সকল টিউনার ও ভিজিটরদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। এই টিউনে আপনাদের জন্য উপস্থাপিত হয়েছে ফ্লাশে তৈরী একটি সুদৃশ্য ঘড়ি। নিচের ছবিতে ঘড়িতে প্রদর্শিত হল:
লক্ষ করেছেন, ঘড়িটি কিন্তু চলছে না। এটাকে চালু করতে চান? তাহলে নীচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এটি একটি swf ফাইল (95.7 KB), যা চালু করলে আপনি একটি সুদৃশ্য চলন্ত ঘড়ি উপহার পাবেন। যদি আপনার কম্পিউটারে এটি প্লে না হয়, তাহলে Flash Player সেটআপ করে নিতে হবে।
অথবা, নিচের লিংক থেকে FlashMoviePlayer টি (৪১৮ KB) ডাউনলোড করে সেটআপ করে নিলে, আপনার কম্পিউটারে ঘড়িটি চালু হবে।
ঘড়িটি পূর্ণ পর্দায় প্রদর্শিত হবে। মাঝখানের লাল বাটনটিতে ক্লিক করে এটি বন্ধ করা যাবে।
ও হ্যাঁ, লক্ষ্য করেছেন নিশ্চয় আমি ঘড়িটিতে টেকটিউনস এর নাম এবং আমার নিজের ছবি সংযোজন করেছি। আপনি যদি ঘড়িটিতে আপনার নিজের/প্রতিষ্ঠানের নাম ও ছবি সংযোজন করতে চান, তাহলে আমাকে আপনার ছবি ও নাম ই-মেইল করুন। আমি আপনার ছবি ও নাম সংযোজন পূর্বক ফাইলটি আপলোড করে, আপনাকে লিংক দিয়ে দেব। যাতে করে আপনি এটি ডাউনলোড করে নিতে পারেন।
আমার ই-মেইল আইডি : [email protected]
সবাইকে ধন্যবাদ। ভাল থাকেবন।
আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...
পদ্ধতিটি শিখিয়ে দিলে কি আপনার ঞ্জাণ দক্ষতা কমে যেত?