ঘরে বসেই হয়ে যান বিমানের পাইলট !!!!!!!!!!!!!!!!!!

কী? আকাশ থেকে পড়লেন নাকি? ভাবছেন আমিতো কোন দিন বিমানে উঠিও নাই তাহলে বিমান চালাব কি করে? ভাই এইটা হ্ল ডিজিটাল যুগ। এখন বিমান চালাতে বিমানে উঠা লাগে না, ঘরে বসেই বিমান চালানো যায়। কী অবাক হচ্ছেন? তাহলে বলছি শুনুন, আমি যে বিমানের কথা বলছি তা একটি Desktop toy যা আপনি নিজে চালাতে পারবেন। চালানো বেশি কঠিন না তাই ভয় পাওয়ার কিছু নাই।
Skycar

প্রথমে এই Desktop toy টি Download করে নিন।

Skycar

তারপর install করে নিন। ব্যস কাজ শেষ। এখন বিমান চালান মানে পাইলট বনে যান। আর Controls কোন ব্যাপার না। কীবোর্ড এর ডান পাশে 0-9 সংখ্যার যে কী গুলা আছে তা দিয়েই বিমান যে দিকে খুশি সে দিকে নেয়া যাবে। আরেকটা কথা দিক হারানোর কোন ভয় নেই কম্পাস আছে।
আপনি ইচ্ছা করলে আপনার ফ্রেন্ড কে এই Desktop toy টি মেইল করে পাঠাতে পারেন। ঐখানে এই সুবিধাও আছে।
আশা করি সবাইর ভাল লাগবে। বিমানটা কেমন চালাতে পারলেন তা Comment করে জানাবেন।
সবাই কে ধন্যবাদ।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দেখি আপনার বিমান চালাতে পারি কিনা?

    হা হা হা…… এই বিমান শুধু আমার না আপনারও 🙂 🙂 🙂

thanks . দেখা যাক.. কি হয়

    দেখেছি, চালানোও শিখেছি। এখন বাইরেন চালাতে চাই।

    @শোয়েব বাইরে চালাতে যাও ভাল তথা কিন্তু পাশে কাউরে বসাইয়া নিলে আরও ভাল লাগবে। 😉

    তাহলে কাকে বসাব খুজে দেন।