মন ভালো নেই। আজকে দুই সপ্তাহ যাবত অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার চেষ্টা করছি। সমস্যা হল অ্যাডোবির ওয়েব সাইট থেকে এটা ডাউনলোড করতে পারছিলাম না। ১.২ গিগাবাইটের এ সফটওয়ারটির টরেন্ট দুইবার মাঝামাজি ডাউনলোডের পর বলে ফাইল করাপটেড। কি যে রাগ লাগছিল। যেন মাথার চুল টেনে ছিড়ি। অবশেষ আমি ৩ দিন আগে এর একটি ISO ফাইল ডাউনলোড করতে সক্ষম হই।
কিন্তু সমস্যা হচ্ছে এটা আবার কি ধরনের ফাইল ফরমেট ????
নাম আগে শুনলেও কিভাবে কি করে কিছুই জানা ছিল না।
ইন্টারনেটে খোজ-খবর নিয়ে এ সম্পর্কে কিছু ধারনা পেলাম এবং একটি সফটওয়ার ফেলাম যা সরাসরি ISO ফাইলকে ডিকম্প্রেস করে ব্যবহার যোগ্য ফাইলে রুপান্তরিত করতে পারে। যার দ্বারা আমি আমার ISO ফাইলটিকে ডিকম্প্রেস করেছি বটে কিন্তু এখনো অ্যাডোবি ইলাস্ট্রের অ্যাকিটিভ করতে পারিনি। চার-পাঁচবার ইন্সটল আনইন্সটল করতে করতে বিরক্ত হয়ে গেছি। ইন্টারনেট থেকে এখনো বিভিন্ন পদ্ধতি কাজে লাগিয়ে এটিকে অ্যাকটিভ করার চেষ্টা করছি।
যাই হোক সেই ISO ডিকম্প্রেসিং সফটওয়ারটির নাম হল:
Magic ISO Maker 5.5(লেটেস্ট)
(মনে হলো আপনাদের জানালে আপনাদের উপকার হতে পারে)
এটি যেকোন ধরনের CD/DVD ইমেইজকে এক্সট্রাক্ট, এডিট, ক্রিয়েট এবং বার্ন করতে পারে। আর এই CD/DVD এর একধরনের ইমেইজ ফাইলই হল সেই ISO ফাইল।
সাধারণত ISO ফাইল সিডিতে বার্ন করে ব্যবহার করতে হয়। কিন্তু এ সফটওয়ারটি দ্বারা আপনি সহজেই যেকোন ISO ফাইলকে ওপেন এবং প্রয়োজনে এক্সট্রাক্ট করতে পারবেণ। এটি ISO এবং আরেক ধরনের ইমেইজ ফাইল BIN এর মধ্যে পারস্পরিক রূপান্তর ঘটাতে পারে। এছাড়ও এটি প্রায় সকল ফরমেটের ফাইলকেই ISO এবং BIN ফরমেটে রুপান্তরিত করতে পারে।
নিচে এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য দেয়া হল:
এ সফটওয়ারটি আপনারা ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে: (এর সাথে নাম ও সিরিয়াল কি দেয়া আছে)
All Office Converter Platinum 6.1 (লেটেস্ট)
এ সফটওয়ারটির নাম থেকেই এর সম্পর্কে ধারনা পেয়ে গেছেন আশাকরি। এটি প্রফেশনাল ভার্সান কিন্তু নিচের লিংক থেকে ডাউনলোড করলে ফ্রি ব্যবহার করতে পারবেন।
এর অন্যতব বৈশিষ্ট্যতা হলো এর সহজবোধ্যতা। এটি বিভিন্ন ব্যাচ ডকুমেন্ট, ওয়েব এবং ইমেইজকে কোয়ালিটির ক্ষেত্রে কোন ছাড় না দিয়ে অর্থাৎ হাই-কোয়ালিটি বজায় রেখে আপনার ডকুমেন্ট একটি ফারমেট থেকে আরেক ফরমেটে রূপান্তরিত করবে।
এটি ফাইল কনভার্টিয়ের খুবই পাওয়ারফুল একটি সফটওয়ার যা আপনাকে প্রায় সবরকম অফিস ফাইল ফরমেট হতে PDF ফাইল তৈরী করার সুবিধা দিবে। আবার একই ভাবে PDF ফাইলকেও প্রায় সব ধরনের ফাইলে রূপান্তরিত করবে।
এছাড়া এটি দ্বারা অন্যান্য আরো অনেক ধরনেরই ফাইলই কনভার্ট করা যায়। যার একটি তালিকা নিচে দেয়া আছে।
এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য নিচে দেয়া হল:
* It can simultaneously convert different formats to one certain format once.
* It can convert the webpage on the website or your computer.
* Easy to use. Convert with one click.
* More setting options to let you control the output file more accurately.
* Save the imported file list.
* Support encrypted PDF.
* Create PDF and Image with high good quality.
* Open *.HTM or URL as the following framework to convert.
এটি যেই ধরনের ফাইল ফরমেট সাপোর্ট করে তার একটি বিস্তারিত তালিকা নিচে দেয়া হল:
Batch Convert Word (doc,docm,docx) Excel (xls.xlsx.xlsm), PowerPoint (ppt,pptc,pptm), RTF, TXT, HTM, HTML, Website, JPG, BMP, GIF, TIF, WMF, EMF to PDF (as default format, as image format, as text format)
Batch Convert PDF to DOC, RTF, XLS, HTM, TXT, JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF
Batch Convert Word (doc,docm,docx) to PDF (as default format, as image format, as text format), XLS, TXT, HTM, JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF.
Batch Convert PDF, Excel (xls.xlsx.xlsm), TXT, HTM, HTML, JPG, BMP, GIF, TIF, EMF, WMF to DOC.
Batch Convert PowerPoint (ppt,pptc,pptm) to JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF, DOC,
XLS, RTF, TXT, PDF (as default format, as image format, as text format).
Batch Convert HTM, HTML, Website to DOC, PDF (as default format, as image format, as text
format), TXT, RTF, XLS, JPG, BMP, GIF, TIF, TGA, RLE, PNG, EMF, WMF.
এ মহামূল্যবান এবং কাজের সফটওয়ারটি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে:
পোর্টেবল: (সিরিয়াল লাগবে না)
নন-পোর্টেবল: (সিরিয়াল কি সাথে দিয়ে দেয়া আছে)
Atomix Virtual DJ Pro v6.0.5 (লেটেস্ট)
আপনিই হয়ে যান DJ
কিছু দিন ধরেই আমি এ সফটওয়ারটি ব্যবহার করছি। মজার ব্যাপার হল আমি আগে DJ শব্দটা শুনে থাকলেও এর মানে জেনেছি কিছুদিন আগে। আমি মোটামোটি অনেক দিন ধরেই এ সফটওয়ারটি নাড়াছাড়া করছি বটে কিন্তু কিছুই জানি না কিভাবে কি করতে হয়।
যাইহোক এটি দ্বারা কি কি করা যায় এবং কিভাবে করতে হয় তা আমার ভালো জানা নেই। কিন্তু এর ইন্টারফেইস একবার দেখলেই আপনারা প্রেমে পড়ে যাবেন।
এ সফটওয়ারটি সম্পর্কে জানি না বটে কিন্তু এর নিজস্ব ওয়েব সাইটে গিয়ে এর ক্ষমতা সম্পর্কে যে ধারনা পেয়েছে তা আমাকে ভড়কে দেয়ার জন্য যথেষ্ট।
সফটওয়ারটি ছোট হতে পারে কিন্তু এটি দ্বারা এত কাজ করা যায় যে এর তালিকা আপনারা নিচের দিকে তাকালেই বুঝবেন।
নিচে এ সফটওয়ারটি দ্বারা কি কি করা যায় তা দেয়া হল:
এ অসাধারণ সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন নিচের লিংক থেকে:
নন-পোর্টেবল:
যেভাবে ইন্সটল করতে হবে:
(.rar ফাইলটি ডিকম্প্রেস করার পর cracked bahman ফোল্ডারের virtualdj_trial ফাইলটিতে ক্লিক করে চালাতে না পারলে আগের ফোল্টারের install_virtualdj_trial_v6.0.5 ফাইলটি ইন্সটল করে নিন। এবার ডেক্সটপ থেকে মূল ফাইলের সর্টকাটটি মুছে ফেলে সেখানে ঐ cracked bahman ফোল্ডারের virtualdj_trial ফাইলটি কপি করে নিয়ে আসুন। ব্যস এবার সবসময় এ ফাইলটিতে ক্লিক করেই সফটওয়ারটি ব্যবহার করুন।)
আমার এ টিউনটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করে জানান।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...
অনেক ধন্যবাদ সুন্দর টিউনের জন্য+