workspace হচ্ছে ডেক্সটপের কাজ করার নির্ধারিত স্থান । কোনো ১টি workspace-এ যে সব উইন্ডো খোলা আছে সেগুলো অন্য workspace-এ দেখা যাবেনা । এতদিন UBUNTU ও Mac OS এর ব্যবহারকারীরা এই সুবিধা পেলে ও Windows ইউজার এই সুবিধা পেতেন না । এবার একটি ওপেন সোর্স সফটওয়্যার দ্বারা সহজেই কাজটি করতে পারবেন । আরো মজার কথা হচ্ছে সফটওয়্যারটি পোর্টেবাল ।
যেভাবে কাজ করবে:
সফটওয়্যারটি নামিয়ে extract করে windowspager ফোল্ডার থেকে exe ফাইলটি রান করান । তাহলে Taskbar এ একটি নতুন মেনু পাবেন এটিই আপনার workspace মেনু । মাউস এর ক্লিক দ্বারাই এক workspace থেকে অন্য work space এ যাওয়া যায় । এর জন্য screen এর ডানদিকে সব চেয়ে নিচে ছোট সাদা ঘর-এ (চিত্র-২) মাউস পয়েন্টার রেখে ক্লিক করলে এক workspace থেকে অন্য workspace এ যাওয়া আসা করা যাবে ।।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
arifnezami ভাই,
বিস্তারিত-এর জন্য এখানেই জানালে ভালো হতো । লিংক দেওয়ার দরকার ছিল না ।
……@ ধন্যবাদ @…….