টেকটিউন্স এর সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমার টিউনটি শুরু করছি। কোন video এর দরকার হলে আমরা Youtube এ তা খুঁজে পাই। কিন্তু গত কয়েক দিন ধরে Youtube এ কিছু video টিউটেরিয়াল download করতে গিয়ে দেখি আমাদের পরিচিত video format যেমনঃ flv, avi, mp4 ইত্যাদি না এসে ডাউনলোড করার সময় webm format দেখায়। এই format এর সাথে আমরা সাধারণত পরিচিত নই। কিন্তু আমরা এই ফরম্যাট এর ভিডিও ডাউনলোড করে একটি সফটওয়্যার এর সাহায্যে সহজেই কনভার্ট করতে পারি। সফটওয়্যারটির নাম হল Free WebM Video Converter 5.0.15.706 এই সফটওয়্যারটির সাহায্যে webm format এর ভিডিও কে mp4,flv,swf,avi,mkv,mov,mp3,m2ts ইত্যাদি ফরম্যাট এ কনভার্ট করা যায়।
সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক
Free WebM Video Converter 5.0.15.706
সবাই ভাল থাকবেন।
আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা প্রয়োজন ছিল ধন্যবাদ কিন্তু adf.ly এর জন্য খারাপ লাগল।