আবার আপনাদের বিরক্ত করার জন্য হাজির হলাম। এবার আপনাদের উপহার দিচ্ছি ফ্ল্যাশে করা ছোট একটি মজার প্রোগ্রাম। জানিনা এটা নিয়ে আগে টিউন হয়েছে কিনা। অন্তত আমি সার্চ করে খুজে পাইনি। এটার নাম মাইন্ড রিডার।
ডাউনলোড করার পর ওপেন করুন। নিচের মত স্ক্রীন দেখতে পাবেন।
এবার আপনি মনে মনে দুই অংকের একটি সংখ্যা কল্পনা করেন। এবার ঐ দুই অংক যোগ করেন। তারপর আপনি যে সংখ্যা কল্পনা করেছিলেন তার সাথে এই যোগফল বিয়োগ করেন। ধরা যাক আপনি ১৫ কল্পনা করেছেন। তাহলে ১ এবং ৫ যোগ করবেন। যোগফল হলো ৬। তারপর ১৫ এর সাথে ৬ বিয়োগ করবেন।
১৫ : ১+৫=৬, ১৫-৬=৯
এবার নিচের ছবিটি খেয়াল করুন।
লক্ষ্য করুন ডান পাশে প্রতিটি সংখ্যার পাশে সিম্বল দেয়া আছে। আপনার বিয়োগ ফলের সিম্বলটা মনে রাখুন। যেমন বিয়োগ ফল ৯, ৯ এর পাশের সিম্বলটা মনে রাখুন। এবার গোল বলে ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন।
ক্লিক করার পরে যে স্ক্রীন আসবে, সেখানে দেখবেন আসল মজা। গোল বলের ভিতরে আপনার বিয়োগ ফলের সিম্বলটা দেখাচ্ছে। নিচের ছবিটি দেখুন। বলের ভিতরে ৯ এর সিম্বলটি দেখাচ্ছে।
জানিনা আপনাদের ভাল লাগবে কিনা। ভাল লাগলে কমেন্ট করবেন
আমি তৌহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bhaia, aita ki apni creat korechen?