কেমন আছেন সবাই ? আশা করি ভাল, প্রথমেই শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে নিজের ছবি দিয়ে কেলেন্ডার তৈরি করবেন। ২০১২ সাল প্রায় শেষ হয়তো বা কেও কেও এখনেই ২০১৩ সালে ছবি সংগ্রহ শুরু করে দিয়েছেন। আজকে আমি আপনাদের সাথে সেই রকম একটি কেলেন্ডার মেকার শেয়ার করছি।
Calme 2013 এটি ডাউনলোড করার মত জটিল সফটওয়ার যা দিয়ে আপনি আপনার পচন্দ মতন ছবি দিয়ে কেলেন্ডার তৈরি করতে পারবেন। তাছাড়া এখানে আরো প্রচুর ভাল ভাল ফিচার রয়েছে। তাছাড়া আপনি এর মাধ্যমে আপনার ইচ্ছা মতন মাসিক প্লেন তৈরি করতে পারবেন।
আপনি আপনার ইচ্ছা মত কেলেন্ডার অপশন সিলেক্ট করতে পারবেন। তাছাড়া ফরমেট, মেগাজিন স্টাইল, ফন্ট , কালার ইত্যাদিও পরিবতর্ন করতে পারবেন। তাছাড়া প্রিন্ট এর আগে প্রিন্ট প্রিভিও দিতে পারবেন । আপনি এইখানে আপনার বিভিন্ন ছুটির দিন নিধারিত করে রাখতে পারবেন। তাছাড়া তারিখে বিভিন্ন আইকন সিলেক্ট করে রাখতে পারবেন। আপনি লেখাগুলো কে bold, italic, plain, or bold italic করতে পারবেন। এটা দিয়ে আপনি জুম ইন , জুম আউট করে দেখতে পারেন। তাছাড়া এই কেলেন্ডারে ৬মাস এর একটি এবং অপর ৬মাসের আরেকটি আলাদা পেইজে বানাতে পারবেন।
এটার আরো বড় সুবিধা হচ্ছে মিডিয়া যুক্ত করা। আপনি পেইজে ছবি যুক্ত করতে পারবেন এবং Paper Size & Source, Margins, এবং Orientation ও সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এটি দিয়ে শুধুই কেলেন্ডার থৈরি করে রেখে দিতে পারবেন এমন নয় আপনি কেলেন্ডার তৈরি করে সরাসরি প্রিন্ট ও করতে পারবেন।
আপনি যদি এটা ব্যবহার করেন অবশ্যই একটি চমৎকার সফটওয়ার হবে আপনার জন্য।
আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ……।