এই লাইনে প্রফেশনালদের ধারে কাছে যাবে না।

    লিনাক্সের একটা লাইভ সিডি চালিয়ে দেখতে পারেন … … সফটওয়্যার কেনার দরকার ফুরাবে ইনশাল্লাহ। চাইলে আমি আপনাকে দিতে পারবো। আপনার ইউনিভার্সিটির কাছেই পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে পারবো … পাশেই আমার ভার্সিটির ক্যাম্পাস (PU)।

    ধন্যবাদ শামীম ভাই।
    আসলে….আমার না জানার প্রকৃত কারন আলসেমি……।
    আমি এখনো সিডিতো কোন বার্ন করিনি। সত্যি কথা বলতে কি প্রয়োজন হয়নি।
    আমার ইচ্ছা ছিল আগে বার্ন করা শিখি।
    কিন্তু তার আগেই আমি একটা ISO ফাইলের সম্মূখিন হয়ে গেলাম।
    আর বুঝতেই পারছেন কি পরিস্থিতিতি আমি এ ফাইল ফরমেটটির সম্মূখিন হয়েছিলাম।
    যাই হোক ভাই অনেক ধন্যবাদ।
    আশাকরি আলসেমি কাটিয়ে এ বিষয়ে বিস্তারিত জেনে নিব।
    হা হা হা …………চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য বেশি ধন্যবাদ ভাই। এটা আমার চোখেই পড়েনি।

ধন্যবাদ আড্ডাবাজ ভাই।
সম্ভব লিংক গুলো দেয়ার করনেই আপনার মন্তব্যটি ব্লক হয়ে গিয়েছিল।
অ্যাপ্রুভ করে দিয়েছি।

    ভাইয়া আমাদের ক্লাশ শুরু হবে জানুয়ারী মাসে

    দীপ ভাই জানুয়ারিতে তো ক্লাশ আমি জানিই।
    জানুয়ারির কত তারিখে? তাই জানতে চেয়ে ছিলাম।
    আমার স্কুলটাতে জানুয়ারির ৬ তারিখ থেকে ক্লাশ শুরু হবে।

    @আড্ডাবাজ ভাই অ্যাপ্রুভ করে দিয়েতো আপনার মন্তব্যটা দেখেছিলাম। আবার আপনার মন্তব্যটা গেল কই??

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

আমাকে একটা ভালো অনলাইন রেডিও ষ্টেশন ম্যানেজমেন্ট সফট (যার মাধ্যমে খুব সহজেই লাইভ প্রোগ্রাম চালানো সহ ইচ্ছেমত গান চালানো যাবে কম্পিউটার থেকে) এরকম সফট এর সন্ধান দিয়েন যদি সম্ভব হয়।

    ধন্যবাদ শাকিল ভাই।
    আমার জানামতে অনেকগুলো আছে।
    কিন্তু আপনি কি বাংলা রেডিও শুনার কথা বলছেন??
    আমি অবশ্য জানিনা বাংলা রেডিও শোনা যাবে কিনা।
    তবে আশাকরি খুজে একটা বের করে ফেলবো এবং শীঘ্রই আপনাকে জানানোর চেষ্টা করবো।

অসাধারন………………

    ধন্যবাদ সাম্য ভাই।

Level 0

বরাবরের মতই-এক কথায় অসাধারন আরেকটি টিউন! বড়, সহজবোধ্য এবং ডিটেইলস সহ! আপনাকে একটা খেতাব দেই? মিঃ ডিটেইলস! ভাল থাকুন…

    ধন্যবাদ Cats eYe ভাই।
    আপনাদের কারনেই ভালো ভালো টিউন করার সাহস পাই।
    প্রতিযোগীতায় গা ভাসিয়ে দিলে ধীরে সুস্থে ভালো টিউন লিখা হয়ে উঠে না।
    যদিও আমি নিজের নামেই পরিচিত হতে পছন্দ করি।
    কিন্তু তার পরেও একটি সুন্দর নাম দেয়া জন্যে অনেক ধন্যবাদ ভাই।

সহজ সমাধান যেটা হচ্ছে যারা 7 zip ব্যবহার করেন তারা শুধু রাইট ক্লিক করে 7 zip এর অপশনে ঢুকে extract ক্লিক করলে অন্যান্য জিপ ফাইলের মত extract হয়ে যাবে

    ধন্যবাদ ধ্রুব ভাই।

Level 0

bangla pdf / jpeg to doc converter দিলে খুব উপকার হয়