বিনামূল্যে পেয়ে যান একটি অসাধারণ পিয়ানো সফটওয়ার!!!

একটি অসাধারণ এবং প্রফেশনাল কাজের উপযুক্ত ফ্রি এবং পোর্টেবল পিয়ানো সফটওয়ার পেয়েছি। কিন্তু এটা সম্পর্কে লিখা কোথা থেকেই বা শুরু করবো আর কিভাবেই বা শেষ করবো বুঝতে পারছি না।

আমার পিয়ানো বাজানোর কোন অভিজ্ঞতাই নাই। কয়েকদিন শখের বসে আপুর হারমোনিয়ামে গলা সেধেছি। কিন্তু তাই বলে পিয়ানোর ব্যাখ্যা করার মতো জ্ঞান তো দূরে থাকুক কখনো ছুয়েও দেখিনি।

যাইহোক পিয়ানো বিষয়ে আমার জ্ঞান কত কাঁচা সে বিষয়ে আপনাদের ধারনা দিয়েই আজকের টিউনটি শুরু করছি।

vmpk1

আমি যে পিয়ানো সফটওয়ারটির কথা আজ বলবো তার নাম “VIRTUAL MIDI PIANO KEYBOARD”।

এ সফটওয়ারটি নিজে কোন শব্দই করতে পারে না তবে MIDI ইভেন্ট তৈরী করে এবং রিসিভ করে থাকে এবং একে MIDI synthesizer হিসেবেও কাজ করে। (এক্সটারনাল, ইন্টারনাল, হার্ডওয়ার বা সফটওয়ার যেমনই হোক না কেন)

vmpk33

এটি এখন পর্যন্ত Linux, Windows and Mac OSX অপারেটিং সিস্টেমেই পরীক্ষা করে দেখা হযেছে।

এটি এর অসাধারন উপস্থাপনার জন্য Qt4 ফ্রেইমওয়ার্ক এবং মিডি ইনপুট আউনপুটের জন্য RtMIDI ওয়ার্কফ্রেম ব্যাবহার করে। এ দুটি ফ্রেইমওয়ার্কই সম্পর্ণ ফ্রি এবং বেশির ভাগ অপারেটিং সিস্টেমেই চলে।

এর আলফানিউমারিক কিবোর্ড ব্যবহারকারী ইচ্ছমত চেঞ্জ করা যায়।

vmpk3

এতে রয়েছে:

১। Channel, Base Octave, Transpose, Control, Program নামক অপশন।

২। প্রতিটি অপশনের অধিনের রয়েছে আরো অনেক উপ-অপশন:

  • Channel অপশনের অধিনে রয়েছে ১৬টি উপ-অপশন।
  • Base Octave অপশনের অধিনে রয়েছে ৯ টি উপ-অপশন।
  • Transpose অপশনের অধিনে রয়েছে ১১টি উপ-অপশন।
  • Control অপশনের অধিনে রয়েছে ১৮টি উপ-অপশন। যার প্রত্যেকটিই প্রফেশনাল বাদকেরা কন্ট্রোলিং এর কাজে ব্যবহার করে।
  • Program অপশনের অধিন রয়েছে প্রায় ১২৮টি উপ-অপশন।

৩। Program অপশনের প্রতিটি উপ-অপশনই এক একটি বাদ্যযন্ত্র নির্দেশ করে।

অর্থাৎ আপনি চাইলে এ ১২৮টি বাদ্যযন্ত্রের যেকোনটির কাজ এ পিয়ানোটির মধ্যমে করতে পারেন।

আপনারা হয়তো ভাবছেন এগুলো বলার দরকার কি ??

আসলে উপরিউক্ত প্রতিটি উপ-অপশনের প্রতিটি কম্ভিনেশনের জন্য এ পিয়ানোটি একটি আলাদা এবং ইউনিক ধরনের শব্দ তৈরী করেতে পারে।

অর্থাৎ এ পিয়ানোটি সর্বোচ্চ কত ধরনের ইউনিক শব্দ তৈরী করেত পারে তার সীমা কল্পনারও বাইরে।

বাজাতেতো পারি না কিন্তু আমি অনেকগুলো কম্বিনেশন পরীক্ষা করে দেখেছি এর মধ্যে আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে ভালো লেগেছে নিচের কম্বিনিশনটি।

vmpk44

উপ-অপশনগুলোর সেটিংটা নিচে দেয়া হল। আপনারা সামান্য বাজিয়ে পরীক্ষা করে দেখতে পারেন:

Channel: 13

Base Octave: 1

Transpose: 11

Control Program: 66-Pedal (sostennuto)

Program: Music Box

অন্তত উপরিউক্ত সেটিংয়ে পিয়ানোটিকে সেট করে ডানপাশের মাউচের সাহায্যে পিয়ানোটির ডানপাশের কিগুলো একবার বাজিয়ে দেখুন।

তখন পিয়ানো মাধ্যমে আপনি এত সুন্দর শব্দ তৈরী করতে পারেন ভেবে আশ্চর্য হয়ে যাবেন।

এ চমৎকার পিয়ানোটি আপনি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে:

http://www.freewarefiles.com/downloads_counter.php?programid=48880

দয়া করে পিয়ানোটি ডাউনলোড করার পর Extract করুন। ফলে vmpk নামক একটি ফোল্ডার পাবেন। এ Extract করা ফোল্ডারের ভেতরে vmpk নামক আরেকটি ফাইল আছে এটিই সেই পিয়ানো। এর পিয়ানোর মতো আইকন দেখেও চিনতে পারেন।

আজ আর নয় পিয়ানোর প্রতিটি অপশন ব্যাখ্যা করার ইচ্ছা ছিল। কিন্তু অনেক সময়ের ব্যাপার।

আমার এ টিউনটি কারো ভালো লেগে থাকলে দয়া করে মন্তব্য করুন।

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক কথায় অসাধারন অনেক ধন্যবাদ

Level 0

ভাই আমি একটি ল্যাপটপ বিক্রি করতে চাই। (টাকার বড় সমস্যা)!!!!

    বিল গেটস ভাইয়ের টাকা পয়সার সমস্যা ?????

বিল গেটস ভাই।

টেকটিউনস বিজ্ঞাপনের জায়গা না।
আপনি একটা জিনিস ঠিকই লক্ষ করেছেন যে টেকটিউনসে বিজ্ঞাপন নেই বললেই চলে।

আর আপনি বিরক্তি কর ভাবেই শুধু বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন।

এরকম করলে আমরাও বিরক্তির মাঝে মজা করার জন্য যথাযোগ্য প্রদক্ষেপ নেব।
কি বলেন ? প্রদক্ষেপটা কেমন হল ?

ধন্যবাদ ভাই।

    ধন্যবাদ আদিল ভাই। আমিও স্বচ্ছতা চাই।

Dekhi Bajate pari Ki na ?

    বিপাশা আপু বাজানো সহজ না। বাজাতে পারলে অপূর্ব সুর তৈরী করা যায়। তবে আশাকরি আপনি আমার চেয়ে ভালো পারবেন।