সফটওয়্যার টি নিয়ে আর ২টি পোস্ট হয়েছিল, একটি শ্রদ্ধেয় প্রবাসী ভাইর আর একটি এখন খুঁজে পাচ্ছি না। আমি পুনুরায় করলাম, কারন কারো ডাউনলোড লিঙ্ক ই কাজ করসে না। তারপরে ও যদি অপ্রয়োজনীয় হয়, আমি মুচে দিবো।
ফ্যাশন ডিজাইনার হতে গেলে পড়তে হয় অনেক কিছু। রঙ তুলি হতে শুরু করে অংক জ্যামিতি, আরও আছে প্যাটার্ন কাটিং Photoshop CAD সহ অনেক জিনিস। তারপরেও কি ডিজাইনার হওয়া যায় ? করতে হয় নিরলশ সাধনা। ভাবছেন বুঝি,না আর ফ্যাশান ডিজাইনার হওয়া যাবে না। এর চেয়েও এম বি বি এস পড়া ভাল।
ভয় পাওয়ার কিছু নেই। প্রযুক্তির কল্যাণে আপনাকে হয়তো সাহায্য করতে পারব। আপনিও পারবেন প্রফেশানালদের মত ডিজাইন করতে।
সবার আগে কৃতজ্ঞতা জানাবো , যারা সফটওয়্যার টি তৈরি করেছেন।
ফ্যাশন নিয়ে যারা পড়ছেন, CAD এর সহজ সংস্করন হিসাবে ব্যাবহার করতে পারেন। আর যারা শখের বশে ডিজাইন করেন তাদের জন্য তো এটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মত। জানতে হবে না সব কিছু কিন্তু করতে পারবেন অনেক কিছু।
নাম - Marvelous Designer,
তৈরি করেছেন CLO VIRTUAL FASHION, INC. Seoul, Republic of Korea
প্যাটার্নের সব কিছুই নিখুঁত ভাবে করতে পারবেন এটা দিয়ে কোন প্রকার CAD এর সাহায্য ছাড়াই। পলি লাইন, কার্ভ লাইন অথবা ডার্ট- নিজের সৃজনশীল শৈলী দিয়ে ফুটিয়ে তুলতে পারবেন মনের মত ডিজাইন।
বাস্তব আর জীবন্ত করে তলুন আপনার ডিজাইন ত্রি-মাত্রিকভাবে।
মাওউসের কয়েকটি ক্লিকের মাধ্যমে সহজ ভাবে ফুটিয়ে তুলুন সেলাই আর নকশার ভাঁজ গুলু।
ডিজাইন হোক না Tuck, Shirring, Pleat, অথবা Gather উপস্থাপন করুন বাস্তবভাবে। এমন কি আয়রন এর ভাঁজ গুলুও বাদ না দিয়ে।
Draping করুন দ্রুত ভাবে...
Stretching/ Shearing/Bending stiffness, Damping, Density, Thickness- এফেক্ট দিন যেমন ইচ্ছে।
সুন্দর অপশন গুলুর মাধ্যমে প্যাটার্ন বদলান এক ক্লিক এ।
আছে উচ্চ মানের রিয়েলটাইম রেন্ডারিং সুবিধা।
অনেক তো লিখলাম, চলুন এবার কিছুক্ষন দেখে আসি... এই সফটওয়্যার দিয়েই বানানো।
দুঃখিত ভিডিও দিতে পারলাম না তবে লিংক গুলো দিয়ে দিলাম।
কি খুব পছন্দ হয়ে গেল ? কিন্তু ভাই এতো সুন্দর জিনিশ কি আর ফ্রী দিবে? দাম অবশ্য বেশি না, মাত্র একশ নিরানব্বই ডলার মানে ১৬ হাজার ৩ শো আঠারো টাকা। কিনে পেলুন অনলাইনে। প্রব্লেম হলে আমি তো আছিই।
যাদের এতো টাকা নেই তারা ব্যাবহার করতে পারেন চোরাই ভাবে।
এই লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। ব্যাবহার করুন সম্পূর্ণ বিনা পয়সায়।
৩২&৬৪ বিট একসাথে
শুদু ৬৪ বিট
অনেকই বলেছেন যে সিরি-য়াল-কি চায়। তাদের জন্য নতুন করে kreck মিডিয়া ফায়ার এ দিলাম। ক্লিক করুন। পাস-aspirasisoft.us
এখানে ও প্রব্লেম হলে আমাকে জানাবেন।
[warning]ডাউনলোড লিংক চেক করে দেওয়া হইছে,তারপরেও যদি কারো ডাউনলোড এ প্রব্লেম হয় লেখক কে মন্তব্যের মাধ্যমে জানান।[/warning]
আজ এই পর্যন্তই। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন।
Mirza ahmed
Student of Fashion designing
BUFT, Bangladesh
পূর্বে http://www.piokaha.com ফ্যাশন ব্লগে প্রকাশিত।
আমি mam13113। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
downlaod দিলাম দেখি…………………………..ধন্যবাদ…………….