টেকটিউনস এ অনেকদিন থেকেই ফ্রীওয়্যার এর মেলা দেখছি।ফ্রীওয়্যার ব্যবহার করলে আসলে একদিক দিয়ে কিছুটা ভাল লাগে এই ভেবে যে আমি অন্যায় কিছু করছিনা আবার একি সাথে ফ্রীওয়ার মেকারদের সহযোগিতাও করছি।তাই অন্যদেরও আমি উৎসাহ দিব ফ্রীওয়্যার ব্যবহার করার জন্য।অবশ্য এখনো জানালা খুলে আকাশ দেখার সাহস হয় না। 🙁 আশা রাখি একদিন সেটাও পারব।তার আগে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট কিন্তু কাস্টমাইজেবল প্লেয়ার।এটার নাম AIMP.আসুন জেনে নেই এর কিছু সুবিধাঃ
১।এটি ২০টি অডিও ফরম্যাট এবং ৩২ বিট অডিও সাপোর্ট করে ফলে এর কোয়ালিটি উইন্যাম্প আর উইন্ডোজ মিডিয়া প্লেয়ার থেকে অনেক উন্নত।
২।প্লাগিন ইন্সটল দ্বারা এর কার্যক্ষমতা আরও বাড়ানো যায়।প্লাগিনের জন্য পোস্টের নিচের লিঙ্ক দেখুন
৩।ইন্টারণেট রেডিও চালান যায়
৪।বিল্ট ইন অডিও কনভার্টার
৫।ট্যাগ এডিটর
৬।মাল্টিপল প্লেলিস্ট নিয়ে কাজ করা যায়।
৭।অসংখ্য স্কিন থেকে আপনার পছন্দের স্কিনটি বাছতে পারবেন
৮।অটো শাটডাউন সিডিউল করা যায় বলে গান ছেড়ে অন্য কাজ করার সুবিধা পাবেন।
আর কথা বাড়াবো না আপনি নিজেই ব্যবহার করে বুঝতে পারবেন এর অন্য সুবিধাগুলো।এর কিছু স্ক্রিনশট দেখুনঃ
ডাউনলোডঃ
কম্পিউটারকে সাজান ফ্রীওয়্যার দিয়ে,হ্যাপি ডাউনলোডিং!!!
আমি Ochena Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লেগেছে। টিউন করতে থাকুন।