অনেক দিন পর আমি আবার হাজির হলাম আপনাদের সামনে একটি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জিং(IM) সফটওয়্যার(SoftWere) নিয়ে।
যাই হোক আমি আপনাদের কে এমন একটি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জিং(IM) সফটওয়্যার(SoftWere) এর সাথে পরিচয় করিয়ে দিব।
যার সাইজ মাত্র ১.৭৫ মেগাবাইট এবং এটা দিয়ে আপনি খুব দ্রুত চ্যাট করতে পারবেন স্কাইপি(Skype) ছাড়া বাকি সকল যেমনঃ- Yahoo, Facebook, Live / MSN, AIM, GG, AOL ICQ, XMPP / Jabber, GTalk, iChat ইত্যাদি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জিং(IM) সার্ভিস এর সাথে।
এছাড়া এই ইন্সট্যান্ট ম্যাসেঞ্জিং(IM) সফটওয়্যার(SoftWere) টি তে আরো কিছু সুবিধা আছে যেমনঃ-
১.ভয়েস চ্যাট ও
২.ছবি/ফটো শেয়ার করা। (এই দুইটি সুবিধা পাবার জন্য অবশ্যই উভয় ব্যাক্তি কে এই ইন্সট্যান্ট ম্যাসেঞ্জিং(IM) সফটওয়্যার(SoftWere) টি ব্যাবহার করতে হবে)
বোনাসঃ- এই ইন্সট্যান্ট ম্যাসেঞ্জিং(IM) সফটওয়্যার(SoftWere) টিতে একটি চ্যাট বট(রোবট) আছে। সে যে কোন সময় আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত (মজা করতে পারেন এই চ্যাট বট টার সাথে)।
এই বট টি তার কৃত্তিম বুদ্ধিমত্তার জন্য পুরস্কার ও পেয়েছে।
আপনারা অনেকেই ডিগস্বি(Digsby), নিমবায(Nimbuzz) ব্যাবহার করেছেন।
আমি ও ব্যাবহার করেছি। ডিগস্বি(Digsby) মূলত ১৭মেগাবাইট এর একটি বড় ফাইল এবং অনেক ধীর গতিতে কাজ করে।
ডিগস্বি(Digsby) এর কাজের এই হাল দেখে আমি ডিগস্বি(Digsby) পরিত্যাগ করি এবং নেটে খুজতে খুজতে
পালরিংগো(Palringo) নামের এই ১.৭৫মেগাবাইটের অসাধারন ইন্সট্যান্ট ম্যাসেঞ্জিং(IM) সফটওয়্যার(SoftWere) টি পেয়ে যাই।
মূলত ফেইসবুকের(Facebook) এর জন্য আমি এই ইন্সট্যান্ট ম্যাসেঞ্জিং(IM) সফটওয়্যার(SoftWere) টি ব্যাবহার করি। কারন ফেইসবুকে(Facebook) ব্রাউজ করতে ভালো লাগে না।
যারা আমার ফেইসবুকের(Facebook) ফ্রেইন্ড(Friend) লিষ্টে যারা আছেন তারা আমাকে সব সময় অনলাইন এ দেখেন কারন আমি এই ইন্সট্যান্ট ম্যাসেঞ্জিং(IM) সফটওয়্যার(SoftWere) টি চালু রাখি শুধু মাত্র চ্যাটিং করার জন্য।
আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসিঃ
পালরিংগো(Palringo) নামের এই ইন্সট্যান্ট ম্যাসেঞ্জিং(IM) সফটওয়্যার(SoftWere) টি নামানোর জন্য এখানে যানঃ http://www.palringo.com
নিচের চিত্র গুলোতে পালরিংগো(Palringo) সফটওয়্যার(SoftWere) টি নামানোর জন্য কি কি করতে হবে তার দিক নির্দেশনা দেওয়া হলঃ
আর কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন।
সফটওয়ার টা ব্যাবহার করে আপনার কেমন অনুভূতি হচ্ছে আমাকে জানান।
এটি আমার নিজস্ব ব্লগে প্রথমে প্রকাশিত হয়েছে। ঠিকানাঃ- http://rolin.iblogger.org/
---ধন্যবাদ---
আমি এ.আর.রলিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমিক...................... প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। http://arrolin.co.cc
বল এক্কেবারে মাঠের বাইরে………………