নিয়ে নিন ESET Smart Security 6 সাথে Lifetime Activation

ESET Smart Security 6 নিয়ে অনেক গুলো টিউন হয়েছে । কিন্তু আমি একটি টিউনেও Lifetime activation পাইনি । তাই আজ আপনাদের জন্য আমার এই টিউন । [এর আগে যদি এ ব্যাপারে টিউন করে থাকে তবে আমি দুঃখিত। আমি অনেক খুজেছি কিন্তু পাইনি।]

তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ESET Smart Security 6 এর সাথে Lifetime Activation । [ এটা beta version তবে Active করে আপডেট করে নিলে টা RC version হয়ে যাবে।]


ESET Smart Security অ্যান্টিভাইরাস সম্পর্কে নতুন করে কিছু বলার নেই ।

আমি এই Antivirus টি windows8 এ ব্যাবহার করছি। এখন পর্যন্ত কোন সমস্যা পায় নি। ঠিক মতই কাজ করছে ।

প্রথমে ESET Smart Security 6 ডাউনলোড করে নিন এখান থেকে

Download:-ESET Smart Security 6 Beta (32 Bit)

Download:-ESET Smart Security 6 Beta (64 Bit)

আর Lifetime Activation টি ডাউনলোড করে নিন এখান থেকে

ESET PureFix

প্রথমে ESET Smart Security 6 টি setup দিন ।

আশা করি সবাই ঠিক মত setup দিতে পারবেন । যদি কোন সমস্যা হয় তবে এই টিউন টি দেখতে পারেন । [ উক্ত টিউন এ ESET Smart Security 5 এর টা দেখানো হয়েছে । তবে দুটোর setup এবং active করার পদ্ধতি একই । আমি পরের বেশির ভাগ কথা গুলোই উক্ত টিউন থেকেই কপি করে নিয়েছি]

Setup দেয়া শেষ হলে প্রোগ্রামটি রান করুন এবং Activate Later বাটনে ক্লিক করুন।

এরপর কম্পিউটার রিস্টার্ট করুন Safe Mode এ। (বি:দ্র: কম্পিউটার Safe Mode এ Start করার জন্য আপনার কম্পিউটারটি Restart হওয়ার সময় BIOS information Screen থেকে অদৃশ্য হওয়ার সাথে সাথে এবং Windows logo চলে আসার আগেই কী-বোর্ডের F8 বাটনটি চাপ দিয়ে Safe Mode সিলেক্ট করুন। কিছুক্ষন অপেক্ষা করুন।)

কম্পিউটার Safe Mode এ Start হওয়ার পর ESET PureFix v2.02.exe file টি Run করুন।

Enable বাটনে ক্লিক করুন।

কিছুক্ষন পর Confirmation Message পাওয়ার পর কম্পিউটারটি Normal Mode এ Restart করুন।

উপরের ছবির মত সব কিছু, বিশেষ করে basic overview তে ESET Smart Security is Activated লেখা থাকলে বুজবেন সব কিছু ঠিক আছে ।অ্যান্টিভাইরাসটি আপডেট করে নিন।ব্যস কাজ শেষ। এবার ব্যবহার করা শুরু করুন নিশ্চিন্তে।

পরিশেষে একটি কথা বলতে চাই , অনেক ভয়ে ভয়ে টিউন টা করেছি । যদি কোন ভুল করে থাকি তবে ক্ষমা করে দিবেন ।

Level 0

আমি Harry। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য । আমার 64 বিট দরকার। থাকলে দয়া করে আপলোড দিয়েন।

    Level 0

    @Monir-munna: আপনার জন্য ৬৪ বিট এর লিংক টা দিয়ে দিলাম ।
    আমি তো ৩২ বিট এর টা Lifetime Active হয় কিনা তা টেস্ট করে দেখতে পেরেছি কিন্তু ৬৪ বিট এর টা তো টেস্ট করতে পারিনি তাই প্রথমে লিংক টা দেই নি । আপনি পারলে করে দেখেন যদি Lifetime Active হয় তবে দয়া করে জানাবেন ।

      ট্রাই করলাম। হয়ে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অগ্রিম ঈদ মোবারক।

        Level 0

        @Monir-munna: শুনে ভাল লাগল । 🙂
        আপনাকেও অগ্রিম ঈদ মোবারক।

Bhaia, ki je upokar hobe ta bole bughate parbo na.Bhaia, amar windows 8 ta dorkar, download link ta deben ki?

ভাই আমি উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক-৩ ব্যবহার করি কিন্তু আমি যখন ESET PureFix v2.02 ইন্সটল করছি তখন এই এরর দেখাইতাসে the application failed to initialize properly (0x0000135) click on OK to terminate the application . আর কিছু হচ্ছে না।

    Level 0

    @sabbir ahmed: bro, আপনার DotNet Framework setup করা নেই। DotNet Framework 3.5 আর পারলে 4 টাও download করে setup করুন। ঠিক হয়ে যাবে। 🙂

      @NUMB: ধন্যবাদ ভাই চেষ্টা করে দেখছি কি হয়।

Level 0

@sabbir ahmed: Sorry ভাইয়া সঠিক ভাবে সাহায্য করতে পারছি না। তবে আপনি ESET PureFix v2.02 টা run as administrator দিয়ে try করে দেখতে পারেন । অথবা ESET PureFix v2.02 টা পুনরায় ডাউনলোড করে দেখতে পারেন ।

Level 0

সুন্দর পোস্ট। আামর দরকার ছিল। 🙂

Eset use korle amar Internet e problem hoy.. Browse DL kisui korte parina.koekdin age install kore abar uninstal korar por prob solved hoyeche.. DU Meter chalai dekhi ami kisu na korleo DL 20KB hoitese emon dekhay but kono page load hoite chayna.. problem ta kothay bujhlamna..

    Level 0

    @a. s. m. kamran pias: Eset ব্যাবহার করার পর আমার তো আরও সুবিধা হচ্ছে ।এটি কম্পিউটার ও নেট কে একেবারেই slow করে না । এমন কি update হওয়ার সময় ও এটি নেট কে স্লো করে না। আমার নেট স্পীড তো মাত্র 128 kbps . তাছাড়া এটি তো সব ফালতু web url ( যেমন pop up ) গুলো ব্লক করে দেয় । ফলে নেটের স্পীড আরও বেরে যায় ।

Level 0

vai shob kisui tikmoto korlam but update dite parchi na, update dilei username password chay, ekhon ki korbo?

    Level 0

    @Marc Ikbal: ভাই আপনার Antivirus টি active হয়নি। তাই username password চাচ্ছে ।আপনি Antivirus টির Home এর basic overview তে ESET Smart Security is Activated লেখা আসে কিনা দেখেন । Activated লেখা থাকলে তো update হতে কোন সমস্যা হওয়ার কথা না । Active করার পক্রিয়াটি পুনরায় করে দেখতে পারেন।

Offline update aache ?

    Level 0

    @Mìzú AhmΣd: Sorry ভাই , আমি Offline update এখনও খুজে পায় নি । আপনি খুজে দেখতে পারেন । পেলে শেয়ার করবেন ।

Level New

darun post vai kaj kore 1000%. thanks

Level 0

ভাই কাজ করছে? আচ্ছা এটা কি অ্যাভাস্ট এর মতো ইন্টারনেট সিকিউরিটিও দিবে? আমার পিছি তে আগে অ্যাভাস্ট ছিল। আমি eset আপনার পোস্ট অনুসুরুন করে অ্যাক্টিভ করে স্ক্যান দিলাম। কোন ভাইরস নাই। মানে অ্যাভাস্ট ও ভাল কাজ করছে। ধন্যবাদ কার্যকারী একটা টিউন করার জন্য।

    Level 0

    @sharif1234:হ্যা ভাই এটা অ্যাভাস্ট এর মতো ইন্টারনেট সিকিউরিটিও দিবে। আমার মতে অ্যাভাস্টও খুবই ভাল একটা অ্যান্টিভাইরাস । তবে এটা update হওয়ার সময় নেট কে slow করে ফেলে ।তবে যাদের নেট স্পীড ভাল তাদের কোন সমস্যা হয় না । আমি আমার কম্পিউটার এ windows 7 ও windows 8 দুটোই চালাই । windows 7 এ অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ই ব্যাবহার করছি । ভাল কাজ করে বলে আর uninstall করি নি । তবে windows 8 setup দেয়ার পর ভাবলাম ESET টা ব্যাবহার করে দেখি । এখন পর্যন্ত এটাও ভাল মত কাজ করছে ।

Level 0

looking for this so long lime. thanks for share with us man.

Level 0

সবই ঠিক আছে কিন্তু আপডেট দিতে চাইলে username and password চায়। কি করব? home page এ maximum protection ও info তে actveted দেখায়

Level 0

ভাই আমারও একি সমস্যা আপডেট দিতে চাইলে username and password চায় কি করব? … অগ্রিম ঈদ মোবারক ……………………

    Level 0

    @Marc Ikbal, Xhmx : আবার safe mode এ on করুন। PureFix on করুন।Disable করে আবার Enable করুন।ব্যাস এবার দেখুন। আমার টা তো হয়েছে। আমারটাও একই সমস্যা হয়েছিল।

      Level 0

      @belalnisar: জানানোর জন্য ধন্যবাদ ।

ভাই ৩২ বিট আর ৬৪ বিট বলতে কি বুঝায়?

ক্র্যাক? যতদূর জানি রিস্কি। এতে উল্টা পিসি বিভিন্ন ম্যালওয়্যারে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে।

    Level 0

    @Greenish Grove: ব্যাবহার করবেন কিনা সেটা আপনার ইচ্ছা । আমি তো ব্যাবহার করছি , আমার তো এখন পর্যন্ত কোন সমস্যা হয় নি । যেহেতু অ্যান্টিভাইরাসটি নিয়মিত আপডেটও হচ্ছে সেহেতু কোন সমস্যা হওয়ারও কথা না ।
    আপনার যখন এত ভয় বা সমস্যা তাহলে কিনেই ব্যাবহার করুন । আমাদের তো আর এত সামর্থ্য নেই , তাই আমাদের কাছে এটাই ভরসা ।

ভাই কাজ তো হইলনা।ইন্সটল ঠিক মতই দিছি।কিন্তু সেফ মুডে জায়া ESET PureFix v2.02.exe ফাইলটা রান করতে গেলে (the application failed to initialized property (0xc0000135).click on ok to terminate the application.) এটা বলে। ভাই ১টা উপায় দয়া করে বলে দিন।

    Level 0

    @হিমালয়: আপনার কম্পিউটারে .Net Framework setup করা নেই। .Net Framework 3.5 download করে setup করুন। ঠিক হয়ে যাবে। 🙂

কাজ হইছে।আপনাকে ধন্যবাদ।ভাই এটা তো ইন্টারনেট সিকিউরিটি না।যদি পারেন ভবিষ্যতে ইসেট ইন্টারনেট সিকিউরিটি দিয়ে উপকার কইরেন।

    Level 0

    @হিমালয়: ভাই এটা ইন্টারনেট সিকিউরিটিও দিবে ।আর আমার জানা মতে ইসেট ইন্টারনেট সিকিউরিটি বলে কিছু নেই ।

Level 0

How to uninstall purefix ?? plz inform. It makes my pc slow, now I uninstall it,

    Level 0

    @Tec Buzz: কম্পিউটার Safe Mode এ Start করুন। কম্পিউটার Safe Mode এ Start হওয়ার পর ESET PureFix v2.02.exe file টি Run করুন। Disable বাটনে ক্লিক করুন।ব্যস Purefix uninstall হয়ে গেল ।

হ্যারি ভাই, একটা লেখা আসছে। “Operating System is not up to date” এটা কিভাবে রিমুভ করা যায়।

Level 0

vai amar eset 6 er database version date expaired hoe geche.. database update korte dile error ase. ki korbo please help?????????

    Level 0

    @ROBI5537: অ্যান্টিভাইরাসটি uninstall করে আবার install করুন। নতুন করে ESET PureFix দিয়ে Active করুন।
    [ অ্যান্টিভাইরাসটি uninstall করার আগে কম্পিউটার এর Safe Mode এ গিয়ে ESET PureFix টি disable করে নিবেন। ]

Level 0

notun pure fix mane konta..? ami pure fix 2.02 use kori kono upai thakle bolen

Level 0

ami pure fix 2.02 use kori .notun pure fix man konta?

    Level 0

    @ROBI5537: আরে ভাই আমি আপনাকে ESET PureFix টা নতুন করে Active করতে বলেছি। নতুন ESET PureFix এর কথা বলিনি।

Level 0

Harry ভাই, আপনাকে ধন্যা পাতা দিলাম। আজকে download & update করলাম। ইউস করে দেখি কেমন। তারপর না হয় আরও ধন্যা পাতা পাঠিয়ে দিবো।