স্বাধীন অভিধান – ১.০.০.০ সংস্করণ উন্মুক্ত!

বিসমিল্লাহির রহমানির রহিম

স্বাধীন অভিধান - দেশের প্রথম ইউনিকোড ভিত্তিক বাংলা অভিধান।

যাতে নাই বলে কিছু নেই

যদি থাকে তাহলে কমেন্ট বলুন তো দেখি! 😉

স্বাধীন অভিধানের তৃতীয় সংস্করণ – ১.০.০.০ আজ উন্মুক্ত করা হল। এ সংস্করণে প্রোগ্রাম এবং ডাটাবেজের যথেষ্ট পরিবর্তন এবং পরিবর্ধন করা হয়েছে। হা, রিলিজ করতেও একটু দেরি হয়েছে। শেষ মূহুর্তে এসে ছোট কিছু সমস্যা ধরা পড়ে। সেগুলো ঠিক করতে একটু দেরি হয়েছে। দেরি হলেও নিশ্চিত করা হয়েছে যে রিলিজ করা স্বাধীন সর্বোচ্চ ত্রুটি মুক্ত!

চলুন এক নজরে দেখা নেয়া যাক স্বাধীনের বর্তমান সংস্করণের ক্যাটালগঃ

নতুন বৈশিষ্ট্য সমূহঃ

ড্যাসবোর্ডঃ

স্বাধীন অভিধানের নতুন সংস্করণে যোগ করা হয়েছে ড্যাসবোর্ড। ড্যাসবোর্ড হচ্ছে এমন একটি উইন্ডো যেখান থেকে স্বাধীনের সব বৈশিষ্ট / সুবিধা চালু করতে পারবেন। একে স্বাধীন অভিধানের নিয়ন্ত্রন প্যানেলও বলা যায়।

ডাটাবেজঃ

পুরনো ডাটাবেজকে এখন আরও উন্নত করা হয়েছে। ডুপ্লিকেট এন্ট্রি দুর করা হয়েছে। দ্রুত সার্চ করার জন্য ডাটাবেজকে অপটিমাইজ করা হয়েছে। নতুন ডাটাবেজে ১৫০০+ Phrases and Idioms যুক্ত কারা হয়েছে। বানান সংশোধন এবং নতুন শব্দ যোগও করা হয়েছে ডাটাবেজে।

অনুসন্ধানঃ

অনুসন্ধান ইন্জিনে যথেষ্ট পরিবর্তন আনা হয়েছে। এখন যে কোন শব্দ খুঁজে পাওয়া যাবে আরো সহজে। যুক্ত করা হয়েছে অনুসন্ধানের ধরন পরিবর্তনের অপশন। যাতে তিন ভাবে অনুসন্ধান করা যাবে।

দ্রুত অনুসন্ধান মোডঃ

দ্রুত অনুসন্ধান মোডকে ডক স্টাইলে পরিবর্তন করা হয়েছে। ক্লিপ-বোর্ড পর্যবেক্ষন কে অপটিমাইজ করা হয়েছে। অনুসন্ধান ইঞ্জিনকে করা হয়েছে আরো উন্নত।

বাংলা তারিখঃ

স্বাধীনের বর্তমান ভার্সনে বাংলা তারিখ যুক্ত করা হয়েছে। ফলে আপনি স্বাধীন চালু করলে ড্যাসবোর্ডের কোনায় বাংলা তারিখ দেখতে পাবেন।

বাংলা ক্যালেন্ডার গ্যাজেটঃ

স্বাধীনের বর্তমান ভার্সনের সাথে যুক্ত করা হয়েছে বাংলা ক্যালেন্ডার গ্যাজেট। গ্যাজেটটির ২.০ সংস্করণ স্বাধীনের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। গ্যাজেটটি উইন্ডোজ এক্সপি সব সব উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। এতে ১৫টির মত নতুন স্কিনও যুক্ত করা হয়েছে।এটি ডেভেলপ করেছেন- মোঃ আল মুজাহিদ রাতুল

সয়ংক্রিয় আপডেট পরীক্ষাঃ

এ অপশনটি আরো উন্নত করা হয়েছে। আগের সংস্করণে মাঝে মাঝে আপডেট পরীক্ষা করতে স্টার্টআপের সময় অতিরিক্ত সময় ব্যয় হত। এ সংস্করণে তা দুর করা হয়েছে।

ফিডব্যাকঃ

স্বাধীনের নতুন ভার্সনে ফিডব্যাক নামে একটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। ফলে আপনি ইন্টারনেট চালু থাকা অবস্থায় সরাসরি স্বাধীন অভিধানের ফিডব্যাক উইন্ডো থেকে আমাদের ফিডব্যাক পাঠাতে পারবেন।

ক্রিস্টাল ক্লিয়ার বাংলাঃ

Windows XP, Vista এবং 7 এ ফাইল এবং ফোল্ডার গুলোর নাম বাংলাতে লিখলে তা ফন্ট সমস্যার কারনে খুব ছোট দেখা যায়। এ সমস্যা দুর করতে স্বাধীনের ছোট একটি Option যুক্ত করা হয়েছে। যা দিয়ে মাত্র এক ক্লিকে এ সমস্যার সমাধান করা যাবে।

এছাড়া ইন্টারনেট এক্সপ্লোরার এ বাংলা ছোট দেখার সমাধানও যুক্ত করা হয়েছে স্বাধীনে!কিভাবে করবেনঃফাইল-ফোল্ডারে বাংলা সমস্যার সমাধানঃ
Shadhin Ovidhan > Options... > Bangla Preferences > Click 'Crystal Clear Bangla' Buttonইন্টারনেট এক্সপ্লোরারে বাংলা সমস্যার সমাধানঃ
Shadhin Ovidhan > Options... > Bangla Preferences > Click 'Crystal Clear Bangla in IE' Button

অন্যান্যঃ

এছাড়া Options মেনুতে আরো নতুন অনেক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের ভার্সনে থেকে যাওয়া বাগ গুলো এ ভার্সনে ফিক্স করা হয়েছে।
৩২ বিট এবং ৬৪ বিট সাপোর্টঃ স্বাধীনের বর্তমান ভার্সন ৩২ বিট এবং ৬৪ বিট অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।

প্রচলিত সব উইন্ডোজ অপারেটিং সিস্টেম সাপোর্টঃ স্বাধীনের বর্তমান ভার্সন Windows XP, Vista, 7 এবং Windows 8 সম্পূর্ন সাপোর্ট করে।

এছাড়া স্বাধীন প্যাড, গুগল ট্রান্সলেট ব্রাউজার, গ্রিক অক্ষর ইত্যাদি তো আছেই...

 

আরও আছে আরো অনেক কিছু...

তাহলে আর দেরি কেন? এখনই ডাউনলোড করে নিন আপনার কপিটি...

ডাউনলোডঃ

আকারঃ ১৩ মেগাবাইট

সাহায্য ফাইল সমুহ

মাইলফলকঃ

চিত্রের গ্রাফ দেখে বুঝতেই পারছেন আমাদের লক্ষের ৫০% সমাপ্ত করেছি। এখন ডাটাবেজকে পরিপূর্ন, যত ফিচার একটা অভিধানের জন্য প্রয়োজন ও ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ফিচারের ব্যবস্থা এবং সর্বোচ্চ বাগ মুক্ত করার কাজটি করতে পারলে স্বাধীন অভিধান প্রোজেক্টের মূল লক্ষে আমরা পৌছে যাবো। এর জন্য প্রয়োজন আপনাদের সাহায্য এবং ফিডব্যাক।

ফিডব্যাক সম্পর্কে কিছু কথাঃ

উপরেই বলা হয়েছে আপনাদের ফিডব্যাক দেবার সুবিধার জন্য ফিডব্যাক ফর্ম স্বাধীন অভিধানেই যুক্ত করা হয়েছে। আপনাদের থেকে আমরা নিচের ফিডব্যাক গুলো আশা করছিঃ

  • প্রোগ্রাম এবং ডাটাবেজ এর বাগ / ত্রুটি / ভুল সম্পর্কে তথ্য
  • মতামত / নতুন কি চান? / আরো কি করা উচিত? / আরো কি যোগ করা উচিত?
  • কি কি শব্দ ডাটাবেজে আপনি পাচ্ছেন না - সেগুলো ছোট একটা লিস্ট করে ফিডব্যাক ফর্মের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আমরা আশা করছি এর ফলে ডাটাবেজকে প্রয়োজনীয় সব শব্দ দিয়ে পরিপূর্ন করার লক্ষ সফল করতে পারব। এ কাজটি চলতে থাকবে পরবর্তী ভার্সন বের করা পর্যন্ত। পরবর্তী ভার্সন বের করার মাঝের সময় যথেষ্ট পরিমান শব্দ আমরা পেলে, তা ডাটাবেজে যুক্ত করে ডাটাবেজের আপডেটও আমরা বের করতে পারি। আপডেট এবং স্বাধীনের খবরাখবর জানার জন্য আমাদের ফ্যানপেজ এবং গ্রুপে লক্ষ রাখতে পারেন।

পরবর্তী ভার্সনের মধ্যে যাতে আমরা ডাটাবেজকে পরিপূর্ন করতে পারি তার জন্য উপরের ফিডব্যাক গুলো আমাদের খুবই প্রয়োজন।

আপনাদের সহযোগীতা ছাড়া স্বাধীন অভিধান অভিধান প্রোজেক্ট এতদুর আসতে পারত না। আর আপনাদের সহযোগীতা না পেলে এটি এর লক্ষে এগিয়েও যেতে পারবে না। তাই আশা করি আমাদের কাছের আপনাদের মূলবান ফিডব্যক দিয়ে এবং স্বাধীন অভিধানকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিয়ে এর উন্নয়নে ভুমিকা রাখবেন।

আমাদের পাবেনঃ

ফেসবুক (ইমাজিনেটিভ ওয়াল্ড) | ফেসবুক (বাংলা ক্যালেন্ডার)

ফেসবুক গ্রুপ | গুগল+ | টুইটার | ওয়েবসাইট

সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ...

একই সাথে প্রকাশিতঃ প্রধান পোষ্ট

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাওনলুড দিলাম 😉

হেব্বি জিনিস ভাই। আমার অনেক কাজে আসবে। আমিতো ফ্যান হয়ে গেলাম।

অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।

সত্যিই দারুন!!!

Level 0

প্রথমেই মনের গহীন থেকে ধন্যবাদ জানাই তাঁকে, যিনি প্রথমে এই রকম একটা ভাবনা ভেবেছিলেন। তারপরে ধন্যবাদ জানাই তাদেরকে, যারা এতদিন সময় দিয়ে কাজটা শেষ করেছেন।

ইনস্টল করে দেখছিলাম এর বিভিন্ন অপসনগুলো। কি যে নেই, সেটাই বুঝতে পারছি না।

আমাদের সাথে আপনাদের কষ্টের ফসল শেয়ার করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।

সবাই ভাল থাকবেন . . . .

অফলাইন নাকি অনলাইন?

    @ওহাব: ভাই সম্পূর্ন অফলাইন… সাথে অনলাইনেরও অতিরিক্ত কিছু সুবিধা আছে… 🙂

PDF file গুলো নিতে পারলামনা 🙁

    @Imran Hossain Shojib: PDF ফাইল গুলো স্বাধীনের সেটআপে দেয়া আছে… স্বাধীন সেট আপ করলেই Start> All Programs > Shadhin Ovidhan > Help এ পিডিএফ ফাইল গুলো পাবেন…. 🙂 আলাদা করে ডাউনলোড করতে হবেনা…

আচ্ছা ভাই আমি উইন্ডোজ7 64 বিট ব্যবহার করি। সমস্যা হল ক্যালেন্ডার ছাড়া বাকি কোনটাই ব্যবহার করতে পারি না। ওপেন হয় না কারন জানতে চাই।

    @ওহাব: রি-ইনস্টল করে দেখেন। আর সটকাট একটাও কাজ করেনা? কোন এরর ম্যাসেজ কি দেখায়?

      @সোহাগ: যেমন, Shadhin Ovidhan ওপেন করতে গেলে দেখায়
      Shadhin Ovidhan has stopped working
      Windows is checking for a solution to the problem.

        @ওহাব: ভাই স্বাধীন প্রথম বার চালুর সময় একটু সময় নেয়। তাই উইন্ডোজ মাঝে মাঝে এই সমস্যা দেখায়। আপনি রিইনস্টল করে কয়েকবার চালু করার চেষ্টা করে দেখুন… প্রথমবার চালূ হতে যেহেতু সময় লাগে, তাই আইকনে ডাবল ক্লিক করে একটু সময় অপেক্ষা করে দেখুন.. আশা করি চালু হবে…

দারুণ একটা ইন্টারফেস দেখলাম। ব্যবহার করে মতামত জানাব।

আমার ল্যাপটপে ইন্সটল করলাম। যখনই অভ্র দিয়ে লিখতে যাচ্ছি (F12 প্রেস করছি) তখনই প্রোগ্রাম ক্র্যাশ করছে। কোণ প্রতিকার আছে কি?

উপস!! অভ্রের সলিউশনটা চোখে পড়েনি। এখন কাজ করছে।

অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম নতুন ভার্শনের জন্য। আজকে ডাউনলোড করে পুরাই ফিদা হয়ে গেলাম। 🙂
যারা এর সাথে জড়িত তাদেরকে স্যালুট। আশা করি অদূর ভবিষ্যতে অভ্রের মতো এই ডিকশনারীও বহুল ব্যবহৃত হবে। 😀

এবার যে সব ছোট সমস্যা আমার চোখে ধরা পড়লোঃ

আমার ২২” মনিটরে ফুল স্ক্রিনে দেখা যায় না। মানে এখানে যেই স্ক্রিনশটগুলো ব্যবহার করা হয়েছে আমার এখানে সে রকম দেখা যায় না। সার্চ বক্স অর্ধেক দেখা যায়। অন্যান্য অপশনও ঠিক মতো দেখা যায় না। আশা করি পরের ভার্শনে ঠিক করা হবে।
http://img14.imageshack.us/img14/5143/01oct12101618am.png
http://img706.imageshack.us/img706/9449/01oct12101638am.png

উইন্ডোজ ৭ এর ৬৪ বিট ভার্শনে কিছুক্ষন চলার পর ক্র্যাশ করে অথবা পিসি হ্যাং করে।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): জটিল সমস্যা… ২২” মনিটরের সমস্যার খুব দ্রুত কোন সমাধান দিতে পরছিনা.. তবে আমি দেখছি কোন সমাধান বের করা যায় কিনা।

    আর ২য় সমাস্যাটা নির্দিষ্ট কারন বের করতে একটু সময় লাগবে।

    কিছু সমস্যা আছে সেগুলো সবার ক্ষেত্রেই হয় এবং সহযেই ধরা পড়ে, ঠিকও হয়েয়ায় । কিন্তু কিছু সমস্যা আছে যেমন দেখলাম উইন্ডোজ ৭ এর ৬৪ বিট ভার্সনে অনেকের চালু হচ্ছেনা বা ক্র্যাস, পিসি হ্যাং ইত্যাদি হচ্ছে। এইটা কমন না। তাই সবস্যাটা বের করতেও একটু সময় লাগবে। আশা করি শিঘ্রই সমাধান বের করে আপনাকে মেইলে জানিয়ে দিতে পারব।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): আপনার প্রথম সমস্যাটার কারন উদ্ধার করতে পেরেছি.. যেটা ধারনা করছিলাম সেটাই… মনিটর বেশী বড় বলে আপনি মনিটরের DPI বাড়িয়ে দিয়েছেন। ফলে এ সমস্যাটি হয়েছে। DPI নরমাল করে দিলে সব ঠিক দেখাবে। স্বাধীনে DPI 96 pixel per inch এর উপর তৈরি করা হয়েছে। কারন এইটা কমন DPI সেটিং.. তাই স্বাধীনের বর্তমান ভার্সন চালাতে আপনাকে DPI এইটাতে সেটিং করতে হবে। আপনার DPI বর্তমানে মনে হয় 120 ppi এ সেট করা আছে। সেটিংটা পাবেন Desktop > Screen resolution > Make text and other items larger or smaller এখানে গিয়ে Smaller – 100% (Default) সিলেক্ট করে দিন। আশা করি সমস্যার সমাধান হবে…

Vai, apnera interface ja korsen…. ami to pura tashki khailam!!!

খুব ভালো লাগলো। ধন্যবাদ ডেভলপারদের।

এক কথায় আসাধারন

এতো সুন্দর, চমতকার ও কার্যকরী অভিধানটা কি মোবাইলের জন্য (এন্ড্রয়েড, আইফোন, উইন্ডোস মোবাইল ইত্যাদি স্মার্ট ফোন) উপযোগী করা যায় না? তাহলে খুব উপকৃত হতাম। কেননা মোবাইলের জন্য কোন ভাল বাংলা অভিধান নেই। আর আমরা এখন বেশিরভাগ সময়ই মোবাইল ব্যবহার করে কাটাই। আপনাদের ধন্যবাদ এই অভিধানটা আমাদের ফ্রি উপহার দেয়ার জন্য।

Level 0

অসাধারণ

Level 0

ভাই ভাইরাস তো ……… ছবিটা একটু দেখবেন……..
http://www.mediafire.com/view/?saqa59ca25djw80

আমার পিসিতে এখন চলতেছে। খুব ভাল। পিসিতে বাংলা সবকিছু আমার ভাল লাগে।

এক কথায় অসাধারন। 🙂

Level 0

অনেক অনেক ধন্যবাদ। জাযাকুল্লাহু খয়রান।

অনেক অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ সুন্দর একটি বাংলা অভিধান আমাদের মাঝে শেয়ার করার জন্য সোহাগ ভাই।অভিধানটির নেপথ্যে যারা কাজ করেছেন তাদেরকে জানাই সাধুবাদ ঃ-)

বাংলাতে এমন একটি অভিধান আছে ভাবাই যায়না। অসংখ্য ধন্যবাদ

Level 0

প্রযুক্তির সবকিছু বাংলায় হয়ে যাচ্ছে । ভাবতেই ভালোলাগছে ।
স্বাধীন অভিধানের অন্তরালের কুশিলবদের অন্তর থেকে অভিবাদন জানাই ।

আমার ইন্টারনেট এর ইস্পিড ২ কে/বি …। টেকটিউন্স এর পেইজ খুলতে লাগে ৫ / ৭ মিনিট , , ,তবু ও এই সফট টা নামিয়ে কমেন্ট না করে পারলাম না…।আসলেই বস জটিল একটা জিনিস দিছেন এইটার মত জিনিস ই একটা খুজতেছিলাম এতদিন।।আমি আগে মনে করতাম বাংলাদেশের সফট গুলো ভালো হলেও তার ইন্টারফেস ভালো হয় না…।কিন্তু এই সফট টার ইন্টারফেস দেখে আমি তো পুরাই মুগ্ধ…।জটিল ইন্টারফেস আর অপসন গুলা ও খুবই ভালো এবং উপকারি………। ধন্যবাদ এমন সময়পযোগী একটা সফট বানানর জন্য…………।। ধন্যবাদ এটার পরবর্তি সংস্করন এর অপেক্ষায় রইলাম…………………………………।

ভাই দারুণ হইছে ।। ধন্যবাদ টিউনের জন্য ।।

Level 0

কি কমেন্ট করব বুঝতে পারছিনা। যা বলার ছিল তা উপরের ভাইয়েরা বলে দিল। যাক , আপাত ধন্যবাদ জানাই।
আর ডেভলপার ভাইদের কষ্টকে শ্রদ্ধাই স্বরণ করছি। আপনাদের কষ্ট সার্থক হোক এই কামনাই।

Level 2

awesome…..but ami install korte pari nai…Inst. complete howar por bole j IComplex er karone installation hoy na…..thik bujte parsi na….

    @Shuvro333: ভাই সম্ভবত XP এর ব্যবহারকারী এবং আপনি মনে হয় অভ্র ব্যবহার করেন না? যাই হোক, যে সমস্যাটা দেয় তার একটা স্ক্রিনসট দিলে ভাল হত।

সত্যিই অসাধারন। খুব ভাল লাগছে সফটওয়্যারটা।
যেই অপশনটা দিলে ভাল হয় তা হল, ইউজার যেন ইচ্ছামত নতুন শব্দ যুক্ত করতে পারে। Microsoft office এ যেমন Add to Dictionary আছে, সেই রকম.

Level 0

THANKS ………………….

আগের সংস্করণ টিও আমি ইউজ করছি । এটা মাত্র ইনস্টল দিলাম । অনেক ভাল হয়েছে এন্ড অবশ্যই কাজের ।
ধন্যবাদ ।

অসাধারণ উদ্যোগটার জন্য ধন্যবাদ অনেক ছোট হয়ে যায়।
ভাই বাংলার অনেক দামাল সন্তানেরা মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করে।
এটাকে যদি বিভিন্ন মুক্ত অপারেটিং সিস্টেম সমর্থিত করা যেত, ওরা বড়ই উপকৃত হত।

    @মানবীয় দানব: স্বাধীন অভিধান প্রোজেক্টটি মুক্ত অপারেটিং সিস্টেমের জন্য ভার্সন এবং মোবাইল ভার্সন নিয়ে শিঘ্রই কাজ শুরু করবে… সাথেই থাকুন…

Vai Eita ki?vul word er thik mean.Please check it out

http://iwproducts.files.wordpress.com/2012/09/so-beta-1-0-2-0-0-27.png

Dhonnobad apnake

Level 0

ভাই খুব সুন্দর হইছে । এ রকম টিউন পরতে ভালো লাগে ।
http://techorb4u.blogspot.com/ সাইট টা দেখেন ভালো লাগবে ।

আসলেই এই রকম টিউন পেলে ভালো লাগে। আর এই ডিকশনারীটা আমার এতো ভালো লেগেছে বলার মত না। এছাড়াও আমার দেখা এই রকম ডিকশনারী এটাই প্রথম। কিন্তু সমস্যা হলো একটি। সেটি হলো কেন জানি আমার উইন্ডোজ ৭ এ এটি ইনস্টল হয় আর রান হয় না।

অসাধারণ…… 🙂
অনেক দিন থেকেই এইরকম একটা বাংলা অভিধান খুজছিলাম ।

Level 0

windows xp সাপোর্ট করে না…

    @orko01717: সব উইন্ডোজই স্বাধীন সাপোর্ট করে। আপনি মনে হয় ডটনেট ২.০ ইনস্টল করেননি XP তে… ডটনেট ২.০ এর লিঙ্ক পোষ্টে দেয়া আছে…