ডাউনলোড করুন : বাংলা তারিখ প্রদর্শন ও কনভার্ট করার সফটওয়্যার

সবাইকে শুভেচ্ছা।

অনেক দিন পর টিউন করতে বসলাম। নিয়মিত টিউন না করা হলেও টেকটিউনস নিয়মিত ভিজিট করি। অনেক ভাল লাগে।

আমি আমার নিজের তৈরী Date Converter সফটওয়্যারটি নিয়ে পূর্বে টিউন করেছিলাম। সফটওয়্যারটির ইন্টাফেস ও সুবিধাগত দিক পরিবর্তণ করে এর নতুন ভার্সন আপনাদের উপহার দিলাম। আশা করি ডাউনলোড করে ব্যবহার করে উপকৃত হবেন। যারা সফটওয়্যারটি ব্যবহার করেন তারা এর সুবিধা সম্পর্কে জানেন। নতুন ব্যবহারকারীর জন্যে কিছুটা ব্যাখ্যা দেয়া হলো।

এ সফটওয়্যারটির সাহায্যে আপনি যে বাংলা তারিখ জানতে পারবেন এবং পূর্বের বা পরের যে কোন ইংরেজি তারিখে বাংলা তারিখ কি ছিল/হবে তা জানতে পারবেন। এতে প্রদর্শিত তারিখের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ও প্রদর্শিত হবে।

নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন (2 নভেম্বর পর্যন্ত):

Download

সফটওয়্যারটি ডাউনলোড করার পর ডাউনলোডকৃত ফাইলটি Rename করে এর শেষে .exe (ডটইএক্সই) লেখাটি যুক্ত করুন। এরপর সেটআপ করুন।

সেটআপের পর ডেস্কটপে নিম্নরূপ স্কীনে সফটওয়্যারটির ইন্টাফেস প্রদর্শিত হবে:

> বাটনে ক্লিক করলে অপেক্ষাকৃত বড় আকারে স্কীনটি প্রদর্শিত হবে:

V বাটনে ক্লিক করলে কনভার্ট করার সুবিধাসহ স্কীন প্রদর্শিত হবে:

আশা করি সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা উপকৃত হবেন।

সবাই ভাল থাকবেন।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই ……..ভাল জিনিস…প্রগ্রামার ও আপনি তাই আরও ভাল লাগল…..

nice boss,,

@riponzm: Welcome

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ।

Level 0

khubi shundar ekti software. apnak onek onek thanks!