কেমন আছেন সবাই নিশ্চই ভাল আছেণ । আপনার সবাই নিশ্চই জানেন Dropbox কি । যারা জানেন না তাদের জন্য বলছি Dfropbox হচ্ছে একটি অনলাইন ফাইল ষ্টর ।যেখানে আপনি আপনার কম্পিউটার দরকারি ফাইল ব্যাকাপ নিতে পারেন। এটি আপনাকে দিবে 2gb free space.
যাদের Dropbox এ কোন একাউন্ট নেই তারা এখনে ক্লিক করে একটি একাউন্ট তৈরি করতে পারেন।
Dropbox এবার যোগ করল নতুন Two-Step Verification Feature এই সুবিদার করনে কেউ আপনার পাসওয়াড জানলেও আপনার Dropbox একাউন্ট কেউ লগইন করতে পারবেনা কারন একাউন্ট লগইন করলে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এবং সেখানে থাকবে একটি গোপন পিন কোড । এতে করে আপনার একাউন্টের ফাইল থাকবে সুরক্ষিত এবং নিরাপদ এবং আপনি ও থাকবেন নিশ্চিন্ত।
এটি ব্যবহারের জন্য অবশ্যই আপনাকে latest beta build of Dropbox (1.5.12) ব্যবহার করতে হবে। এটি ইনস্টল করার পর এখনে ক্লিক করুন আপনাকে অবশ্য লগইন করতে হবে। আমি আমাটি চালু করেছি নিচের চিত্রটি দেখুন।
দেখলেন তো আমারটা চালু করা ।আশাকরি বাকিট আপনারাই পারবেন না পারলে কমেন্ট করবেন।
ভাল থাকবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন।
লেখাটি পূর্বে প্রকাশিত হয় Projapotibd.com চাইলে ঘুরে আসতে পারেন।
আমি sagorsorkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।