প্রথমে সবাই কে জানাই আসসালামু-আলাইকুম। সবাই নিশ্চই ভাল আছেন। এটা আমার প্রথম টিউন, তাই কোন ভুল হলে নিজগুনে ক্ষমা করবেন। এবার আসি কাজের কথায়।
আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি। আমিতো সারা দিন ফেসবুক এ বসে থাকি। ফেসবুকের Chat আমার কাছে সবচে ভাল লাগে। কিন্ত ফেসবুকের chat এ সহজে Emoticon দেয়া যায়না। যাও দেয়া যায় তাও আবার code মুখস্ত করে দিতে হয় এবং খুব বেশি মজার না। তাই ফেসবুকের chat কে আরও বেশি মজাদার এবং নতুনভাবে সাজাবার জন্য আমার এই Tune। তবে সবাইকে আগেই বলে নিচ্ছি যারা এই software এর কথা পুর্বে জানেন তারা দয়া করে আমার এই টিউনে যদি কোন ভুল পান তাহলে ভুল গুলি ঠিক করে দিবেন নিচে comment এর মাধ্যমে। আর যারা জানেন না আশা করি তাদের এই টিউন কাজে লাগবে।
এই software চালাতে হলে Mozilla এবং Google Chrome থাকলে সবচে ভাল হয় অন্যসব browser এ কাজ করে না সাধারনত। যাই হোক যাদের মজিলা আছে তারা প্রথমে এই facemoods software টি download করে নিন। ডাউনলোড করার পর install করুন। তারপর Mozilla restart করুন। এবার ফেসবুকে login করে Chat এ যান এবং মজা দেখুন।
তবে আপনি যার সাথে এই Emoticon share করবেন তাকেও অবশ্যই এই software install করা থাকতে হবে।
আর Google Chrome এর জন্য যান এখানে
Google Chrome Extensions
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ধন্যবাদ