আমরা যারা কার্ড খেলতে পছন্দ করি তারা "২৯" কার্ড গেমটি সম্পর্কে মোটামুটি পরিচিত। উন্নত বিশ্বে যেমনি "পোকার" গেমটি খুব জনপ্রিয় তেমনি আমাদের এই উপমহাদেশে "২৯" গেমটিও। মোট ৪ জন লাগে এই গেমটি খেলতে। বন্ধুদের সাথে ক্যাম্পাসে প্রথম শেখা ও খেলা এ গেমটিকে নিয়ে অনেক মজার স্মৃতি জড়িয়ে আছে। অনেকটা বুদ্ধি আর খেয়ালের সংমিশ্রন ঘটাতে হয় এ গেমটিতে জিততে হলে। তবে কম্পিউটারের এ গেমটিতে, বুদ্ধির বা লজিকের কম্বিনেশন ভাল হয়নি। গেমটি Expert কেউ খেলে খুব মজা পাবেন বলে মনে হয় না। তবে Amateur দের জন্য গেমটি পারফেক্ট।
গেইমটি এ্যাক্টিভেশন কোডসহ পাবেন এই ঠিকানায়-
তবে যাদের কেনার সামর্থ্য আছে তারা অবশ্যই কিনে ব্যবহার করবেন ।
আর ফেজবুকে আমার কৌতুকের এ পেজটিতে সবাইকে আমন্ত্রন। ভালো লাগলে লাইক দিবেন প্লিজ।
আর নতুন নতুন সফট্ওয়্যারের serial code পেতে Facebook এ আমার এ page টিতেও Like দিতে পারেন।
সবশেষে সবার শুভ কামনা করে আমার এ টিউনটি এখানেই শেষ করছি। আর টিউনটি/ পোষ্টটি কেমন হলো comment করে জানাবেন আশা করি ।
আমি আনিছুল কবির আকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সিরিয়ালটা অনেকদিন থেকে খুজছিলাম।