প্রথমেই বলি, WinX Blu-ray Decrypter কি ?
ব্লু রে ডিস্কে কোন মুভি বা অন্য কিছু থাকলে তা অনেক সময় এনক্রিপ্ট করা থাকে । যাতে হার্ড ডিস্কে কপি না করা যায় । WinX Blu-ray Decrypter সেই এনক্রিপ্শনকে রিমুভ করে এবং হার্ড ডিস্কে কপি করতে সাহায্য করে । এই সফটওয়্যারটি (AACS), BD+ copy protection, সহ সবপ্রটেকশন ভেঙ্গে অক্ষত অবস্থায় মুভি কপি করতে পারে ।
বিশেষ উপলক্ষে ১০ জানুয়ারী পূর্যন্ত এটি বিনামূল্য অরজিনাল লাইসেন্স সহ পাওয়া যাবে ।
যদিও দেশে এখন অনেকেরই Blu-ray Drive নাই (আমার নিজেরই নাই) । তবু আসতে কতঙ্ক্ষন ! পরে যাতে Crack , Keygen খুজতে না লাগে তাই আগেই নিয়ে রাখতে পারেন ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
🙂