কেমন আছেন,
আমরা আনেক সময় দেখি যে আমরা একটা ফোল্ডার এর মধ্যে আনেক কিছ রাখি কিন্তু হঠাৎ যদি সেই ফাইল ভাইরাস নষ্ট করে দেয়
তাহলে আনেক মনে কস্ত লাগে তাই না?? আর কষ্ট লাগবে না । আমি যে সফটওয়্যার টি দিলাম এটা দিয়ে আপনি আপনার ফোল্ডার
গুলু কে ISO Image করে রাখবেন । দেখবেন র ভাইরাস দরবে না।
প্রথমে
সিলেক্ট ফোল্ডার এ ক্লিক করেন । আপনি যে ফাইল টি iso করবেন সেই ফাইল টি দেখিয়ে দিন। তারপর
iso ও ফাইল টা কোথায় রাখবেন সেটা দেখিয়া দিন । select output এ ক্লিক করে।
তাপর সবার শেষে generate iso এ ক্লিক করেন দেখবেন আপনার ISO ফাইল টি তৈরি হয়ে গেছে । আগামী পর্বে দেখাবে কি ভাবে ISO file থ্বেকে ফোল্ডার চালু করতে হয়।
download link: http://www.softinfobd.com
আমি জুয়েল 96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব প্রয়োজনীয় একটা বিষয় এই ধরনের আরো পোষ্ট চাই । ধন্যবাদ আপনাকে।