অবশেষে মাইক্রোসফট ডেভেলপার দের জন্য উন্মুক্ত করলো তাদের একদম নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ (Windows 8) শুধুমাত্র ডেভেলপার দের জন্য। উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজ এডিশন (৬৪বিট ও ৩২ বিট) ডাউনলোড করা যাবে মাইক্রোসফট এর ওয়েব সাইট থেকে।
উইন্ডোজ ৮ ব্যবহার করার জন্য অনেক ব্যবহারকারী ব্যাকুল হয়ে আছে কবে যে এই উইন্ডোজ ৮ রিলিজ হবে। কারন উইন্ডোজ ৮ এ যুক্ত হয়েছে বেশ কিছু ফিচার ও দারুন লুক (চেহারা) যা (আমার) খুবিই ভালো লাগে।
উইন্ডোজ ৮ ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি উইন্ডোজ লাইভ আইডির প্রয়োজন হবে তাই একটি নতুন আইডি করে নিতে পারেন অথবা আগের আইডি করা থাকলে সেতা দিয়ে লগইন করে ডাউনলোড করতে পারেন।
প্রথমে এই লিংক ক্লিক করুন, এবার চাইলে আর্টিকেল টি পড়ুন অথবা পেজের একদম নিচে ডাউনলোড করার জন্য দুইতি লিংক থাকবে সেখানে এবং আপনার পছন্দের সংস্করনটি নির্বাচন করুন।
অথবা ডাউনলোড লিংকঃ
Download the 32-bit (x86) version: | Download the 64-bit (x64) version: |
এবার আপনার উইন্ডোজ লাইভ আইডি দিয়ে লগইন করুন, এরপরে কিছু নীতিমালার সম্মতি দিয়ে উইন্ডোজ ৮ এর ভাষা নির্বাচন করুন, তাহলেই আপনি সরাসরি একটি ডাউনলোড লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্ক ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এ দিয়েও ডাউনলোড করতে পারবেন।
Windows 8 works on the same hardware that powers Windows 7:
উইন্ডোজ ৮ এর সকল সংস্করণ ও ডাউনলোড করা যাবে টেকনেট মাইক্রোসফট ওয়েব সাইট থেকে তবে এখান থেকে ডাউনলোড করতে হলে আপনাকে মাইক্রোসফট এর গ্রাহকতা থাকতে হবে।
পুর্ব পরকাশিতঃ http://www.bdrong.com/
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া আপনার পোস্ট গুলি আমার ব্লগ এ পোস্ট করলে এই ছোট ভাই উপকৃত হত। প্লিজ। আমার ব্লগ http://www.godhuli.org