ফ্রী ডাউনলোড করুন ফটোশপ সিএস 3 (পোর্টেবল ভার্সন)

ফটোশপ নিয়ে টুকটাক ঘাটাঘাটি আমরা সবাই-ই করি। কিন্তু সফটওয়্যারটির পাইরেটেড কপি ব্যবহারের কারণে ইন্সটলের সময়ে সমস্যা দেখা দেয়।বিশেষ করে সিএস ভার্সন গুলোতে এই সমস্যা বেশী দেখা দেয়। তাই এধরনের সমস্যা এড়াবার জন্য আমি এর পোর্টেবল ভার্সন ইউজ করি। তাছাড়া আমি অনেককে দেখেছি যারা এখনো ফটোশপের ৭ ভার্সন ব্যবহার করছেন, সিএস ভার্সন ইন্সটল করতে না পারার কারনে তা ব্যবহার করতে পারছেন না। আবার অনেক প্রবাসী আছেন যারা ফটোশপের উচ্চমূল্যের কারণে ইচ্ছে থাকা সত্যেও ইউজ করতে পারেন না। তাই এদের কথা চিন্তা করে এই টিউনটি করা। টিউনটি থেকে যদি কারো কোন উপকার হয় তবেই এই টিউনের সার্থকতা।

ফ্রী ডাউনলোড করুন ফটোশপ সিএস 3 (পোর্টেবল ভার্সন)

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকের উপকার হবে।

Level 0

Portable সফটওয়্যার কিভাবে Use করার জন্য Active করতে হয় জানালে উপকৃত হব।

    Level 0

    আনজিপ করে ফোল্ডারটি খুলুন। এরপর ফোল্ডারের ভিতরে ফটোশপের যে আইকন দেখতে পাবেন ওটাতে ডাবল ক্লিক করলেই কাজ শুরু হবে।

ডাউনলোড করলাম।রাতে ইন্সটল করবো।সিরিয়াল নাম্বার চাবে না তো?ধন্যবাদ ভাই,কারো উপকার হবে কিনা জানিনা তবে আমার হবে।আর হ্যা পোর্টেবল ভার্ষন বলতে আপনি কি বুঝাচ্ছেন?১ মাসের ফ্রী ট্রায়াল?ওহ বুঝেছি বলতে হবে না।লারিন গ্রাছিয়ে।(অনেক ধন্যবাদ)।

    Level 0

    ১। ইন্সটলেশনের কোন বালাই নাই…… জাস্ট আনজিপ করে ব্যবহার শুরু করুন।
    ২। মেয়াদ নিয়া কোন টেনশন করা লাগবে না…… আনলিমিটেড ভার্সন। আমি প্রায় ১ বছর যাবত ব্যবহার করছি।

শুভ ভাই ফটোশপ এ বাংলা লেখার জন্য একটা সফটওয়ার দরখার ,আমাকে ফটোশপ এ বাংলা লেখার জন্য একটা সফটওয়ার মেইল করে দিন ওথবা একটা লিংক দিন ।টিউন খুব বাল হয়েছে ধন্যবাদ তুমাকে ।

    Level 0

    ফটোশপে বাংলা লিখতে চাইলে আপনাকে বিজয় কিবোর্ড ব্যবহার করতে হবে…..

mail id [email protected].ওপেককায় আছি

zip genius দিয়ে খুললাম।একবার কাজ করলো।তার পর থেকে আর কাজ করছে না।বলছে কাষ্টমার সার্ভিসে যোগাযোগ করার জন্য।উপরে আপনি লিখেছেন আন জিপ করার পরে ফটোশপের আইকনের উপরে ডাবল ক্লিক করতে।কিন্তু zip genius দিয়ে খুলে আমি ১০০০০ লাইন দেখতে পেলাম এবং সেখানে কোন ফটোশপের আইকন নেই।
ঝেড়ে কাশুন।একটু সহজ ভাবে বুঝিয়ে দেন দেখি।১০০০০ লাইনের নীচে একটাতে লিখা ছিলো ফট শপ application।ওটাতে ক্লিক করার পর ১ বার মাত্র কাজ করেছিলো।তারপর থেকে কাষ্টমার সার্ভিসে যোগাযোগ করতে বলছে।আনযজিপ করার পদ্ধতিটা একটু সহজ ভাবে বুঝিয়ে দিন।

    Level 0

    হয়তো অন্য কোন সমস্যার কারণে এমনটা হয়েছে…..
    আপনি জিপ ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওখান থেকে “এক্সট্রাকট অল” এর উপর ক্লিক করলে ফাইলটি আনজিপ হবে। এরপর ফোল্ডারের ভিতরে থাকা Photoshop.exe ফাইলটিতে ডাবল ক্লিক করতেই ফটোশপ চালু হবে।

link kaz kore na……. tik koren pls….

Level 0

vai plz help me………..link ta kaj kortese na .khb dorkar khb.opokrito hobo