আমরা অনেকেই বলে থাকি সফটওয়ারের সিরিয়াল নিয়ে বা প্যাচ নিয়ে লিখলেই তা পাইরেসি হয়। তবে পাইরেসি বলতে কি বুঝায় তা অনেকেই হয়ত জানে না। পাইরেসি বলতে বুঝায় কোন পন্য বিশেষ করে (সফটওয়ার এবং সিডি) দিতে গিয়ে যদি টাকার লেনদেন হয় তাহলে সেটা হবে পাইরেসি। যেমনঃ বাজার থেকে উইন্ডোজ এক্সপি এর সিডি ক্রয় করে আনা। এখানে টাকার লেনদেন হয়েছে বিধায় এটাকে পাইরেসি বলা হয়। তবে যদি কারও বাসা থেকে তার অনুমতি নিয়ে কোন পন্য (সফটওয়ার এবং সিডি) কপি করে আনা হয় তাহলে তাকে পাইরেসি বলা যাবে না। কেননা এখানে টাকার কোন লেনদেন সম্পন্ন হয় নি। এগুলো নিয়েও কিন্তু টেকটিউনসের মিট-আপে আলোচনা করা হয়েছে। যাইহোক আজকে আমি বৈধ পথের কিছু সফটওয়ারের জেনুইন সিরিয়াল নিয়ে টিউনটি করেছি। আপনাদের জন্যই যাতে করে ফ্রি এবং বৈধ জেনুইন সফটওয়ারের সুবিধা ভোগ করতে পারেন। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন।
এই সফটওয়ারটি আপনাকে অফিসের ডকুমেন্ট এবং স্প্রেডশীট তৈরিতে আশানুরুপ ভুমিকা রাখবে।
rootkits সহ ইন্টারনেট malware এর বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করবে।
একটি কার্যকরী ফায়ারওয়াল যা unauthorized অনলাইন সক্রিয়তা প্রতিরোধ করে
ভাইরাস, worms, Trojan horses এর বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়াল তৈরি করে
তৈরি করুন, কপি করুন, এবং আপনার নিজের অডিও, ভিডিও, ডেটা সিডি রিপ করুন, এবং ডিভিডি
সিডি এবং ডিভিডি ফাইল এবং চিত্র ডিস্কে বার্ন করার জন্য এই সফটওয়ারটি
আপনার নিজের অডিও সিডি বার্ন করতে সবচেয়ে সহজ উপায়
যদি কারও টিউনটি ভাল লাগে তাহলে মন্তব্য জানাতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ...........
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
many many thanks..