এক ঢিলে ২ পাখি মারুন। একটি পেন ড্রাইভ দিয়েই সেট আপ দিন Windows xp Windows 7

প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে extract করুন। এখানে ২ টি ফাইল পাবেন boot file, win set up file. win set up file  ক্লিক করুন নিচের মত আসবে

পেন ড্রাইভ আইকন এর ওপর ক্লিক করুন । তারপর RMPrepUSB তে ক্লিক করুন

ক্লিক করার পর আর একটি অপশন আসবে এমন হবে দেখতে

তারপর 6 prepare Drive এ ক্লিক করুন । তারপর আপনার পেন ড্রাইভ অটোমেটিক ফরম্যাট হবে আর ফরম্যাট হলে মেসেজ আসবে ফরম্যাট complete . তারপর Exit দিয়ে বের হন । Winsetup from USB 0.2.3 মেনু টি খুলুন এবং brows button  এ ক্লিক করে আপনার সিডি রম থেকে এক্সপি সিডি টি দেখিয়ে দিন

লাল চিহ্নিত লেখা গুলু দেখুন।  তারপর GO বাটন এ ক্লিক করুন দেখবেন আপনার পেন ড্রাইভ এ ডাটা কপি শুরু হয়ে গেছে

২০-২৫ মিনিট অপেক্ষা করুন তারপর একটা মেসেজ আসবে যে পেন ড্রাইভ খুলবেন না পরবর্তী windows 7 আপনার সিডি ড্রাইভ এ প্রবেশ করুন। তারপর

নিচের লাল চিহ্নিত স্থান এ ক্লিক করে আপনার সিডি ড্রাইভ থেকে  উইন্ডোজ ৭ এর সিডি টি দেখিয়ে দিন আবার আগের মত কপি হবে ডাটা গুলে সাবধান পেন ড্রাইভ খুলবেন না যে পজন্ত না DONE Message টি আসবে। DONE Message টি আসলে বজবেন আপনার কাজ শেষ। তারপর  BOOT FILES এ ২ টি ফাইল আছে সেগুলু কপি করে পেন ড্রাইভ এ দিয়ে দিন ব্যাস আপনার কাজ শেষ। এখন পেন ড্রাইভ থেকে ইন্সটল শুরু করুন। মনে রাখবেন BIOS  এ অবশ্যই পেন ড্রাইভ মুড থাকতে হবে। যারা নতুন তারা হয়ত সমস্যায় পরতে পারেন ।  BIOS এ দারনা না থাকলে এই কাজ টি করবেন না।

এখানে মনে রাখতে হবে আপনার ৮ জিবি পেন ড্রাইভ দরকার হবে।

Download:  http://www.softinfobd.com/software/winset%20up.rar

সৌজনে: http://www.softinfobd.com

Level 0

আমি জুয়েল 96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nicz

ট্রাই করা লাগবে, আপনি কি এটা দিয়ে কাজ করে দেখেছেন ?

Thanks you bhai for your nice post. Actually i am looking this post. ভাই আপনার নিচের লাইন একটু ক্লিয়ার করবেন please
তারপর BOOT FILES এ ২ টি ফাইল আছে সেগুলু কপি করে পেন ড্রাইভ এ দিয়ে দিন ব্যাস আপনার কাজ শেষ।

Mr. Orjon আমি এটা দিয়ে এক্সপি উইন্ডোজ ৭ দিয়েছি । ১০০ % কাজ হইছে

মানিক ভাই আপনার পেন ড্রাইভ এ যখন এক্সপি এবং উইন্ডোজ ৭ কপি হয়ে যাবে এবং Done message লেখা টি আসবে তখন বুজবেন আপনার কাজ হয়ে গেছে আর তখনই পেন ড্রাইভ খোলার আগে BOOT FILES এ ২ টি ফাইল আছে সেগুলু কপি করে পেন ড্রাইভ এ দিয়ে দিন ব্যাস আপনার কাজ শেষ।

Level 0

THANKS…………..

valo

THANKS

জটিল!

Thanks for this essential post

সবাইকে থ্যাংকস

thanks khalid vai

কোন জায়গার বুট ফাইলস? উইন্ডোজ ৭ এর ডিভিডি এর বুট ফাইল গুলা কপি করবো? একটু ক্লিয়ার করেন।
ধন্যবাদ টিউনের জন্য।

সফটওয়্যার টি ডাউনলোড লিংক কোথায়।

Sorry

ভাই আপনার পেন ড্রাইভ এ যখন এক্সপি এবং উইন্ডোজ ৭ কপি হয়ে যাবে এবং Done message লেখা টি আসবে তখন বুজবেন আপনার কাজ হয়ে গেছে আর তখনই পেন ড্রাইভ খোলার আগে BOOT FILES এ ২ টি ফাইল আছে সেগুলু কপি করে পেন ড্রাইভ এ দিয়ে দিন ব্যাস আপনার কাজ শেষ।

ভাই অসংখ্য ধন্যবাদ। I am success. My Pendrive works with it.