সাজিয়ে নিন আপনার কম্পিউটার এর Screen।

টেকটিউন্স এর সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমার টিউনটি শুরু করছি। HSC পরীক্ষার result দিল। যারা পাস করেছে তাদের জন্য রইল শুভ কমনা। আর যারা ভাল করতে পারেনি তাদের জন্য দোয়া রইল যাতে আগামীতে ভাল করতে পারে।

আমরা সবাই নিজের পিসিকে একটু সুন্দর দেখতে চাই। এজন্য আমরা অনেক সফটওয়্যার ব্যবহার করি। এই সকল সফটওয়্যার ব্যবহার করে আমরা আমাদের পিসি এর ভিসুয়ালটা অনেক সুন্দর করি। আজ আপনাদের জন্য এমনই একটি সফটওয়্যার নিয়ে আমি হাজির হলাম। সফটওয়্যারটির নাম RainMeter. যেহেতু এখন বৃষ্টির সময় তাই নামটা খুব উপযোগী হয়েছে।

সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক

DOWNLOAD

সবাই ভাল থাকবেন। আর সামনে রোযা সবাই নামাজ পরতে চেষ্টা করবেন।

Level 0

আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবুজ দেশ ভাই এডফ্লাই লিংক টেকটিউনস এর নীতিবিরুদ্ধ সরাসরি মিডিয়া আগুনের লিংক দিন http://www.mediafire.com/?phr7534csz8a0i6

“কৃষি তথ্য সার্ভিস”

ক্র:নং বিবরণ
1 মাঠ পর্যায়ে কৃষকগনকে কৃষি বিষয়ে অনুষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান।
2 কৃষকদের মাঝে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষে বিভিন্ন ফসলের প্রদর্শনী স্থাপনে সহায়তা প্রদান।
3 কৃষকদের সাথে ব্যক্তিগত ও দলীয় আলোচনার মাধ্যমে আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি হস্থান্তর।
4 মাঠে ফসলের সমস্যা নিরুপন ও কৃষককে সমাধান দেওয়ার ক্ষেত্রে বিশেষে উর্ধতন কর্তৃপক্ষের
5 বরাবর প্রতিবেদন দাখিল।
6 বিভিন্ন কৃষি বিষয়ক জরিপ সম্প্রসারণ করা।
7 উন্নত জাত ও প্রযুক্তি হস্থান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ।
8 অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে চারা উৎপাদন।
9 ধান উৎপাদনে পানি সাশ্রয়ী প্রযুক্তি (AWD) ব্যবহার।
10 ফসল উৎপাদনে সারের সূষম মাত্রা ব্যবহার।
11 LCC এর মাধ্যমে ইউরিয়া সারের সাশ্রয়ী করণ।
12 পোকা দমনে ফেরোসন ফাঁদ ব্যবহার।
13 মাটির স্বাস্থ্য রক্ষার্থে জৈব সারের ব্যবহার।
14 এলাকার কৃষক ও ছাত্র/ছাত্রীদের প্রশিক্ষনের মাধ্যমে ইদুর দমন কার্যক্রম পরিচালনা করা।

বি:দ্র:-
তাছাড়া কৃষি তথ্য সার্ভিস সহ আরো অন্যান্য সকল কৃষি বিষয়ক সমস্যা, প্রশ্ন, সমাধান এবং তথ্যের জন্য ভিজিট করুন-

http://www.ais.gov.bd/bn

“খাদ্য উৎপাদন”
বীরতারা ইউনিয়নের উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে আলু। আলুর পরেই ধান এবং পাটের স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে সরিষা ও তিল। কাউন, চিনা, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্য শস্য উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এ জেলায় আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।