বিনামুল্যে কমিক্স বিতরণে বাংলাপিডীএফবই এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে বলা যায় । এত এত কমিক্স বাংলাদেশ এর আগে আর কোন সাইট কখনো দিতে পারেনি(এমনকি মুর্ছনাও এক্ষেত্রে ব্যার্থ ছিল বলা যায়) । আর আমাদের কিছু কমিক্স বাংলাদেশ এর বিভিন্ন সাইটে দেখা যায় অন্য লোগো আর ওয়াটারমার্কে । খুব-ই দুঃখজনক । কিন্তু কিছু করার নাই । দেশের কর্তা-ব্যাক্তিরা যেখানে চুরি-চামারিতে একেকজন চ্যাম্পিয়ন, সেখানে বই চোরের অভাব হবে না সেটা প্রত্যাশিত । তবে এদের সাথে অন্যদের পার্থক্য হল এরা শিক্ষিত চোর। যাই হোক, এরা চুরি চালিয়ে যাক, চলেন আমরা কিছু কমিক্স ডাউনলোড করে কিছুক্ষনের জন্য হারিয়ে যাই সেই ছোট্ট বেলায়!!
চাচা চৌধুরী আর মিস ইউনিভার্স- ভারতীয় সুন্দরী মিস নীলীকে নির্বাচিত করা হয়েছে মিস ইউনিভার্স হিসাবে । ফলে টাইটেলের সাথে এসেছে অনেক সম্মানও । কিন্তু সাথে করে আরও এসেছে বিপদ । কুখ্যাত সন্ত্রাসী দাতোর নজরে পড়ে গেছে সে । নিজের পঞ্চম স্ত্রী বানাতে চায় নীলীকে দাতো! নীলীকে তুলে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠাল সে । কিন্তু যথাসময়ে হাজির চাচাচৌধুরি!! এছাড়াও কমিক্সটিতে মিস্টার সুপার স্পিন, ক্রিকেটার ছক্কা ভাই, শো-কেস, চাচাজীর আমগাছ এর মত মজার মজার সব গল্প রয়েছে । এখুনি ডাউনলোড করুন!!
http://www.mediafire.com/?2v4oqh17py21t98
ডায়নামাইট সিরিজ- ডেডম্যানঃ চোখ ধাধানো অ্যাকশানে ভরপুর ডায়নামাইট সিরিজের কমিএক্স । পাতায় পাতায় ভরপুর রোমাঞ্চ । এখুনি ডাউনলোড করুন!!
http://www.mediafire.com/?vssdpnm6ramqq67
চাচা চৌধুরী আর ম্যাডাম জোরোঃ ম্যাডাম জোরোর তোলোয়ারের নিচে সমস্ত যোদ্ধা আর নাম করা লোকেরা কাটা পড়েছে । কিন্তু বাদ রয়ে গেছে একজন । হ্যা, তিনি চাচা চৌধুরি । এবার তাকে ক্ষতম করার প্ল্যান এটেছে জোরো। এরপর…… কমিক্সটিতে আরো আছে গোয়েন্দা প্লেন, চাকরের কারসাজী, আশ্চর্য্য রাবণ, বাঁদরদের গ্রহ, অজানা দ্বীপে, চম্পতের বিড়াল, দেউলিয়া, কয়েদী নম্বর ৩২০ সহ আরো মজার মজার সব গল্প । ঝটপট ডাউনলোড করে ফেলুন!!!
http://www.mediafire.com/?sht39x2bu2d9b4k
লম্বু-মোটু আর দশ নম্বরীঃ কারাটে চ্যাম্পিয়ন দারা । অপহরন হয়ে গেল একদিন নিজের বাড়ি থেকে । অপহরনকারীরা ৫০ লক্ষ টাকা চাইল ওর ধনী প্রেমিকা মারিয়ার কাছ থেকে । দারাকে বাঁচাতে টাকাটা দিয়ে দিল মারিয়া । কিন্তু আবারো টাকা চাইলো অপহরনকারীরা । লম্বু মোটুও কোন কুল কিনারা পাচ্ছে না এই রহস্যের । অবশেষে ধরা পড়ল আসামীরা। জট খুলল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের । অ্যাকশানে আর রোমাঞ্চে ভরপুর কমিক্স “লোম্বু-মোটু আর দশ নম্বরী” এখুনি ডাউনলোড করুন।
http://www.mediafire.com/?1h58lor87608fwf
শ্রীমতিজী’র জন্মদিনঃ শ্রীমতিজী’র জন্মদিন । কেক কাটা হবে । কিন্তু কেক এর উপর নেই কোন মোমবাতি । শ্রীমতিজী’র স্বামী কিশোর ওর জন্য নিয়ে এসেছে উপহার হিসাবে একটা দামি সুইস ঘড়ি । যার চেন ১৮ ক্যারেট সোনার । ঘড়িটা কিন্তু সময় এর সাথে সাথে দিন এবং তারিখও জানিয়ে দেয় । এরপর……
কমিক্সটিতে ডাক্তার, শ্রীমতিজীর গাড়ি, ক্রিকেট ম্যাচ, বিদেশী অতিথি, দামী সুট, ভীড়, ওয়াশিং মেশিন, প্রতিভাশালি শিল্পী সহ মজার মজার আরো সব গল্প রয়েছে!!
http://www.mediafire.com/?rcx34ospq83l06g
অগ্নিপুত্র অভয় আর ব্ল্যাকবলঃ লাজোল, লোফাসে, বাজীগর আর বাটমার ৪জনের এক দুর্ধর্ষ অপরাধীর দল। আধুনিক সব মরনাস্ত্র ওদের দখলে। এর ভিতরেই সম্পুর্ণ নতুন এক ধরনের মরনাস্ত্র আবিষ্কার করেছে ওরা। নাম তার ‘ব্ল্যাকবল’। যা কিনা টার্গেটে আঘাত করে গুড়িয়ে দিয়ে আবার ফিরে আসে নিজের জায়গায়। এই অস্ত্র বাজারে ছড়িয়ে পড়লে নিশ্চিন্ন হয়ে যাবে মানব জাতি। গোলামে পরিণত হবে তারা সন্ত্রাসীদের। অতএব রুখে দাড়াল অভয়। যে করেই হোক থামাবে ঐ শয়তানদের। সাথে আছে অগ্নিপুত্র। পাতায় পাতায় চোখ ধাঁধানো একশানে ভরপুর কমিক্সটি এখুনি ডাউনলোড করুন।
http://www.mediafire.com/?zm4r7mkwpanugfz
পিঙ্কী আর বুলবুলঃ পিঙ্কির আরেকটি নতুন কমিক্স । ঝপটজী, দিদিমা, দাদু, ভিখু, চম্পু সহ পাড়ার সবাইকে নাচিয়ে বেড়ানোই যেন ওর কাজ । ওর যন্ত্রনায় বাবা মা অস্থির । পিঙ্কির দুষ্টুমিতে ভরপুর হাস্যকর কর্মকান্ড নিয়ে এই কমিক্স । এখুনি ডাউনলোড করে হারিয়ে যান ছেলেবেলায়।
http://www.mediafire.com/?rc04da1fkib64wy
আমি পাগলা স্ক্যানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো থাকতে চাই
আপনাকে অসঙ্খ ধন্নবাদ ।