ছোট্ট একটি ফ্ল্যাশ ফাইলের মাধ্যমে পর্যায়ক্রমে দেখে নিন মহাবিশ্বের ক্ষুদ্রতর থেকে বৃহত্তর বস্তু গুলি!!

আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের কাছে হাজির হলাম ছোট্ট একটি টিউন নিয়ে। আশা করি সবারই ভালো লাগবে।

আমার আজকের টিউনের বিষয় একটি ছোট্ট ফ্ল্যাশ ফাইল যেটি আমি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের শেয়ারকৃত লিঙ্ক থেকে পাই। কন্টেন্টটি খুবই ভালো লাগে আমার। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। অনেকে হয়তো আগেই এটি দেখে থাকতে পারেন, নতুনদের জন্য এই শেয়ার।

ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিন।

এটি একটি ফ্ল্যাশ কন্টেন্ট। ফাইলটির নাম "Scale of the Universe" যে কোন ফ্ল্যাশ প্লেয়ার অথবা সরাসরি ব্রাউজার দিয়ে ওপেন করুন।

১. ডিফল্ট অবস্থায় স্ক্রলিং বাটন মাঝে সেট করা আছে।

২. বামে স্ক্রল করলে পর্যায়ক্রমে মহাবিশ্বের ক্ষুদ্রতর বস্তু গুলো শো করবে।

৩. ডানে স্ক্রল করলে পর্যায়ক্রমে মহাবিশ্বের বৃহত্তর বস্তু গুলো শো করবে।

এবার ঘুরিয়ে ঘারিয়ে, উল্টে পাল্টে নিজেই দেখুন।

প্রত্যেকটি বস্তুর সাথে আছে ছোট ছোট অতি দরকারী তথ্য।

মুল লিঙ্ক এখানে

**সামনে আসছে "ফায়ার আর্মসের" নেক্সট সিকুয়্যাল টিউন গুলো। সাথে আরো কিছু ফাটাফাটি হেভিওয়েট গিগা এবং মেগা টিউন। সুতরাং সাথেই থাকুন।

ছোট টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, মার্জিত যে কোন ধরনের কমেন্ট এবং গঠনমূলক সমালোচনা বেশি বেশি করবেন, যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চমৎকার টিউন

    @knightfall: বেশ অবাক হলাম আমার মত নার্সিসাস একজন মানুষের টিউনে আপনার মন্তব্য পেয়ে, যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে।

      Level 0

      @শুভ্র আকাশ: নার্সিসিস্ট হবে। আমার দিন কাটে নার্সিসিস্টদের সাথে ইন্টার‍্যাক্ট করে। :p

        @knightfall: দেইখেন বেশি ইন্টার‍্যাক্ট করতে গিয়া আবার না নিজেই একজন নার্সিসিস্ট হয়ে যান, কারন কথায় আছে “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” সুতরাং দূরে দূরে থাকাই ভালো, 😛

          Level 0

          @শুভ্র আকাশ: নাহ। আমার আরেকটা কাজ হল, এদের নার্সিসিসিজম কমানো। 😛 বাই, দা ওয়ে সামুতে আমার পোস্টটা পড়েছেন কি >?? 😉

    @knightfall: হুম, পোস্ট গুলা আগেই পরেছি। কাল একটা দিলেন দেখলাম। পিছনে লাগতে পারেন বেশ। আমার মনে হয় এগুলা করা ছাড়া আপনার হাতে কোন কাজ কাম থাকে না। অলস সময় গুলা এইভাবে অপচয় করেন। যাই হোক এগুলা (মানুষের পিছনে লাগা) আপনার পার্ছনাল ম্যাটার 😉 😉 , অনেকটাই প্রভা রাজীবের মত। আপনের কাজ আপনি করেন, তাই আর কিছু বলার নাই। ধন্যবাদ, ভালো থাকবেন। 😀 😀

      Level 0

      @শুভ্র আকাশ: তুমি তো দেইখা রাখছ ??? রোজার মাসে আর মুখ খ্রাপ করলাম না।

        @knightfall & মিনহাজুল হক শাওন : আগের টিউনের কমেন্ট ক্লোজ করে দেওয়া হয়েছে তাই এখানে বললাম…………….

        হ্যাঁ, আপনার কথা সঠিক, আমি হয় তো হার্ডওয়্যারের সম্পর্কে বেশি কিছু জানি না, শুধু আমি কেন অনেকেই এইসব কঠিন টার্ম সম্পর্কে অবগত নয়। হ্যাঁ স্বীকার করছি আপনাদের করা টেকনিক্যাল কোসসেন গুলো আমার কাছে নতুন লাগছিলো এবং জবাব খুঁজতে খুবই কস্ট হয়েছিলো। আমি আগেই বলেছি আবারো বলছি, টিউনটি আমি গুগল এর সাহায্য নিয়ে করেছি এবং এতে যদি ভুল হয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নাই।

        আমার ভুল হয়েছে এবং আমি সেটা অকপটে স্বীকার করছি।

        মাত্র একটি টিউন দিয়ে কোন টিউনারকে বিচার করা ঠিক না। ভুল মানুষেরই হয়। হয়তো আমারও হয়েছে। কিন্তু তাই বলে একজন মানুষকে নিয়ে এরকম ঠাট্টা মস্করা কড়া কি ঠিক?? আপনার করা কোন ছোট ভুলের কারনে কেউ যদি আপনাকে সবার সামনে ছোট করে তবে আপনার কেমন লাগবে?? যেটা নাইটফল ভাই করায় আমার লেগেছে।

        টেকটিউনসের ত্রুটি গুলি বললেন, ঠিক, আমরা সবসময় বাইরের ময়লা পাঁক গুলোই দেখি, কিন্তু কেউ একজন উদ্দোগী হয়ে সেই ময়লা পাঁক গুলো পরিস্কার করার কথা ভাবি না, এ যেন মাথা ব্যথায় মাথা কেটে ফেলার মত অবস্থা। একজন টিউনার হিসাবে টিটির ভালো সময়ে যেমন পাশে ছিলাম, খারাপ সময়ে টিটির পাশে না থেকে কেন হা করে দেখবো???

        আর গলাবাজী বলছেন?? মাথা গরম থাকলে ওরকম ২-১টা মন্তব্য বের হওয়া অস্বাভাবিক কিছু না, আমার জায়গায় আপনি থাকলে আপনিও করতেন বাট আমি তো সবার সামনে উনার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছি, এরপরও স্বপ্নবিলাসী ভাই একটা অশালীন কমেন্ট করে গেলেন, উনার সাথে আমার শত্রুতা কি??? যার জন্য এক টিউনের রেশ অন্য টিউনে দেখা যায়??

        এইবার আসি ওই সাইটের ব্যপারে, যে কেউ হোক ওই সাইট টা বানিয়েছে, অস্বীকার করবো না পুরোটা পড়ে আমিও অনেক হেসেছি বিশেষত আমাকে নিয়ে করা ফান গুলা পড়ে, বাট এই ধরনের কাজ তো কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। ময়লা যতই ঘাটা হবে দুর্গন্ধ কিন্তু ততই ছড়াবে। নাইটফল ভাইকে দেখলাম এটির সমর্থন করছে, লিঙ্কদাতাকে স্টার কাবাবে খাওয়ানোর কথা বলছে তখন মাথা গরম হওয়াই স্বাভাবিক তবে ওরকম মন্তব্য করা আমার একদম উচিত হয় নাই, আমার ভুল আমি স্বীকার করছি। মন্তব্য ডিলিট করার অপশন থাকলে আমি ডিলিট করে দিতাম।

        আর স্বপ্নবিলাসী ভাইকে বলতে চাই, যে আমার প্রতি আপনার এত আক্রোশ কেন? আমার জানামতে আমার সাথে ত আপনার তেমন কোন বিরোধ নাই। ভুল মানুষেরই হয় এটা বোধহয় আপনি ভুলে গিয়েছেন, তা না হলে এত কিছুরপরও আগের রাগ নিয়ে বসে আছেন। আমি চাইনা কেউ আমার সম্পর্কে বাজে ধারনা রাখুক, কেউ সেটা রাখলে আমার মনের ভিতর কেমন যেন অস্বস্তি হয়, এর সাইকোলজিক্যাল টার্মটা নাইটফল ভাই ভালো বলতে পারবেন,(নাইটফল, ভাই মাইন্ডে নিয়েন না এমনি ফান করে বললাম)। আমি আর এই বিষয়ে কোন ঝগড়া আর কথা শুনতে চাচ্ছি না। ঝগড়া কোন কিছুর সমাধান নয়। যাই হোক সবার কাছে আবার ক্ষমা চাচ্ছি, সম্ভবত আমি আপনাদের সবার চেয়ে ছোট। ভুল হলে ছোট ভাই ভেবে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন……..

ভালো জিনিস

    @Ochena Balok: অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ওই দিন ওদের বাড়াবাড়ি দেখে খুব বেশি মাথা গরম হয়ে গিয়েছিলো, কিছু মনে করবেন না প্লীজ।

      @শুভ্র আকাশ: না আমার মনে হচ্ছে আমি নিজেও একটু বেশি বলেছি তবে অবসসই মজা করে তাই কিছু মনে রাখবেন না।আপনার লেখার স্টাইল অনেক সুন্দর,ভুল সবারই হতে পারে।সেটা গঠনমূলক সমালচনায় ঠিক করে ফেলাই ভালো

        @Ochena Balok: ১০০% সহমত আপনার সাথে। গঠনমূলক সমালোচনা সবসময়ই স্বাগতম, বাট এটাকে যখন কেউ হাসি ঠাট্টার বা আক্রমনাত্বক পর্যায়ে নিয়ে যায় তখন তো সেটা আর গঠনমূলক থাকে না। যাই হোক আমি কিছু মনে করিনি, ভুলে গেলাম। 😀 😀 আবারো ধন্যবাদ আপনাকে।

          @শুভ্র আকাশ: তবে একটা ব্যাপার হল আপনি যদি হাসিঠাট্টাকে(অবশ্যই একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত) গ্রহন করবেন তাহলে আপনারই ভালো লাগবে।কারন সবকিছুর পর মানুষের মন ভালো না থাকলে অন্য কিছু ভালো লাগে না।আর সেজন্যই হয়তবা ব্লগিংএও এ ব্যাপারগুলো কিছু পোস্টে এসে পরে।আর সবশেষে টিটি বা সামু ( যদিও সামুতে আমার আইডি নেই) যেখানেই হোক বাংলা ব্লগিংএর সম্পূর্ণ জগতেই আমরা একটি পরিবারের মত।তাই কিছু সমস্যা হয়ত হয় মাঝে মাঝে তবে সেগুলো আবার মিটেও যায়। 🙂 😀 😛 আপনি টিউন করতে থাকুন,শুভকামনা আপনার জন্য

          @Ochena Balok: 😀 😀 আমিও চাচ্ছি ব্যপারটা টোটালি মিটিয়ে দিতে, রিসেন্ট কমেন্ট গুলা দেখলেই বুঝতে পারবেন। তবে এর পরেও কেউ যদি এটা নিয়ে রাগ পুষে রাখে, সেক্ষেত্রে তো আমার কিছু বলার নাই।

ডাউনলোড করবো না কারন সফটওয়্যার ব্যবহার করতে আমার ভালো লাগে না।যদিও সফটওয়্যার নিয়েই আমার কারবার।আপনার প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে আমার এই মন্তব্য।

সুন্দর সফটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বরাবরই আমি আপনার টিউনের একজন ভক্ত তাই আপনার প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল এবং পরবর্তি টিউন গুলুর অপেক্ষায় থাকলাম ভাল থাকবেন এবং সবসময় টিটির সাথে থাকবেন।

অনেক ভাল লাগলো। কি ভাবে ফ্লাশ ফাইল তৈরী করার উপরে একটা টিউন পেলে খুশি হতাম।

    @Emrul islam: ধন্যবাদ এমরুল ভাই, ফ্ল্যাশ এর কাজ শিখা কিছুদিন পর শুরু করবো।

খুব ভাল লাগেলা

ধন্যবাদ।

@মিনহাজুল হক শাওন:

আগের টিউনের কমেন্ট ক্লোজ করে দেওয়া হয়েছে তাই এখানে বললাম…………….

হ্যাঁ, আপনার কথা সঠিক, আমি হয় তো হার্ডওয়্যারের সম্পর্কে বেশি কিছু জানি না, শুধু আমি কেন অনেকেই এইসব কঠিন টার্ম সম্পর্কে অবগত নয়। হ্যাঁ স্বীকার করছি আপনাদের করা টেকনিক্যাল কোসসেন গুলো আমার কাছে নতুন লাগছিলো এবং জবাব খুঁজতে খুবই কস্ট হয়েছিলো। আমি আগেই বলেছি আবারো বলছি, টিউনটি আমি গুগল এর সাহায্য নিয়ে করেছি এবং এতে যদি ভুল হয়ে থাকে তাহলে আমার আর কিছু বলার নাই।

আমার ভুল হয়েছে এবং আমি সেটা অকপটে স্বীকার করছি।

মাত্র একটি টিউন দিয়ে কোন টিউনারকে বিচার করা ঠিক না। ভুল মানুষেরই হয়। হয়তো আমারও হয়েছে। কিন্তু তাই বলে একজন মানুষকে নিয়ে এরকম ঠাট্টা মস্করা কড়া কি ঠিক?? আপনার করা কোন ছোট ভুলের কারনে কেউ যদি আপনাকে সবার সামনে ছোট করে তবে আপনার কেমন লাগবে?? যেটা নাইটফল ভাই করায় আমার লেগেছে।

টেকটিউনসের ত্রুটি গুলি বললেন, ঠিক, আমরা সবসময় বাইরের ময়লা পাঁক গুলোই দেখি, কিন্তু কেউ একজন উদ্দোগী হয়ে সেই ময়লা পাঁক গুলো পরিস্কার করার কথা ভাবি না, এ যেন মাথা ব্যথায় মাথা কেটে ফেলার মত অবস্থা। একজন টিউনার হিসাবে টিটির ভালো সময়ে যেমন পাশে ছিলাম, খারাপ সময়ে টিটির পাশে না থেকে কেন হা করে দেখবো???

আর গলাবাজী বলছেন?? মাথা গরম থাকলে ওরকম ২-১টা মন্তব্য বের হওয়া অস্বাভাবিক কিছু না, আমার জায়গায় আপনি থাকলে আপনিও করতেন বাট আমি তো সবার সামনে উনার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছি, এরপরও স্বপ্নবিলাসী ভাই একটা অশালীন কমেন্ট করে গেলেন, উনার সাথে আমার শত্রুতা কি??? যার জন্য এক টিউনের রেশ অন্য টিউনে দেখা যায়??

এইবার আসি ওই সাইটের ব্যপারে, যে কেউ হোক ওই সাইট টা বানিয়েছে, অস্বীকার করবো না পুরোটা পড়ে আমিও অনেক হেসেছি বিশেষত আমাকে নিয়ে করা ফান গুলা পড়ে, বাট এই ধরনের কাজ তো কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। ময়লা যতই ঘাটা হবে দুর্গন্ধ কিন্তু ততই ছড়াবে। নাইটফল ভাইকে দেখলাম এটির সমর্থন করছে, লিঙ্কদাতাকে স্টার কাবাবে খাওয়ানোর কথা বলছে তখন মাথা গরম হওয়াই স্বাভাবিক তবে ওরকম মন্তব্য করা আমার একদম উচিত হয় নাই, আমার ভুল আমি স্বীকার করছি। মন্তব্য ডিলিট করার অপশন থাকলে আমি ডিলিট করে দিতাম।

আর স্বপ্নবিলাসী ভাইকে বলতে চাই, যে আমার প্রতি আপনার এত আক্রোশ কেন? আমার জানামতে আমার সাথে ত আপনার তেমন কোন বিরোধ নাই। ভুল মানুষেরই হয় এটা বোধহয় আপনি ভুলে গিয়েছেন, তা না হলে এত কিছুরপরও আগের রাগ নিয়ে বসে আছেন। আমি চাইনা কেউ আমার সম্পর্কে বাজে ধারনা রাখুক, কেউ সেটা রাখলে আমার মনের ভিতর কেমন যেন অস্বস্তি হয়, এর সাইকোলজিক্যাল টার্মটা নাইটফল ভাই ভালো বলতে পারবেন,(নাইটফল, ভাই মাইন্ডে নিয়েন না এমনি ফান করে বললাম)। আমি আর এই বিষয়ে কোন ঝগড়া আর কথা শুনতে চাচ্ছি না। ঝগড়া কোন কিছুর সমাধান নয়। যাই হোক সবার কাছে আবার ক্ষমা চাচ্ছি, সম্ভবত আমি আপনাদের সবার চেয়ে ছোট। ভুল হলে ছোট ভাই ভেবে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন……..

Level 2

চমৎকার টিউন খুব ভাল লাগেলা

Level 0

আমার কমেন্ট করার কুনো ইচ্ছা নাই। দেখা যাবে, মডু এই পোস্টেও কমেন্টিং অফ করে দিছে।

    @knightfall: ক্যান ভাই আমার উপরে আরো রাগ আছে নাকি, থাকলে এখানেই ঝেড়ে ফেলেন।

Level 0

@শুভ্র আকাশ ভাইঃ কি কারণে জানি না,আমি আপনার amd a8 3870k bblack edition post এ কমেন্ট করতে পারছি না। আমি জানতে চাই, আমি কিভাবে a8 3870k কে OVERCLOCKING করবো?…Motherboard(msi a75a-g55) এর Bios এ একটা ফিচার আছে যার নাম OS Genie যেটা automatically system কে overclock করে। আমি OS Genie enable করেছি কিন্তু বুঝতে পারছি না আমারটা overclocking হয়েছে না হয়নি। anyway, আপনার ঐ post টি চমৎকার হয়েছে। আমি নিজে বিভিন্ন site এ visit করে same information পেয়েছি।ধন্যবাদ।