ফ্লাশে তৈরী ঘড়িতে সংযোজন করুন নিজের নাম ও ছবি

সকল টিউনার ও ভিজিটরদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। এই টিউনে আপনাদের জন্য উপস্থাপিত হয়েছে ফ্লাশে তৈরী একটি সুদৃশ্য ঘড়ি। নিচের ছবিতে ঘড়িতে প্রদর্শিত হল:

Clock

লক্ষ করেছেন, ঘড়িটি কিন্তু চলছে না। এটাকে চালু করতে চান? তাহলে নীচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এটি একটি swf ফাইল (95.7 KB), যা চালু করলে আপনি একটি সুদৃশ্য চলন্ত ঘড়ি উপহার পাবেন। যদি আপনার কম্পিউটারে এটি প্লে না হয়, তাহলে Flash Player সেটআপ করে নিতে হবে।

অথবা, নিচের লিংক থেকে FlashMoviePlayer টি (৪১৮ KB) ডাউনলোড করে সেটআপ করে নিলে, আপনার কম্পিউটারে ঘড়িটি চালু হবে।

FlashMoviePlaer

ঘড়িটি পূর্ণ পর্দায় প্রদর্শিত হবে। মাঝখানের লাল বাটনটিতে ক্লিক করে এটি বন্ধ করা যাবে।

ও হ্যাঁ, লক্ষ্য করেছেন নিশ্চয় আমি ঘড়িটিতে টেকটিউনস এর নাম এবং আমার নিজের ছবি সংযোজন করেছি। আপনি যদি ঘড়িটিতে আপনার নিজের/প্রতিষ্ঠানের নাম ও ছবি সংযোজন করতে চান, তাহলে আমাকে আপনার ছবি ও নাম ই-মেইল করুন। আমি আপনার ছবি ও নাম সংযোজন পূর্বক ফাইলটি আপলোড করে, আপনাকে লিংক দিয়ে দেব। যাতে করে আপনি এটি ডাউনলোড করে নিতে পারেন।

আমার ই-মেইল আইডি : [email protected]

সবাইকে ধন্যবাদ। ভাল থাকেবন।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পদ্ধতিটি শিখিয়ে দিলে কি আপনার ঞ্জাণ দক্ষতা কমে যেত?

Level 2

@ A.R+R: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আসলে জ্ঞান-দক্ষতা কমে যাওয়ার প্রশ্ন নয়।
সবাই সব প্রোগ্রামে কাজ করে অভ্যস্থ নয়।
যারা ফ্লাশে কাজ করেন না, তারা এটি এডিট করতে পারবেন না।

ভাল থাকুন।

    Level 0

    তাহলে আপনি বলতে চান আপনি এ কাজে জীবনের শুরু থেকেই অভ্যস্ত ছিলেন। আসলে ভাই কোন মানুষই কিন্তু পূর্ব থেকে অভ্যস্ত থাকে না। সময়ের সাথে সাথে অথবা কারো সহজগীতার মাধ্যমে তা আয়ত্ত করতে সক্ষম হয়। মনে কিছু নিয়েন না। আমি শুধু আপনাকে মানুষের প্রকৃতিটা মনে করিয়ে দিলাম।

যারা পারে তাদের জন্য সোর্স কোডটা দিয়ে দিতে পারেন। আর যারা পারেনা তারা ফ্ল্যাশে কাজ করতে উৎসাহী হতে পারে … 😉

ইসলাম ভাই, আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন । আপনার তৈরিকৃত সফটওয়্যারগুলো খুবই চমৎকার । আপনার কাছে একটি সফটওয়্যার কামনা করছি, আর তাহলো “টিভি প্লেয়ার” । টেকটিউনসে অনলাইনে টিভি দেখা নিয়ে অনেক টিউন করা হয়েছিল কিন্তু নেট স্পীড ভালো না থাকায় অনলাইনে দেশীয় ও বিদেশীয় টিভি দেখা যায় না । মাঝে মাঝে আটকে যায় । ভাই, আপনি এমন একটি টিভি প্লেয়ার তৈরি করুন , যার সাহায্যে নেট স্পীড অনেক কম থাকা সত্ত্বেও দেশীয় টিভি চ্যানেল নিরবিচ্ছন্নভাবে উপভোগ করা যায় ।
@ক্লোকটির জন্য ধন্যবাদ@

    Level 2

    @ রুহুল আমীন।

    আপনার মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
    আমি আসলে ওয়েব বেইজড সফটওয়্যার নিয়ে কাজ করি না।
    তাই আপনার চাহিদামত প্রোগ্রামটি তৈরী করার প্রস্তুতি এই মূহুর্তে আমার নেই।
    এ ব্যাপারে টেকটিউনস এর অন্যান্য টিউনার ও ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করছি।

    ভাল থাকবেন।

Level 2

অনেকেই টেকটিউনস এ কোন মন্তব্য না করে সরাসরি আমাকে ই-মেইল করেছেন।
তাই আমি ই-মেইল চেক করার পর আপনাদের আগ্রহের কথা জানতে পারলাম।
আমি প্রত্যেককে ই-মেইলের মাধ্যমে রিপ্লাই করার চেষ্টা করবো।
অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন। আর হ্যাঁ, প্রাপ্তি সংবাদ অবশ্যই জানাবেন।

সবাইকে ধন্যবাদ।

Level 2

@ কৌশিক।
আপনার জন্যে ঘড়িটি নিম্নের ঠিকানায় হোস্ট করা হয়েছে।
অনুগ্রহ পূর্বক ডাউনলোড করে নিন।

http://www.mediafire.com/download.php?tn0nkzhmjty

ধন্যবাদ।

Level 2

@ মিজানুর রহমান।

আপনার জন্যে ঘড়িটি নিম্নের ঠিকানায় হোস্ট করা হয়েছে।
অনুগ্রহ পূর্বক ডাউনলোড করে নিন।

http://www.mediafire.com/download.php?mdmtzdimjmd

ধন্যবাদ।

Level 2

@ মানিক (ফিরোজ)

আপনার জন্যে ঘড়িটি নিম্নের ঠিকানায় হোস্ট করা হয়েছে।
অনুগ্রহ পূর্বক ডাউনলোড করে নিন।

http://www.mediafire.com/download.php?hajyqgwty4n

ধন্যবাদ।

Level 2

কেউ যদি আমাকে ই-মেইল করেও রিপ্লাই না পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ পূর্বক আমাকে টেকটিউনস এর মাধ্যমে (মন্তব্য করে) জানান।
আমি অবশ্যই আপনাকে এটি পাঠাব।