উইন্ডোজের ফ্ল্যাশ প্লেয়ার সমস্যা সমাধান

সালাম সবাইকে, আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন । এটা আমার প্রথম টিউন অনেক ভুলে ভরা থাকবে তাই নিজ গুনে মাফ করবেন । কয়েকদিন আগে আমি নতুন উইন্ডোজ সেটআপ দেই,  উইন্ডোজ সেটআপ দেওয়ার আগে অনলাইনে গেইম খেলা, ইউটিউবে ভিডিও দেখা, ফেইসবুকের ভিডিও  সহ অনেক জায়গায় ফ্ল্যাশ প্লেয়ার সুন্দর ভাবে কাজ করত ।  উইন্ডোজ সেটআপ দেওয়ার পর সব কিছু উল্টো হয়ে গেল, যেটাই খুলি শুধু একটাই কথা বলে Get Flash Player । নতুন করে ফ্ল্যাশ প্লেয়ারকে ইন্সটল করার জন্য http://www.adobe.com/go/getflash ক্লিক করলাম দেশের বাহিরে থাকি তাই ডাউনলোড করতে সমস্যা হয় না, ১ মিনিটের মধ্যে ডাউনলোড সহ ইন্সটল করা শুরু করলাম ইন্সটলের মাঝ পথে গিয়ে আর ইন্সটল হয় না, কিছুক্ষণ পর install Unsuccessful লিখে একটা মেসেজ আসলো । যত  বারই ইন্সটল করার চেষ্টা করি ততবারই একি কথা বলে । এই ভাবে ইন্সটল আর আনইন্সটল মধ্যে ছিলাম ৩ দিন আর এই ৩ দিনে আমি ঘুমিয়েছি মাত্র ১০ ঘণ্টা 🙁 । যাইহোক টিউন করা উদ্দেশ্য হল টেকটিউনসে অনেক বড় ভাই বোন আছেন তাদের হয়ত আমার এই টিউন কাজে নাও লাগতে পারে, কাজে লাগবে তাদের যারা আমার মত যারা আনাড়ি, তারা যেন আমার মত ফ্ল্যাশ প্লেয়ারের জন্য নিদ্রাহীনতায় না ভোগে । টিউন করা শুরু করেছি আর ফেইসবুকে তামিম ভাইয়ের মাথা খারাপ করেছি ।  অনেক কথা বললাম এইবার আসল কথায় আসি ।

প্রথমে http://www.mediafire.com/?syv88cib74ko6sb ডাউনলোড করুন ফাইল সাইজ মাত্র 29 mb

password -   arifkhan

ব্রিঃ দ্রঃ - প্রথমেই আপনার ব্রউজার কে ক্লোজ করুন তারপর ইন্সটল পক্রিয়া চালু  করুন ।


উইন্ডোজ সেটআপ দেওয়ার আগে খালি এটা চাইত

ফাইলটি খুললে দেখবেন ৩ টি ফোল্ডার আছে ৩২ বিট, ৬৪ বিট আর  debug নামের ফোল্ডার, আপনার উইন্ডোজ কত বিটের সেই ফোল্ডারটি খুলুন, খুলার পর নিচের ছবির মত দেখবেন

তীর চিহ্নিত জায়াগায় ডবল ক্লিক করে ওপেন করুন

install ক্লিক করুন

যারা উইন্ডোজ ৭ চালান তারা একটি মেসেজ পাবেন yes আর no আপনি yes দিবেন, yes দিলে ছবিটার মত ইন্সটল হতে থাকবে আর no দিলে ইন্সটল হবে না

সবকিছু ঠিক থাকলে ফিনিস আসবে Finish দিন, আর ব্রাউজারকে

এবার ব্রাউজার ওপেন করে ফেইসবুক বা ইউটিউবের ভিডিও চালু করুন  বাহ কি মজা ভিডিও  ওপেন হয়েছে । যখন ভিডিও ওপেন হয়েছে তখন আমার ৩ দিনের ঘুমের কষ্ট আর থাকেনি 🙂

আমার কাছে  Linux, Mac এর ফ্ল্যাশ প্লেয়ার plugin আছে সাথে দেইনি কারন ফাইলটি অনেক বড় হয়ে যাবে, সম্পূর্ণ ফাইলটি 159 mb যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করে  নিতে পারবেন । আমাকে ফেইসবুকে পেতে https://www.facebook.com/arif.khan.148  ক্লিক করুন  ।

আজকের মত এখানেই শেষ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

Level 0

আমি অর্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

HelpFull Tunes.
Thanks.

@tech_no: হা হা হা ভাই শুনছি পোস্ট নাকি চুরি হয়, তাই চুরি ঠেকাইতে লাল আর হলুদ মারছি 🙂 চোর যখন পোস্ট করবই তখন কষ্ট করে করুক কি বলেন ??? কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ

ফ্ল্যাশ প্লেয়ারের এই ঝামেলা গুলার কারনেই গুগল ক্রোম ইউজাইতে বাধ্য হলাম।

Level 0

Thanks

আপনাকেও ধন্যবাদ