ডাউনলোড করুন Adobe Photoshop CS4 (মাত্র ৫৫ মেগাবাইটে)!!! (Updated with Permanent Download Link)

টিউনের নাম শুনে সবারই আশ্চর্য হওয়ার কথা। আমিও হয়েছি। কিন্তু অবিশ্বাস করার কিছু নেই কারন এটি আমি ব্যবহার করছি। খুব ভালো কাজ করে।

আমি নিজে কখনো এটি ডাউনলোড করতাম না। অ্যাডোবির ওয়েব সাইটে দেয়া Adobe Photoshop CS4 প্রায় ৮২৫ মেগাবাইটের মত।

আমি ট্রায়াল ডাউনলোডের চেষ্টা করেছি কিন্তু কোন রকম ভাবেই ট্রায়াল ডাউনলোড করতে পারিনি। সত্যি কথা বলতে কি ডাউলোড শুরুই হয়নি।

এটা আমার কম্পিউটারগত কোন সমস্যা নয় প্রতিদিন আমি অসংখ্যা সফটওয়ার ডাউলোড করি এটার ক্ষেত্রে সমস্যা কি??

আমি টরেন্টে সার্চ দিলাম পেয়েও গেলাম। অবশেষ দুইদিন লাগিয়ে যখন ডাউনলোড করলাম তখন সো করে কম্পেস্ড ফাইল (RAR) নন সাপোর্টেড। WinRAR দিয়েও খোলা যায় না। IZArc সো করে ফাইল করাপটেড।

আমিও হাল ছাড়ার পাত্র নই আবার টরেন্টা সার্চ করলাম এবং দুই দিন লাগিয়ে নতুন আরেকটা Adobe Photoshop CS4 টরেন্ট ডাউনলোড করলাম। কিন্তু দূর্ভাগ্য এবারো একই অবস্থা।

বুঝতেই পারছেন আমার অবস্থা। এরপরও হাল ছাড়ি নি, এখন এডোব ইলাস্টেটর ডাউনলোড করছি।

অবশেষ উল্লেখিত ৫৫ মেগাবাইটের এ সফটওয়ারটি ডাউনলোড করি। শুধু কৌতুহলের কারনে...। কিন্তু এটিই Adobe Photoshop CS4 এর একমাত্র ভালো সফটওয়ার যা আমি ডাউনলোড করেছি।

adobe-photoshop-down

এ সফটওয়ারটি সম্পর্কে নিঃসন্দেহে আপনাদের মনে কিছু প্রশ্ন জেগেছে: (দেখি উত্তর দিতে পারি কিনা?)

**  এটি আকারে এত ছোট কেন??

উত্তর: এতে Adobe Photoshop CS4 এর সব বাহুল্য ত্যাগ করা হয়েছে। অর্থাৎ অপ্রয়োজনীয় প্লাগ-ইন এবং এই প্রজাতির অন্যান্য অ্যাড-অন গুলো এ সফটওয়ারটিতে বর্জন করা হয়েছে।

** এটি কি কোন ট্রায়াল ভার্সান??

উত্তর: মোটেও না এটি একটি স্টন্ডার্ড ভার্সান। তবে লেটেস্ট নয়। কারন অ্যাডোব ফটোশপের লেটেস্ট ভার্সানটি হল Adobe Photoshop CS4 Extended. আর এটি শুধু Adobe Photoshop CS4।

** এর সি-রি-য়া-ল-কি কিভাবে পাব?

উত্তর: এর সি-রি-য়া-ল-কি এর কোন দরকার নাই। কারন এটি প্রি-ক্রা-কড্ এবং চমৎকার কাজ করে। Professional ভাবে ৩ - ৪ বছর ধরে ব্যাবহার করছি।

** এটি কি অ্যাডোব লাইট অ্যাডিশন??

উত্তর: না ভাই। যা বলা হয়েছে তাই অর্থাৎ এটি Adobe Photoshop CS4।

** এটা কি পোর্টেবল সফটওয়ার??

উত্তর: না ভাই এটা পোর্টেবল নয়। ইন্সটল করে ব্যবহার করতে হবে।

সফটওয়ারটির Permanent ডাউনলোড লিংক নিচে দেয়া হল:

http://www.mediafire.com/?p53iflrtc6aa0hv

আমার এ টিউনটি থেকে উপকৃত হলে দয়া করে মন্তব্য করে জানান।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এটা অনেক আগেই ইউজ করেছি। কিছু প্রব্লেম আছে এটাতে।

১. হাই-কনফিগারেশান এর পিসি না হলে কাজ করতে পারবেন না। অত্যন্ত স্লো।
২. যারা Adobe Photoshop CS4 এ অভ্যস্ত নন তারা এটাতে কাজ করতে পারবেন না। ঝামেলা মনে হবে।

আমি ব্যক্তিগতভাবে Adobe Photoshop ৮.০ ইউজ করি। এটাতেই আমার চলে যায়। আর পোর্টাবেল হিসাবে ইউজ করি Adobe Photoshop CS3. এটাতেই অনেক সাচ্ছন্দ বোধ করি। আগে পোর্টাবেল Adobe Photoshop CS4 ইউজ ক্করতাম, কিন্তু বিরক্ত হয়ে নতুন করে পোর্টাবেল
Adobe Photoshop CS3 খুজে ডাউনলোড করেছি।

আপনাদের জন্য Adobe Photoshop CS3 আপলোড করে দিলাম ( অবশ্যই Mediafire এ। ঝামেলাহীন, নিরাপদ, ভাইরাসমুক্ত ডাউনলোড উপভোগ করতে, এক ক্লিকেই ডাউনলোড শুরু)

ডাউনলোড লিঙ্কঃ (৪৭ মেগাবাইট মাত্র)
http://download553.mediafire.com/y1mpjgdd74rg/mndjizli55y/Portable.Photoshop.CS3.exe

    হা হা হা …কৌশিক ভাই…………..নাচতে জানলে উঠোন বাঁকা।

    ৫৫ মেগাবাইটের এটি সামলাতেই পিসি স্লো হয়ে যায়। ৮২৫ মেগাবাইটের আসলটা ডাউনলোড করলে কি হত??
    ৮২৫ মেগাবাইটের Adobe photoshop cs4 এ যাদের পিসি স্লো হয় তাদের জন্য এটা খুবই উপকারি এবং লো কনফিগারেশনের কম্পিউটারে এবং ল্যাপটপেও Adobe photoshop cs4 এর সবচেয়ে ব্যবহার যোগ্য সফটওয়ার এটি।

    কারন এতে অপ্রয়োজনীয় সকল বাহুল্যই ত্যাগ করা হয়েছে।
    কিভাবে Adobe photoshop cs4 ব্যবহার করতে হয় তা জানতে দয়া করে নিচের টিউন থেকে উল্লেখিত বইটি ডাউনলোড করুন:
    https://www.techtunes.io/download/tune-id/16175/

    হেই বলতে ভুলে গিয়েছিলাম।………..কৌশিক ভাই আমার দেয়া সফটওয়ারটাও ১০০% ভাইরাস মুক্ত।

তারেকভাই, ডাউনলোড সামলাতে পিসি স্লো হয় না, স্লো হয় রান করাতে গিয়ে। সব পোর্টাবেল সফটওয়্যার এর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কারন এটার জন্য কোন প্রি-ইন্সটল্ড ব্যাকআপ ফাইল থাকেনা। তাই র‌্যামের উপরেই এর শেষ চাপটা পড়ে, একারনেই পিসি স্লো হয়।
আর আগেই বলেছি, আপনি CS4 এ যদি অভ্যস্ত হয়ে থাকেন তা হলে তো কোন প্রব্লেম নাই, কিন্তু হঠাৎ করে CS4 এ গেলে সাময়িক ভাবে অসুবিধাবোধ করতে পারেন।
আর কিভাবে Adobe photoshop cs4 ব্যবহার করতে হয় সেটা জানতে বই পড়া লাগেনা। আগের ভার্শনগুলোতে কাজ করার অভিজ্ঞতা থাকলে
CS4 নিজেই চালাতে পারবেন।

    কৌশিক ভাই এটা পোর্টেবল সফটওয়ার না আর আমি তো বলিনি ডাউনলোড সামলাতে পিসি স্লো হয়।

    তাহলে ভাই আপনি কেন CS4 ব্যবহার করতে পারছেন না?

    আগের ভার্সন গুলোতে যে সমস্যাগুলো ছিল নুতন ভার্সন সে সমস্যাগুলো অনেক কমে যায়। একারনেই আমি নতুন ভার্সনের পক্ষপাতি।
    তবে এটা ঠিক আমিও ফটোসপের আগের ভার্সনগুলো পছন্দ করি একারনেই আমার পিসিতে এখনো ফটোশপ ৭ আছে।

    তবে ভাই আমি বই দেখতে বলেছিলাম শিখার জন্যে নয়, নতুন ভার্সনে কি কি পরিবর্তন এসেছে তা দেখার জন্যে।
    আশাকরি বুঝতে পারছেন।

    Level 0

    কৌশিক ভাইয়ের সাথে আমি একমত,একটা ইন্সটল করা সফটওয়ার চালাতে যতটুকু সময় লাগে পোর্টেবল চালাতে বেশী সময় লাগ।…তাই আমি যেহেতু সবসময় photoshop ব্যবহার করি আমারটা ইন্সটল করা Adobe photoshop cs4 ডাউনলোড করেছি সাত আট মাস আগে ,ওটা পেন্ড্রাইভ করেই সাথে নিয়ে ঘুরি……
    আমার পোর্টেবল সফটওয়ার ভাল লাগে না , অনেক সমস্যা হয়…..

    সোহেল ভাই এটা মোটেও পোর্টেবল নয়।

    আপনি দয়া করে ডাউনলোড করে দেখুন।
    আমি অনেক খোজাখোজি করে এটা পেয়েছি ভাই। আমাকে প্রায় দুবার ৮২৫ বা ৮১৫ মেগাবাইটের Adobe photoshop cs4 ডাউনলোড করে ব্যর্থ হতে হয়েছিল।

    গ্রামীনের মডেম দিয়ে ৮২৫ + ৮২৫ = ১৬৫০ মেগাবাইট ডাউলোড করা কি জিনিস ডাউনলোড করলে বুঝতে পারতেন ভাই।

    এত কষ্ট করে পাওয়ায় এটার মূল্য আমার কাছে অনেক বেশি ভাই।

আপনারটা ডাউনলোড করলাম, ট্রাই করে দেখি,
আমারটা আপনি ট্রাই করে দেখতে পারেন।

    ধন্যবাদ কৌশিক ভাই।

ডাউনলোড করে, ট্রাই করে দেখি,মনে হয় ভালো হবে,

ধন্যবাদ

    ধন্যবাদ অন্তর ভাই।

unknon file বলছে

    অন্তর ভাই আপনার কম্পিউটারে আন-কম্প্রেসিং সফটওয়ার আছে তো??
    আপনি কোন লিংক থেকে ডাউনলোড করেছেন।
    আমিতো ডাউনলোড করার পরই ব্যবহার করা শুরু করে দিয়েছি।

দুটি লিংক থেকেই ট্রাই করেছি্ ।

ধন্যবাদ , আন-কম্প্রেসিং সফটওয়ার ছিলোনা, এখন হয়েছে ।

    যাক অবশেষে সমস্যাটা ধরতে পেরেছেন।
    না হলে আমি সত্যিই মনে করতাম আপনার কথা ঠিক আর বিভ্রান্তিকর টিউনের জন্য আপসোস হওয়া শুরু করতাম।

    ধন্যবাদ আড্ডাবাজ ভাই।

আপনার লিঙ্কটি কাজ করছেনা নতুন লিঙ্ক দেন।

Level 0

bhai link 2to change kore thik thak link din, mediafire hole bhalo hoy

“OOPS! Looks like file not found” bole link ta thik koren…….

ভাই আপনার দেয়া লিঙ্কটাতে ক্লিক করলে File Blocked for Violation এই লিখাটা আসে। মনেহয় ফাইল টা ডিলিট করে দেয়া হইসে। so এখন উপায়??

লিংকটা আবারো আপডেট করে দিলাম।

Level New

i need it. But link is dead!

লিঙ্কটাতে ক্লিক করলে File Blocked for Violation এই লিখাটা আসে!!