ব্যবহার করুন অসাধারণ একটি ফ্রীওয়্যার অডিও প্লেয়ার:AIMP

টেকটিউনস এ অনেকদিন থেকেই ফ্রীওয়্যার এর মেলা দেখছি।ফ্রীওয়্যার ব্যবহার করলে আসলে একদিক দিয়ে কিছুটা ভাল লাগে এই ভেবে যে আমি অন্যায় কিছু করছিনা আবার একি সাথে ফ্রীওয়ার মেকারদের সহযোগিতাও করছি।তাই অন্যদেরও আমি উৎসাহ দিব ফ্রীওয়্যার ব্যবহার করার জন্য।অবশ্য এখনো জানালা খুলে আকাশ দেখার সাহস হয় না। 🙁 আশা রাখি একদিন সেটাও পারব।তার আগে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট কিন্তু কাস্টমাইজেবল প্লেয়ার।এটার নাম AIMP.আসুন জেনে নেই এর কিছু সুবিধাঃ

১।এটি ২০টি অডিও ফরম্যাট এবং ৩২ বিট অডিও সাপোর্ট করে ফলে এর কোয়ালিটি উইন্যাম্প আর উইন্ডোজ মিডিয়া প্লেয়ার থেকে অনেক উন্নত।

২।প্লাগিন ইন্সটল দ্বারা এর কার্যক্ষমতা আরও বাড়ানো যায়।প্লাগিনের জন্য পোস্টের নিচের লিঙ্ক দেখুন

৩।ইন্টারণেট রেডিও চালান যায়

৪।বিল্ট ইন অডিও কনভার্টার

৫।ট্যাগ এডিটর

৬।মাল্টিপল প্লেলিস্ট নিয়ে কাজ করা যায়।

৭।অসংখ্য স্কিন থেকে আপনার পছন্দের স্কিনটি বাছতে পারবেন

৮।অটো শাটডাউন সিডিউল করা যায় বলে গান ছেড়ে অন্য কাজ করার সুবিধা পাবেন।
আর কথা বাড়াবো না আপনি নিজেই ব্যবহার করে বুঝতে পারবেন এর অন্য সুবিধাগুলো।এর কিছু স্ক্রিনশট দেখুনঃ

ডাউনলোডঃ

সফটপিডিয়া

মিডিয়াফায়ার ডাউনলোড

কম্পিউটারকে সাজান ফ্রীওয়্যার দিয়ে,হ্যাপি ডাউনলোডিং!!!

Level 0

আমি Ochena Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লেগেছে। টিউন করতে থাকুন।

Level 0

Its interface looks like the Winamp that I see via this tune.
Thanks for this tune.

khub valo, khub valo amra ki ja akta palam ……………………..

খুব ভাল , ধন্যবাদ ।

ভাই আপনে নিয়মিত টিউন করেন না কেন? চরম সব জিনিস! ভুলে মিছ হইয়া গেছিল। অখনি নামাইতাছি। 😛
ধইন্ন্যা 😀

Its a great player. Thanks 🙂

অনেক অনেক ধন্যবাদ। আমাকে কেউ কি একটু সাহায্য করতে পারবেন 😥 😥 😥

এমন কোন হালকা পাতলা অডিও প্লেয়ার আছে কি যেটি দিয়ে অডিও কোন অডিও গান টি বাজতে থাকা অবস্থায় ডিলেট করা যাবে? এবং গান ফরোয়ার্ডে টানার কী বোর্ড শর্টকাট আছে?

বিস্তারিত: আমার একটি ফোল্ডারে 100 অডিও গান আছে যেখান থেকে আমার এখন পছন্দ মতো গান গুলো বাছাই করে রাখতে হবে এবং বাকীগুলো ডিলেট করে দেব।এজন্য আমাকে প্রতিটি গানই উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে প্লে করে খানিকটা শুনে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে গানটি রাখবো না ডিলেট করে দেবো। এখন গানটি কিছু অংশ ফরোয়ার্ডে টেনে শুনার জন্য উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে কোন কীবোর্ড শর্ট কাট নেই (Now playing mood) । তাই বাধ্য হয়ে (Library Mood) এ চলে যেতে হচ্ছে, শুধু গেলেই আবার হবেনা সেখানে গানের স্লাইডার টা সিলেক্ট করে দিয়েই কেবল (Right aro key ) দিয়ে গান 10 সেকেন্ড ফোরোয়ার্ড করা যায় যা খুবই বিরক্তিকর। এবার গানটি শুনে সিদ্ধান্ত নিলাম ডিলেট করে দেবো তখন যেইনা ডিলেট চাপলাম অমনি ডিলেটিং ম্যাসেজ দেখিয়ে 20সেকেন্ড বসিয়ে রাখে যা জঘন্য বিরক্ত জনক।

সুতরাং: চাই এমন একটি মিডিয়া প্লেয়ার যেটি দিয়ে গান বাজতে থাকা অবস্থায় ঝটপট ঐ গানটি ডিলেট করা যাবে। এবং গান ফোরোয়ার্ডে টেনে শুনার জন্য কীবোর্ড শর্টকাট কী থাকতে হবে। জগতে এমন কোন মিডিয়া প্লেয়ারকি আবিস্কৃত হয়েছে??? উল্লেখ্য আমি উইন্ডোজ সেভেন প্রফেশনাল ব্যবহারকারী।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: আপনি কেএম প্লেয়ার ব্যবহার করতে পারেন।গান শোনার সময়ে আপনি রাইট এরো কি চাপলে ফরওয়ার্ড হবে আবার লেফটে চাপলে ব্যাকওয়ার্ড। আর ডিলিট করতে গান্টি পরিবর্তন করে অন্য গান আসলে ঐ গানটি আপনি সরান কোন নতুন ফোল্ডারে।এভাবে সরান হলে একত্রে ডিলিট করুন