সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব একটা ভালো নেই।:(
এটা টিটি তে আমার ২য় টিউন।প্রথম টিউন দেখতে এখানে ক্লিক করুন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউন শুরু করছি, ভুল হএ ক্ষমা করবেন।(plz)
অনেকেই দেখলাম "কম্পিউটার এর আইকন" নিয়ে টিউন করছে। তো আমি চিন্তা করলাম আমি আবার বাদ পড়ব কেন? 😛
তাই আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আমার কালেকশন এ থাকা কম্পিউটার এর কিছু মারাত্মক মারাত্মক আইকন।
আমি ১৫৯টা আইকন দিচ্ছি, আমি শিউর এর মধ্যে আপনার প্রায় সবই ভালো লাগবে!
নিচ আইকন গুলোর সম্পুর্ন ছবি দিলাম,আসলে ভাল, না আসলে কিছু করার নাই! sorry 🙁
এসব আইকন আপনি বিভিন্ন ফোল্ডারের আইকন এর পরিবর্তে রাখতে পারবেন।
এজন্য আপনি যেই ফোল্ডারের আইকন পরিবরতন করবেন সেই ফোল্ডার এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ থেকে customize tab এ গিয়ে change icon এ ক্লিক করুন এবং ব্রাউজ করে আপনার আইকন এর ফোল্ডারে যান এবং পছন্দেরটি সিলেক্ট করুন।
আবার কোনো এ্যাপ্লিকেশন(যেমনঃ paint,notepad,mozilla,chrome ইত্যাদি) এর আইকন চেঞ্জ করতে চাইলে সেটার উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে প্রোপারটিজ থেকে shortcut tab এ ক্লিক করে change icon এ ক্লিক করুন এবং ব্রাউজ করে আপনার আইকন এর ফোল্ডারে যান এবং পছন্দেরটি সিলেক্ট করুন।
আবার আপনি recycle-bin,my computer,run,search, ইত্ত্যাদির আইকন চেঞ্জ করতে চান তাইলে আপনার"Tune up utilities" সফটওয়্যারটি লাগবে। এর জন্য এখান থেকে ঘুরে আসুন। (my computer & recycle bin এর আইকন এমনিতেও চেঞ্জ করা যায়, কিন্তু আপনারা "tune up" ডাউনলোড করুন, দারুন একটা soft অন্যান্য কাজেও লাগবে।
আইকন এর ডাউনলোড লিংক নিম্নরূপ:-
4shared== Download Link
mediaFIRE==MEDIAFIRE
[ এই যে শুনুন, হ্যাঁ আপনাদেরকেই বলছি, আপনাদের একটা দোষ যে আপনারা পোস্ট পড়ে কমেন্ট করেন না। আচ্ছা কমেন্ট কি শুধু ভালো লাগ্লেই করা যায়;মন্দ লাগলে করা যায় না? আমার এই টিউন যদি আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন! এতে আমি পরবর্তিতে আপনাদের ভালো টিউন উপহার দিতে পারব।]
ধন্যবাদ পড়ার জন্য!
আমি a das ovi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই পারলে মিডিয়া ফায়ার লিংক দিন। আমাদেরতো 4shared এ একাউন্ট নেই। ধন্যবাদ।