সবাইকে সালাম জানিয়ে টিউন শুরু করছি।শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝেছেন টিউনের বিষয়।আমাদের পিসি প্রতিনিয়ত ব্যবহারের কারনে প্রচুর টেম্পোরারি ফাইল জমা হয় আবার সফটওয়্যার মোছার পর বা যেকোনো কাজে কিছু রেজিস্ট্রি জমা হতে থাকে।এসমস্ত অপ্রজনিও ফাইল মোছার জন্য,কম্পিউটার এ কিছুটা গতি পেতে কিছু প্রোগ্রাম ব্যবহার করা হয়।টার মধ্যে একটা জনপ্রিয় প্রোগ্রাম হচ্ছে এটা।আসুন নতুন্ এই ভার্সন এর কিছু সুবিধা দেখে নেই
ইন্টারনেট সার্ফিং প্রোটেকশণ
ইন্সটলেশন ফাইল অনেক ছোট(১৫ এমবি)
এটার সবচাইতে যেটা ভালো লাগলো সেটা হল ইন্টারফেসটা।আগের চাইতে অনেক উন্নত।নিচে স্ক্রিনশট দিলাম,নিজেরাই দেখে নিন
এটা আপনার মেমরির খুব বড় জায়গা দখল করে না কিন্তু কাজ আগের চাইতে আরও ভালো করে।যারা বেটায় আগ্রহী তারা ডাউনলোড করে নিতে পারেন এই সফটটি।বেটা বলে রেজিস্ট্রেসন এর কোন ঝামেলা নেই।
লিঙ্কঃ
এইখানে ক্লিকান
সিম্পল আর এক্সপার্ট এই ২ মোডে কাজ করা যায়।তবে যারা কোন ঝামেলা চান না তারা এটা ব্যবহার না করলেই ভালো করবেন।বেটাতে বাগ থাকা বিচিত্র কিছু না কিন্তু যারা নতুন জিনিস একটু আগে উপভোগ করে অভ্যস্ত তারা ব্যবহার করতে পারেন আমার মত।যেমন আমি মজিলা ১৭ চালাই(নাইটলি) 😀
হ্যাপি ডাউনলোডিং
আমি Ochena Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি দেখছি ষোল কলা পূর্ণ করে ফেললেন?
😆