আজ দুটি হালকা (তাই পোষ্টও হালকা !) কিন্তু কাজের মিউজিক এডিটিং সফটওয়্যার এর কথা শেয়ার করব ।
Mixxx: এটি প্রথম ওপেনসোর্স ডিজে সফটওয়্যার । কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই যেকোন গান পছন্দ মত মিক্স করতে পারবেন । এটি মাত্র ৯মেগা ও খুবই কাজের । এটি Windows, Mac , Linux সহ যেকোন প্লাটফ্রমে ব্যবহারযোগ্য । নির্মাতাদের অনুসারে
"Mixxx is a complete package for amateur and professional DJs alike, providing everything you need to create live mixes.”
MP3cut: এই সফটওয়্যারটি দ্বারা যেকোন mp3 গানের নির্দিষ্ট অংশ ডিকোডিং ছাড়াই কেটে নিতে পারবেন । ফলে গানের মান অটুট থাকবে । অনেক সফটওয়্যার দ্বারা এটি করা যায় , এই সফটওয়্যারটির বিশেষ দিক হল এটি অনেক লাইট এবং এর বিশেষ কিছু ফিচার ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
🙂