উইন্ডোজ ৮ (Windows 8) ফাইনাল রিলিজ ডাউনলোড এর জন্য প্রস্তুত (৯০ দিনের পরীক্ষামূলক)

অবশেষে মাইক্রোসফট ডেভেলপার দের জন্য উন্মুক্ত করলো তাদের একদম নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ (Windows 8) শুধুমাত্র ডেভেলপার দের জন্য। উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজ এডিশন (৬৪বিট ও ৩২ বিট) ডাউনলোড করা যাবে মাইক্রোসফট এর ওয়েব সাইট থেকে।

উইন্ডোজ ৮ ব্যবহার করার জন্য অনেক ব্যবহারকারী ব্যাকুল হয়ে আছে কবে যে এই উইন্ডোজ ৮ রিলিজ হবে। কারন উইন্ডোজ ৮ এ যুক্ত হয়েছে বেশ কিছু ফিচার ও দারুন লুক (চেহারা) যা (আমার) খুবিই ভালো লাগে।

যেভাবে ডাউনলোড করবেনঃ

উইন্ডোজ ৮ ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি উইন্ডোজ লাইভ আইডির প্রয়োজন হবে তাই একটি নতুন আইডি করে নিতে পারেন অথবা আগের আইডি করা থাকলে সেতা দিয়ে লগইন করে ডাউনলোড করতে পারেন।

প্রথমে এই লিংক ক্লিক করুন, এবার চাইলে আর্টিকেল টি পড়ুন অথবা পেজের একদম নিচে ডাউনলোড করার জন্য দুইতি লিংক থাকবে সেখানে এবং আপনার পছন্দের সংস্করনটি নির্বাচন করুন।

অথবা ডাউনলোড লিংকঃ

Download the 32-bit (x86) version:Download Windows 8 Enterprise Evaluation for developersDownload the 64-bit (x64) version:Download Windows 8 Enterprise Evaluation for developers

এবার আপনার উইন্ডোজ লাইভ আইডি দিয়ে লগইন করুন, এরপরে কিছু নীতিমালার সম্মতি দিয়ে উইন্ডোজ ৮ এর ভাষা নির্বাচন করুন, তাহলেই আপনি সরাসরি একটি ডাউনলোড লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্ক ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এ দিয়েও ডাউনলোড করতে পারবেন।

System Requirements

Windows 8 works on the same hardware that powers Windows 7:

  • Processor: 1 gigahertz (GHz) or faster
  • RAM: 1 gigabyte (GB) (32-bit) or 2 GB (64-bit)
  • Hard disk space: 20 GB
  • Graphics card: Microsoft DirectX 9 graphics device with WDDM driver

উইন্ডোজ ৮ এর সকল সংস্করণ ও ডাউনলোড করা যাবে টেকনেট মাইক্রোসফট ওয়েব সাইট থেকে তবে এখান থেকে ডাউনলোড করতে হলে আপনাকে মাইক্রোসফট এর গ্রাহকতা থাকতে হবে।

পুর্ব পরকাশিতঃ http://www.bdrong.com/

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আপনার পোস্ট গুলি আমার ব্লগ এ পোস্ট করলে এই ছোট ভাই উপকৃত হত। প্লিজ। আমার ব্লগ http://www.godhuli.org

    @Khaled Md Tuhidul Hossain: দুক্ষিত, আসলে আমি টেকটিউনস আর আমার সাইট গুলো ছাড়া অন্য কোথাও লেখা জমা দিচ্ছি না। তবে আপনার আমন্ত্রন এর জন্য ধন্যবাদ ঃ)

Level 0

” (Windows 8) শুধুমাত্র ডেভেলপার দের জন্য। ”
ভাই এই কথাটা বুজলাম না । ডেভেলপার বলতে কী বুজানো হচ্ছে ? তাহলে কি আমরা এটা ব্যাবহার করতে পারব না??
কষ্ট করে যদি একটু বুজিয়ে দিতেন তবে উপকৃত হতাম । । ।

Level 0

@আমিনুল ইসলাম: ভাই আমি তো windows 8 release preview ব্যাবহার করছি । windows 8 release preview আর আপনি যেটা দিলেন তার মাজে কি কোন পার্থক্য আছে ? windows 8 release preview এর কি কোন মেয়াদ আছে ? আমাকে তো শুধু active হওয়ার date টা দেখায় ।
আমার কিন্তু windows 8 ব্যাবহার করে অনেক ভাল লাগছে।

    @Harry: এটা উইন্ডোজ এর ফাইনাল সংস্করন এবং এটা সম্পুর্ন বাগস মুক্ত অপারেটিং সিস্টেম। তাই এটা অন্য রিলিজের চেয়ে সবচাইতে বেশি ভালো! 🙂

Level 0

vi ami windows 8 consumer preview use korchi- eta developer er cheye valo

    Level 0

    @AnjelSky: ভাই windows 8 consumer preview এর চেয়ে windows 8 release preview আরো বেশি ভাল ।

    @AnjelSky: এটা ডেভেলপার প্রিভিউ, কনজুমার প্রিভিউ ও রিলিজ প্রিভিউ এর চেয়ে বেশি ভালো কারন এটা উইন্ডোজ এর ফাইনাল রিলিজ 🙂

হুম 🙁 ডাউনলোড করার ক্ষমতা নাই। কোন হৃদয়বান থাকলে পেন-ড্রাইভ দিয়ে পাঠানোর ব্যবস্থা করেন 🙂
টেনশন লে নে কি জরুরাত নেহি 😉 পেন ড্রাইভ আবার রিটার্ন দিমু ।
Consumer Preview ইউজ করি, খারাপ নাতো, ভালই লাগতেছে।
টিউনারকে থ্যঙ্কস 🙂

    @এস, আই, রাজু: আপনাকেও ধন্যবাদ! দূরে-পারে থাকি তাই আমার কাছে পাঠানো সম্ভব নই 🙁

      Level 0

      @আমিনুল ইসলাম: ভাই সুন্দর পোস্ট। কিন্তু এন্টারপ্রাইজ ভার্সন ছাড়া Direct Ultimate Virsion এর লিঙ্ক দেয়া যাবে, তাহলে ভাল হত। ধন্যবাদ

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।