মজার একটি প্রোগ্রাম। না দেখলে মিস্‌ করবেন।

আবার আপনাদের বিরক্ত করার জন্য হাজির হলাম।  এবার আপনাদের উপহার দিচ্ছি ফ্ল্যাশে করা ছোট একটি মজার প্রোগ্রাম।  জানিনা এটা নিয়ে আগে টিউন হয়েছে কিনা।  অন্তত আমি সার্চ করে খুজে পাইনি।  এটার নাম মাইন্ড রিডার।

এখান থেকে ডাউনলোড করুন

ডাউনলোড করার পর ওপেন করুন।  নিচের মত স্ক্রীন দেখতে পাবেন।

এবার আপনি মনে মনে দুই অংকের একটি সংখ্যা কল্পনা করেন।  এবার ঐ দুই অংক যোগ করেন।  তারপর আপনি যে সংখ্যা কল্পনা করেছিলেন তার সাথে এই যোগফল বিয়োগ করেন।  ধরা যাক আপনি ১৫ কল্পনা করেছেন।  তাহলে ১ এবং ৫ যোগ করবেন।  যোগফল হলো ৬।  তারপর ১৫ এর সাথে  ৬ বিয়োগ করবেন।

১৫  :    ১+৫=৬, ১৫-৬=৯

এবার নিচের ছবিটি খেয়াল করুন।

লক্ষ্য করুন ডান পাশে প্রতিটি সংখ্যার পাশে সিম্বল দেয়া আছে।  আপনার বিয়োগ ফলের সিম্বলটা মনে রাখুন।  যেমন বিয়োগ ফল ৯, ৯ এর পাশের সিম্বলটা মনে রাখুন।  এবার গোল বলে ক্লিক করুন।  নিচের ছবিটি দেখুন।

ক্লিক করার পরে যে স্ক্রীন আসবে, সেখানে দেখবেন আসল মজা।  গোল বলের ভিতরে আপনার বিয়োগ ফলের সিম্বলটা দেখাচ্ছে।  নিচের ছবিটি দেখুন।  বলের ভিতরে ৯ এর সিম্বলটি দেখাচ্ছে।

জানিনা আপনাদের ভাল লাগবে কিনা।  ভাল লাগলে কমেন্ট করবেন

Level 0

আমি তৌহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bhaia, aita ki apni creat korechen?

    @digitallover_1991: না ভাই……… এখনও অতোটা বুদ্ধিমান হইনি। আপনি চাইলে আমার নিজের করা excel এর একটি কাজ দেখতে পারেন। টি-২০ বিশ্বকাপ নিয়ে একটা fixture করেছি।

    https://www.techtunes.io/download/tune-id/147220

হেঃ হেঃ হেঃ আপনি কল্পনা যাই করুন ফলাফল নির্ধারিত। বিশ্বাস না হলে এক সাথে অনেক বন্ধু মিলে মনে মনে আলাদা শব্দ বা সংখ্যা কল্পনা করে গোল বাটনে ক্লিক করুন, দেখবেন সবার ফলাফল-ই এক। ভাওতাবাজি আর সেই ছোটবেলার মনে মনে মন কলা খাওয়ার সূত্র।
যাই হোক একটা টিউন তো করেছেন, সে জন্য ধন্যবাদ।

ও বলতে ভূলে গেছি, ফলাফলটা অবশ্যই ৯ দ্বারা বিভাজ্য হবে, এটাই সূত্র।

Level 0

Mojar khela, Soto belay oneeek khelesi…

সূত্র হচ্ছে, আপনি দুনিয়ার যে সংখ্যাই ধরুন না কেন (সেটা ২, ৩, ৪, ৫… ইত্যাদি যে অঙ্কেরই হোক), সেই সংখ্যাটা থেকে অঙ্কগুলোর যোগফল বিয়োগ দিলে বিয়োগফলটি সর্বদাই ৯ দ্বারা বিভাজ্য হবে। একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে, সেসব সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য (যেমন, ৯, ১৮, ২৭, ৩৬, ৪৫… ইত্যাদি), সেগুলোর পাশে একই চিহ্ন দেয়া আছে!!! এখানেই এটার কেরামতি!

    @শাহরিয়ার: ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি অনেক চেষ্টা করেও সুত্রটা বের করতে পারিনি।

Level 0

Shahriar vai to boss math paren

Level 0

এটা না দেখলে তেমন কিছু মিস করতাম না! এই ধরনের হেডিং দেন কেন?

    @Anwar: শুধু আপনার কথা ভেবে তো হেডিং দেইনি। আপনি এ ধরনের কমেন্ট করেন কেন?

দারুন তো