কয়েক দিন আগে একটা টিউন দেখে ছিলাম, যেখানে বলা হয়েছিল যা শিখুন ভালো ভাবে শিখুন। ৩দিনে বা এক সপ্তাহে PHP, Java, C,C++ ইত্যাদি শিখুন। বর্তমান কালে এমন বইয়ে বাজার ছেয়ে গেছে। কিন্তু প্রকৃত পক্ষে দেখা যায় এগুলো আর কিছু্ শিখা হয়ে উঠে না। আমি ব্যক্তিগত ভাবেও এমন শিক্ষা পছন্দ করি না।
ফটোশপ নিয়েও এমন বইয়ের সংখ্যা কম নয়। কিন্তু খুব প্রাথমিক পর্যায় থেকে ফটোশপকে ব্যাখ্যা করা হয়েছে এমন বইয়ের সংখ্যা কম। তাছাড় সব ওয়েব সাইটেই শুধু ফটোশপের টিউটোরিয়াল আর টিউটোরিয়াল। এ টিউটোরিয়ালের সংখ্যা হাজার হাজার।
এ পর্যন্ত ফটোশপের অনেক টিউটোরিয়াল দেখলাম কিন্তু কি যে শিখলাম তাই জানি না। আসলে ফটোশপের কর্মক্ষেত্র বিশাল। এটা দিয়ে কি কি কাজ করা সম্ভব তা হিসাব করে বলা যাবে না।
আমি ফটোশপ সম্পর্কে খুবই কম জানি। সত্যি কথা বলতে কি, এর কোন টুলসের নাম কি, পেনেল কোনগুলো, লেয়ার কি, ডকুমেন্ট উইন্ডো কি, অ্যাপ্লিকেশন বার কি, ওয়ার্ক স্পেস কি, ওয়ার্ক স্পেস সুইচার কি, টুলস পেনেল কি এগুলো সম্পর্কেই জানি না।
আমার দরকার ছিল এমন একটি বই যা আমাকে ফটোশপ সম্পর্কে বিস্তারিত ধারনা দিবে। অর্থাৎ যারা মাত্র ফটোশপ ব্যবহার শুরু করেছে তাদের জন্য উপযোগী একটি বই। কিন্তু সমস্যা হল এ ধরনের বই বাজারে খুবই বেশি নেই এবং ফ্রি পাওয়াও যায় কম।
কয়েকদিন আগে আমি হটাৎ করেই “ Using Adobe Photoshop CS4” নামক অ্যাডোবির নিজস্ব ৭০৭ পৃষ্ঠার ইউজার গাইডটি হাতে পেয়ে গেলাম। অসাধারণ এক বই।
অ্যাডোবি ফটোশপ সম্পর্কে দেখা সবচেয়ে বিস্তারিত বই। যেখানে ফটোশপ সফটওয়ারে যাবতীয় কার্যকলাপ সম্পর্কে খুবই বিস্তারিত এবং সঠিক ব্যাখ্যা রয়েছে।
বাজারে অ্যাডোবি ফটোশপ সম্পর্কিত এর চেয়ে সঠিক বই আর নেই।
এতে অ্যাডোবি ফটোশপের উপর যে যে বিষয়গুলো বিস্তারিত লিখা আছে তার তালিকা নিচের দেয়া হলো:
প্রকৃত পক্ষে এ বিষয়গুলো প্রত্যেকটি একেকটি অধ্যায়ের নাম। অর্থাৎ প্রতিটি অধ্যায়ে এ সকল বিষয়গুলো তাড়াহুড়ো না করে খুবই মানসম্মত ভাবে উপস্থাপন করা হয়েছে।
আমি এ বইটি থেকে কয়েকদিনে যা শিখতে পেরেছে তা পূর্বে দেখা অন্তত ২০ – ৩০ টি টিউটোরিয়াল থেকেও বেশি।
যার ফটোশপ সম্পর্কে ভালো জানেন না তাদের জন্য বইটি খুবই কাজে লাগবে। যারা ফটোশপ শিখা শুরু করেছেন তাদের জন্য এর প্রয়োজনীয়তা বলার অপেক্ষাই রাখা।
যার ফটোশপের অ্যাডভান্স ইউজার আশাকরি বইটি তাদের জন্যও একটি রেফারেন্স বই হিসেবে কাজে লাগবে। কখনো ফটোশপ নিয়ে কোন কিছু জানতে হলে এ বইটিতে হত দিলেই হবে।
আশাকরি বইটি আপনাদের ভালো লাগবে।
বইটি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে:
(পেইজটির একদম উপরে ডানদিকে ডাউনলোড লিংক আছে। মাউসের রাইট বাটনে ক্লিক করে Save Link As... ক্লিক করে সেইব করুন)
http://help.adobe.com/en_US/Photoshop/11.0/WS5441FC84-6A84-45f8-9041-C3EA3E357507a.html
এর কপিরাইট সম্পর্কিত তথ্য নিচে দেয়া হল:
This user guide is protected under copyright law, furnished for informational use only, is subject to change without notice, and should not be constructed as a commitment by Adobe Systems Incorporated. Adobe Systems Incorporated assumes no responsibility or liability for any errors or inaccuracies that may appear in the informational content contained in this guide.
This user guide is licensed for use under the terms of the Creative Commons Attribution Non-Commercial 3.0 License.
This allows users to copy, distribute, and transmit the user guide for non-commercial purposes only so long as:
(1) Proper attribution to Adobe is given as the owner of the user guide; and
(2) Any reuse or distribution of the user guide contains a notice that use of the user guide is governed by these terms.
To view a copy of this license, visit http://creativecommons.org/licenses/by-nc-sa/3.0/
আমার এ টিউনটি আপনাদের কাজে লাগলে দয়া করে মন্তব্য করুন।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...
আরবী ভাষায় !